ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত-৭

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
  • / ৩৮৫ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ৭জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মনোহরপুর কুমোরপাড়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় আহতরা হলো- বাসের যাত্রী জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, হাসাদহ গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী পারভিনা খাতুন (৩০), জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ডের রনির স্ত্রী তানিয়া খাতুন (২০), মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের মুলুক চাঁদের ছেলে খবির (৩২), গুরুত্বর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি হয় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত মতেহার আলীর ছেলে হিরক আলী (২৮), মহেশপুর উপজেলার চন্দ্রবাস গ্রামের রাহিল উদ্দিনের ছেলে সামসুল মন্ডল (৪০) এবং একই উপজেলার খালিশপুরের মফিউদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৩৮)। এ সময় স্থানীয় জনগন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্লে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে জীবননগর থেকে ছেড়ে যাওয়া শাপলা এক্সপ্রেসের বাস (ঝিনাইদহ-জ-০৪-০০১১) এবং দর্শনা অভিমুখ থেকে ছেড়ে আশা একটি ট্রাকের পিছনে অন্য একটি নষ্ট ট্রাক বেধে নিয়ে আসার সময় মনোহরপুর কুমোরপাড়া মোড় পার হতেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকটি বাসটিকে ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে চটকা গাছের সাথে ধাক্কা লাগে এবং বাসে থাকা যাত্রীদের মধ্যে ৭জন গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয় জনগন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ইয়াকুব, হিরক ও সামসুল নামের তিনজন যাত্রীর অবস্থা আশঙ্কজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। এদিকে ঘটনার সংবাদ শুনে জীবননগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান এবং আহত ব্যক্তিদের উদ্ধার করাসহ যানচলাচলা স্বাভাবিক করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম জানান, রবিবার সকাল ১১টার দিকে মনোহরপু নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় প্রায় ১০জন হাসপাতালে চিকিৎসার জন্য আসে। এর মধ্যে জীবননগর হাসপাতালে ৩ জনের হালকা আঘাত লাগায় প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়িতে চলে যায়। আর ৪ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং বাকি তিনজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, সকাল ১১টার দিকে মনোহরপুর মোড়ে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক রাখা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত-৭

আপলোড টাইম : ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮

জীবননগর অফিস: জীবননগরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ৭জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মনোহরপুর কুমোরপাড়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় আহতরা হলো- বাসের যাত্রী জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, হাসাদহ গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী পারভিনা খাতুন (৩০), জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ডের রনির স্ত্রী তানিয়া খাতুন (২০), মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের মুলুক চাঁদের ছেলে খবির (৩২), গুরুত্বর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি হয় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত মতেহার আলীর ছেলে হিরক আলী (২৮), মহেশপুর উপজেলার চন্দ্রবাস গ্রামের রাহিল উদ্দিনের ছেলে সামসুল মন্ডল (৪০) এবং একই উপজেলার খালিশপুরের মফিউদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৩৮)। এ সময় স্থানীয় জনগন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্লে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে জীবননগর থেকে ছেড়ে যাওয়া শাপলা এক্সপ্রেসের বাস (ঝিনাইদহ-জ-০৪-০০১১) এবং দর্শনা অভিমুখ থেকে ছেড়ে আশা একটি ট্রাকের পিছনে অন্য একটি নষ্ট ট্রাক বেধে নিয়ে আসার সময় মনোহরপুর কুমোরপাড়া মোড় পার হতেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকটি বাসটিকে ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে চটকা গাছের সাথে ধাক্কা লাগে এবং বাসে থাকা যাত্রীদের মধ্যে ৭জন গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয় জনগন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ইয়াকুব, হিরক ও সামসুল নামের তিনজন যাত্রীর অবস্থা আশঙ্কজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। এদিকে ঘটনার সংবাদ শুনে জীবননগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান এবং আহত ব্যক্তিদের উদ্ধার করাসহ যানচলাচলা স্বাভাবিক করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম জানান, রবিবার সকাল ১১টার দিকে মনোহরপু নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় প্রায় ১০জন হাসপাতালে চিকিৎসার জন্য আসে। এর মধ্যে জীবননগর হাসপাতালে ৩ জনের হালকা আঘাত লাগায় প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়িতে চলে যায়। আর ৪ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং বাকি তিনজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, সকাল ১১টার দিকে মনোহরপুর মোড়ে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক রাখা হয়।