ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে হতদরিদ্রের ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
  • / ৩০২ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে হতদরিদ্রের ঘরভাংচুর, নগদ অর্থ লুটপাটসহ জোরপূর্বক জমি দখল করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার তেল পাম্পের পিছনে এ ঘটনা ঘটে। জানা গেছে, পৌরসভার ৭নং ওয়ার্ডের আজিজুর রহমানের স্ত্রী হতদরিদ্র আনোয়ারা বেগমের (৫৫) বসত বাড়ি ভাংচুর, নগদ অর্থ ও জমিদখল করার অভিযোগ উঠেছে জীবননগর শহরের প্রভাবশালী মাসুদুর রহমানের ছেলে মশিউর রহমান, মৃত নস্কর আলীর ছেলে মোহাম্মদ আলী ও মুহুরী রুস্তমের বিরুদ্ধে। আনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, প্রতাবপুর মৌজা ১৮১ খতিয়ান ৭৬৬ নম্বর দাগে আমরা যে ১০শতক জমিতে বসবাস করছি এর মধ্যে ৫ শতক জমি ছিলো হায়দার উকিলের। আর ৫ শতক তার বন্ধু শ্রী ওমীয় সরকারের। কিন্তু ওমীয় সরকার দেশে না আসায় হায়দার উকিলের মৃত্যুর পর তার স্ত্রী ডা. শাহিনুর হায়দার ১০শতক জমির মধ্যে প্রথমে ৫ শতক জমির দাম নিয়ে নেয় পরবর্তীতে ওমীয় সরকারের ৫ শতক জমির দাম বাবদ ১ লাখ ৭০ হাজার টাকা ষ্ট্যাম্পে লেখাপড়ার মাধ্যমে আমাদের নিকট থেকে নিয়ে নেয়। তারপরও ডা. শাহিনুর হায়দারের ভাই মোহাম্মদ আলী আমাদের বাড়ি ছেড়ে দিতে বলে। এ নিয়ে কোর্টে মামলা চলছে যার নাম্বার ৪৯/১৮। এ বিষয়ে দুই পক্ষের কোর্টে হাজির হাওয়ার জন্য কোর্ট থেকে দিন দিয়েছে ৭-২-১৯ইং তারিখ। অথচ গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ আলী, মশিউর, রুস্তম পুলিশসহ বেশ কিছু ব্যক্তি বাড়িতে হাজির হয়ে আমার ঘর ভাংচুর নগদ টাকা লুট সহ জমি দখল করে তারের বেড়া দিয়ে ঘিরে চলে যায়। তাদের কাগজ দেখালে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে হতদরিদ্রের ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ!

আপলোড টাইম : ১০:৫৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮

জীবননগর অফিস: জীবননগরে হতদরিদ্রের ঘরভাংচুর, নগদ অর্থ লুটপাটসহ জোরপূর্বক জমি দখল করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার তেল পাম্পের পিছনে এ ঘটনা ঘটে। জানা গেছে, পৌরসভার ৭নং ওয়ার্ডের আজিজুর রহমানের স্ত্রী হতদরিদ্র আনোয়ারা বেগমের (৫৫) বসত বাড়ি ভাংচুর, নগদ অর্থ ও জমিদখল করার অভিযোগ উঠেছে জীবননগর শহরের প্রভাবশালী মাসুদুর রহমানের ছেলে মশিউর রহমান, মৃত নস্কর আলীর ছেলে মোহাম্মদ আলী ও মুহুরী রুস্তমের বিরুদ্ধে। আনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, প্রতাবপুর মৌজা ১৮১ খতিয়ান ৭৬৬ নম্বর দাগে আমরা যে ১০শতক জমিতে বসবাস করছি এর মধ্যে ৫ শতক জমি ছিলো হায়দার উকিলের। আর ৫ শতক তার বন্ধু শ্রী ওমীয় সরকারের। কিন্তু ওমীয় সরকার দেশে না আসায় হায়দার উকিলের মৃত্যুর পর তার স্ত্রী ডা. শাহিনুর হায়দার ১০শতক জমির মধ্যে প্রথমে ৫ শতক জমির দাম নিয়ে নেয় পরবর্তীতে ওমীয় সরকারের ৫ শতক জমির দাম বাবদ ১ লাখ ৭০ হাজার টাকা ষ্ট্যাম্পে লেখাপড়ার মাধ্যমে আমাদের নিকট থেকে নিয়ে নেয়। তারপরও ডা. শাহিনুর হায়দারের ভাই মোহাম্মদ আলী আমাদের বাড়ি ছেড়ে দিতে বলে। এ নিয়ে কোর্টে মামলা চলছে যার নাম্বার ৪৯/১৮। এ বিষয়ে দুই পক্ষের কোর্টে হাজির হাওয়ার জন্য কোর্ট থেকে দিন দিয়েছে ৭-২-১৯ইং তারিখ। অথচ গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ আলী, মশিউর, রুস্তম পুলিশসহ বেশ কিছু ব্যক্তি বাড়িতে হাজির হয়ে আমার ঘর ভাংচুর নগদ টাকা লুট সহ জমি দখল করে তারের বেড়া দিয়ে ঘিরে চলে যায়। তাদের কাগজ দেখালে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।