ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে কৃষি কর্মকর্তার আর্থিক অনিয়ম!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
  • / ২৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ‘নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় বেশ কয়েকটি প্রদর্শনী কৃষি খামার গড়ে তোলার কর্মসূচি হাতে নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে কৃষকদের সার, বীজ, প্রশিক্ষণসহ সরকার কর্তৃক পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়। কিন্তু জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা প্রকল্পের আওতায় প্রদর্শনী খামারগুলোতে বরাদ্দের ন্যায্য অর্থ ও অন্যান্য সুবিধা প্রদান না করে সেখান থেকে অর্থ আত্মসাৎ করেছেন বলে সংশ্লিষ্ট প্রকল্পের একাধিক কৃষক অভিযোগ করেছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানে নামে সময়ের সমীকরণ। অনুসন্ধানকালে বরাদ্দপত্র পর্যালোচনায় সংশ্লিষ্ট প্রকল্পের কৃষকদের অভিযোগ সত্য বলে প্রতীয়মান হয়। প্রতিবেদনটি প্রকাশের পূর্বে আরও কয়েক দফা এর সত্যতা যাচাইয়ে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়। এরই মধ্যে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তার সম্মান ও মর্যাদা বিবেচনা করে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ না করার জন্য বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিক, জনপ্রতিনিধি, পদস্থ কর্মকর্তাসহ একাধিক গণ্যমান্য ব্যক্তি সময়ের সমীকরণকে বিশেষভাবে অনুরোধ করেন। যদিও সময়ের সমীকরণ সব ধরনের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ, তারপরও সামাজিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে তাঁদের উপর্যুপরি অনুরোধ অগ্রাহ্য করাটাও অনেক ক্ষেত্রে সম্ভবপর নয়। তাই এ সমস্ত সম্মানিত ব্যক্তিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময়ের সমীকরণ-এর কাছে এই কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের সব তথ্য-উপাত্ত থাকা সত্ত্বেও প্রকাশিত প্রতিবেদনে তা পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা থেকে বিরত থাকছি।
আমরা আশা করব, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা তাঁর ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং ভবিষ্যতে এমন অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণ থেকে বিরত থাকবেন। সেই সঙ্গে কৃষককে তাঁদের প্রাপ্য ও ন্যায্য সহযোগিতা দিয়ে দেশের খাদ্য এবং কৃষি উন্নয়নে ভূমিকা রাখবেন। এমনটাই প্রত্যাশা। এরপরও যদি তিনি সতর্ক না হন, তা হলে পরবর্তীতে সময়ের সমীকরণ-এর পক্ষে আর কোনো অনুরোধ রক্ষা করা সম্ভব হবে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে কৃষি কর্মকর্তার আর্থিক অনিয়ম!

আপলোড টাইম : ১০:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ‘নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় বেশ কয়েকটি প্রদর্শনী কৃষি খামার গড়ে তোলার কর্মসূচি হাতে নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে কৃষকদের সার, বীজ, প্রশিক্ষণসহ সরকার কর্তৃক পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়। কিন্তু জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা প্রকল্পের আওতায় প্রদর্শনী খামারগুলোতে বরাদ্দের ন্যায্য অর্থ ও অন্যান্য সুবিধা প্রদান না করে সেখান থেকে অর্থ আত্মসাৎ করেছেন বলে সংশ্লিষ্ট প্রকল্পের একাধিক কৃষক অভিযোগ করেছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানে নামে সময়ের সমীকরণ। অনুসন্ধানকালে বরাদ্দপত্র পর্যালোচনায় সংশ্লিষ্ট প্রকল্পের কৃষকদের অভিযোগ সত্য বলে প্রতীয়মান হয়। প্রতিবেদনটি প্রকাশের পূর্বে আরও কয়েক দফা এর সত্যতা যাচাইয়ে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়। এরই মধ্যে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তার সম্মান ও মর্যাদা বিবেচনা করে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ না করার জন্য বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিক, জনপ্রতিনিধি, পদস্থ কর্মকর্তাসহ একাধিক গণ্যমান্য ব্যক্তি সময়ের সমীকরণকে বিশেষভাবে অনুরোধ করেন। যদিও সময়ের সমীকরণ সব ধরনের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ, তারপরও সামাজিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে তাঁদের উপর্যুপরি অনুরোধ অগ্রাহ্য করাটাও অনেক ক্ষেত্রে সম্ভবপর নয়। তাই এ সমস্ত সম্মানিত ব্যক্তিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময়ের সমীকরণ-এর কাছে এই কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের সব তথ্য-উপাত্ত থাকা সত্ত্বেও প্রকাশিত প্রতিবেদনে তা পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা থেকে বিরত থাকছি।
আমরা আশা করব, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা তাঁর ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং ভবিষ্যতে এমন অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণ থেকে বিরত থাকবেন। সেই সঙ্গে কৃষককে তাঁদের প্রাপ্য ও ন্যায্য সহযোগিতা দিয়ে দেশের খাদ্য এবং কৃষি উন্নয়নে ভূমিকা রাখবেন। এমনটাই প্রত্যাশা। এরপরও যদি তিনি সতর্ক না হন, তা হলে পরবর্তীতে সময়ের সমীকরণ-এর পক্ষে আর কোনো অনুরোধ রক্ষা করা সম্ভব হবে না।