ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে সরষে ফুলে হলুদের সমারোহ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
  • / ৫৭২ বার পড়া হয়েছে

জাহিদ বাবু/ মিঠুন মাহমুদ: জীবননগরে কৃষকরা ব্যাপকভাবে সরষে আবাদ করছেন। এ উপজেলার ফসলের মাঠগুলোতে এখন সরষের হলুদ ফুলে ছেয়ে গেছে। মাঠের পর মাঠজুড়ে বিরাজ করছে থোকা থোকা হলুদ ফুলের দৃষ্ঠিনন্দন মনোমুগ্ধকর দৃশ্য। সরষের ফুল আকৃষ্ঠ করছে মৌমাছিসহ প্রকৃতিপ্রেমীদের। গোটা উপজেলার মাঠে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। যেদিকে দৃষ্টি যায় শুধু সবুজের ফাঁকে হলুদের সমাহার। রাস্তার ধারে কিংম্বা ফসলের মাঠে সবুজের মাঝে চোখ ধাঁধানো হলুদ ফুল আর ফুল। জীবননগর উপজেলার বিভিন্ন অঞ্জলে সরিষার মাঠগুলোতে পরিচর্যায় ব্যস্থ সময় পার করছেন কৃষকেরা। এ সময়টা পোকা মাকড়সহ বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমণ বেশি হওয়ায় কাঙ্খিত ফসল ঘরে তুলতে বাড়তি পরিচর্যা করতে হচ্ছে কৃষকদের। জীবননগর উপজেলার বিভিন্ন অঞ্জলে সরিষার আবাদ দেখা যায়। তবে এ বছর আবাদ অনেক কম হয়েছে বলে জানা জানিয়েছে উপজেলা কৃষি অফিস। জীবননগর উপজেলার সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা বলেন, এ বছর জীবননগর উপজেলায় সরিষার ফলন খুব ভালো হবে বলে আসা করা যায়। গত বছরের তুলনায় এ বছরে আবহাওয়া ভালো থাকায় ফলন টাও ভালো হবে। তাছাড়াও জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বক্ষনিক তদারকি অব্যাহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে সরষে ফুলে হলুদের সমারোহ

আপলোড টাইম : ০৩:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭

জাহিদ বাবু/ মিঠুন মাহমুদ: জীবননগরে কৃষকরা ব্যাপকভাবে সরষে আবাদ করছেন। এ উপজেলার ফসলের মাঠগুলোতে এখন সরষের হলুদ ফুলে ছেয়ে গেছে। মাঠের পর মাঠজুড়ে বিরাজ করছে থোকা থোকা হলুদ ফুলের দৃষ্ঠিনন্দন মনোমুগ্ধকর দৃশ্য। সরষের ফুল আকৃষ্ঠ করছে মৌমাছিসহ প্রকৃতিপ্রেমীদের। গোটা উপজেলার মাঠে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। যেদিকে দৃষ্টি যায় শুধু সবুজের ফাঁকে হলুদের সমাহার। রাস্তার ধারে কিংম্বা ফসলের মাঠে সবুজের মাঝে চোখ ধাঁধানো হলুদ ফুল আর ফুল। জীবননগর উপজেলার বিভিন্ন অঞ্জলে সরিষার মাঠগুলোতে পরিচর্যায় ব্যস্থ সময় পার করছেন কৃষকেরা। এ সময়টা পোকা মাকড়সহ বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমণ বেশি হওয়ায় কাঙ্খিত ফসল ঘরে তুলতে বাড়তি পরিচর্যা করতে হচ্ছে কৃষকদের। জীবননগর উপজেলার বিভিন্ন অঞ্জলে সরিষার আবাদ দেখা যায়। তবে এ বছর আবাদ অনেক কম হয়েছে বলে জানা জানিয়েছে উপজেলা কৃষি অফিস। জীবননগর উপজেলার সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা বলেন, এ বছর জীবননগর উপজেলায় সরিষার ফলন খুব ভালো হবে বলে আসা করা যায়। গত বছরের তুলনায় এ বছরে আবহাওয়া ভালো থাকায় ফলন টাও ভালো হবে। তাছাড়াও জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বক্ষনিক তদারকি অব্যাহত রয়েছে।