ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে ভুল করে এসিড-পানি পান, শিশুর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
  • / ৩৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগরে অসতর্কতাবশত জুয়েলার্সের দোকানে ব্যবহৃত এসিড-পানি পান করে মুজাহিদুল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু মুজাহিদ জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের তেমাথাপাড়ার ইব্রাহিম খলিলুল্লাহ পিন্টুর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাবা-মায়ের সঙ্গে জীবননগর উপজেলা মার্কেটের জুলেখা জুয়েলার্সের দোকানে যায় মুজাহিদ। সেখানে জুয়েলার্সের দোকানে থাকা একটি বোতলের এসিড-পানি খাবার পানি ভেবে খেয়ে ফেলে সে। এরপর এসিড-পানি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে বাবা ইব্রাহিম ও মা সোনিয়া বেগম ছেলেকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়। পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি, কোনো এক জুয়েলার্সের দোকান থেকে এসিড-পানি পান করে শিশুটি। এসিড-পানি পান করার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে ভুল করে এসিড-পানি পান, শিশুর মৃত্যু

আপলোড টাইম : ১০:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগরে অসতর্কতাবশত জুয়েলার্সের দোকানে ব্যবহৃত এসিড-পানি পান করে মুজাহিদুল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু মুজাহিদ জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের তেমাথাপাড়ার ইব্রাহিম খলিলুল্লাহ পিন্টুর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাবা-মায়ের সঙ্গে জীবননগর উপজেলা মার্কেটের জুলেখা জুয়েলার্সের দোকানে যায় মুজাহিদ। সেখানে জুয়েলার্সের দোকানে থাকা একটি বোতলের এসিড-পানি খাবার পানি ভেবে খেয়ে ফেলে সে। এরপর এসিড-পানি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে বাবা ইব্রাহিম ও মা সোনিয়া বেগম ছেলেকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়। পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি, কোনো এক জুয়েলার্সের দোকান থেকে এসিড-পানি পান করে শিশুটি। এসিড-পানি পান করার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।’