ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে গরুর শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯
  • / ৩২৩ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে গরুর গোয়ালে গরু তুলতে যেয়ে গরুর শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর পৌরসভার সুবোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গরুর শিংয়ের আঘাতে মৃত্যু হয় জীবননগর পৌরসভার সুবোলপুর গ্রামের দাউদ হোসেনের স্ত্রী নাছিমা খাতুনের (৪০)। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির খামার থেকে গরু খুলে গোয়াল ঘরে তোলার জন্য নাছিমা খাতুন নিয়ে যাচ্ছিল। এমন সময় গরুটি নাছিমা খাতুনকে শিং দিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে মাথায় প্রচন্ড আঘাত লাগে। এ সময় পরিবারের সদস্যরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকনুজ্জামান রুবেল বলেন, নাছিমা খাতুনকে যখন হাসপাতালে নেয়া হয় তখন থেকেই তার অবস্থা আশঙ্কজনক ছিলো। এ জন্য তাকে শুধু অক্সিজেন দেয়া হয়ে ছিলো। অক্সিজেন চলা অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে গৃহবধুর অকাল মৃত্যুতে নিহতর পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে গরুর শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

আপলোড টাইম : ১০:২২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯

জীবননগর অফিস: জীবননগরে গরুর গোয়ালে গরু তুলতে যেয়ে গরুর শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর পৌরসভার সুবোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গরুর শিংয়ের আঘাতে মৃত্যু হয় জীবননগর পৌরসভার সুবোলপুর গ্রামের দাউদ হোসেনের স্ত্রী নাছিমা খাতুনের (৪০)। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির খামার থেকে গরু খুলে গোয়াল ঘরে তোলার জন্য নাছিমা খাতুন নিয়ে যাচ্ছিল। এমন সময় গরুটি নাছিমা খাতুনকে শিং দিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে মাথায় প্রচন্ড আঘাত লাগে। এ সময় পরিবারের সদস্যরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকনুজ্জামান রুবেল বলেন, নাছিমা খাতুনকে যখন হাসপাতালে নেয়া হয় তখন থেকেই তার অবস্থা আশঙ্কজনক ছিলো। এ জন্য তাকে শুধু অক্সিজেন দেয়া হয়ে ছিলো। অক্সিজেন চলা অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে গৃহবধুর অকাল মৃত্যুতে নিহতর পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।