ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে বজ্রপাতে কৃষকের করুণ মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • / ৫১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার পাঁকা মাঠে বজ্রপাতে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি মহিষেরও মৃত্যু হয়। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে পাঁকা গ্রামের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষক আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পাঁকা গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে চাষী নজরুল ইসলাম (৪৫)।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা শেষে গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নির্দেশে গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় পাঁকা গ্রামে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ অনুদান নগদ ১০ হাজার টাকা, ১০ কেজি চাল, ডাল, তেল, লবণ, সেমাই, চিনিসহ ঈদ-সামগ্রী প্রদান করেন জীবননগরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে বজ্রপাতে কৃষকের করুণ মৃত্যু

আপলোড টাইম : ০৯:৩০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার পাঁকা মাঠে বজ্রপাতে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি মহিষেরও মৃত্যু হয়। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে পাঁকা গ্রামের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষক আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পাঁকা গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে চাষী নজরুল ইসলাম (৪৫)।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা শেষে গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নির্দেশে গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় পাঁকা গ্রামে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ অনুদান নগদ ১০ হাজার টাকা, ১০ কেজি চাল, ডাল, তেল, লবণ, সেমাই, চিনিসহ ঈদ-সামগ্রী প্রদান করেন জীবননগরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান প্রমুখ।