ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / ৪১ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ৩০ বোতল ফেনসিডিলসহ শীষ উদ্দিন ওরফে পলাশ (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক পলাশ উপজেলার কুলতলা মাঝপাড়ার বাবর আলীর ছেলে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে আন্দুলবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

জানা যায়, ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন আন্দুলবাড়ীয়া বাজারস্থ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানি কমান্ডারের নেতৃত্বে আন্দুলবাড়ীয়া পূর্ববাজার (খাঁপাড়ার মোড় অনন্তপুর রোড) এর সংলগ্ন ইজি কমিউনিকেশন দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে শীষ উদ্দিন ওরফে পলাশকে আটক করা হয়।

এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আটক আসামির হেফাজত হতে ৩০ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল এবং ২টি সিমকার্ড উদ্ধারপূর্বক জব্দ করে। আটককৃত আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড টাইম : ০৮:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ৩০ বোতল ফেনসিডিলসহ শীষ উদ্দিন ওরফে পলাশ (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক পলাশ উপজেলার কুলতলা মাঝপাড়ার বাবর আলীর ছেলে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে আন্দুলবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

জানা যায়, ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন আন্দুলবাড়ীয়া বাজারস্থ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানি কমান্ডারের নেতৃত্বে আন্দুলবাড়ীয়া পূর্ববাজার (খাঁপাড়ার মোড় অনন্তপুর রোড) এর সংলগ্ন ইজি কমিউনিকেশন দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে শীষ উদ্দিন ওরফে পলাশকে আটক করা হয়।

এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আটক আসামির হেফাজত হতে ৩০ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল এবং ২টি সিমকার্ড উদ্ধারপূর্বক জব্দ করে। আটককৃত আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।