ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে জখম, দুই শিক্ষক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • / ১২১ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর কাশিপুর দারুল উলুম কওমিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র নাসিমকে (৯) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে। গত বুধবার নাসিমের পিতা বাদী হয়ে জীবননগর থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় পুলিশ বুধবার রাতেই অভিযুক্ত দুই শিক্ষক মাজেদ ও শাহিনকে আটক করে। আহত শিশু শিক্ষার্থী নাসিম (৯) জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর মাঝেরপাড়ার আলাউদ্দিনের ছেলে।
জানা যায়, গত বুধবার উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামে অবস্থিত কাশিপুর দারুল উলুম কওমিয়া মাদ্রাসায় শিশু নাসিমকে মারধর করে শিক্ষক মাজেদ ও শাহিন। পরে শিশু নাসিমের পরিবারে খবর দিয়ে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেয়।
এবিষয়ে শিক্ষার্থী নাসিম বলে, ‘বুধবার সকালে মাদ্রাসার শিক্ষক মাজেদ আমাকে মারপিট করে মাদ্রাসার শ্রেণিকক্ষে আটকে রাখে। পরবর্তীতে যোহরের নামাজের সময় আমাকে নামাজ পড়র জন্য ছাড়লে আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করি। এসময় শিক্ষক শাহিন আমাকে ধরে নিয়ে প্রচুর মারপিট করে আবারও আটকে রাখে। পরে এলাকাবাসী আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়।’
অভিযুক্ত দুই শিক্ষক জানান, ‘নাসিম প্রায় মাদ্রাসায় অনুপস্থিত থাকে। পড়াশোনায় মনোযোগী করতে এবং সে যেন ক্লাস না করে মাদ্রাসা থেকে পালিয়ে না যায়, সেই জন্য তাকে একটু ভয় দেখিয়েছি। শিক্ষক হিসেবে শাসন করেছি। তারপরেও আমরা আমাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এ ধরণের ভুল আর করব না।
এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আহত মাদ্রাসাছাত্র নাসিমের বাবা আলাউদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা রাতেই অভিযুক্ত দুই শিক্ষকে গ্রেপ্তার করেছি এবং বৃহস্পতিবার সকালেই তাদের দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে জখম, দুই শিক্ষক আটক

আপলোড টাইম : ১২:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০

জীবননগর অফিস:
জীবননগর কাশিপুর দারুল উলুম কওমিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র নাসিমকে (৯) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে। গত বুধবার নাসিমের পিতা বাদী হয়ে জীবননগর থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় পুলিশ বুধবার রাতেই অভিযুক্ত দুই শিক্ষক মাজেদ ও শাহিনকে আটক করে। আহত শিশু শিক্ষার্থী নাসিম (৯) জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর মাঝেরপাড়ার আলাউদ্দিনের ছেলে।
জানা যায়, গত বুধবার উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামে অবস্থিত কাশিপুর দারুল উলুম কওমিয়া মাদ্রাসায় শিশু নাসিমকে মারধর করে শিক্ষক মাজেদ ও শাহিন। পরে শিশু নাসিমের পরিবারে খবর দিয়ে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেয়।
এবিষয়ে শিক্ষার্থী নাসিম বলে, ‘বুধবার সকালে মাদ্রাসার শিক্ষক মাজেদ আমাকে মারপিট করে মাদ্রাসার শ্রেণিকক্ষে আটকে রাখে। পরবর্তীতে যোহরের নামাজের সময় আমাকে নামাজ পড়র জন্য ছাড়লে আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করি। এসময় শিক্ষক শাহিন আমাকে ধরে নিয়ে প্রচুর মারপিট করে আবারও আটকে রাখে। পরে এলাকাবাসী আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়।’
অভিযুক্ত দুই শিক্ষক জানান, ‘নাসিম প্রায় মাদ্রাসায় অনুপস্থিত থাকে। পড়াশোনায় মনোযোগী করতে এবং সে যেন ক্লাস না করে মাদ্রাসা থেকে পালিয়ে না যায়, সেই জন্য তাকে একটু ভয় দেখিয়েছি। শিক্ষক হিসেবে শাসন করেছি। তারপরেও আমরা আমাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এ ধরণের ভুল আর করব না।
এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আহত মাদ্রাসাছাত্র নাসিমের বাবা আলাউদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা রাতেই অভিযুক্ত দুই শিক্ষকে গ্রেপ্তার করেছি এবং বৃহস্পতিবার সকালেই তাদের দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।’