ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে উপবৃত্তির টাকার উপর চাঁদা আদায়ের অভিযোগ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • / ৩১২ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। জীবননগর উপজেলার পূর্ব চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহানের বিরুদ্ধে এ চাঁদা নেওয়ার অভিযোগ তুলেছেন অভিভাবক মহল।
অভিযোগ সুত্রে জানা গেছে, পূর্ব চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকদরে কাছে থেকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশক্রমে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরজাহান ১’শ টাকা করে চাঁদা আদায় করছে। যে সকল অভিভাবক এ চাঁদার টাকা দিতে অপরাগতা জানাচ্ছে সে সকল শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বন্ধ করে দেয়ার হুমকি প্রদান করেছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবক মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, স্কুলের প্রধান শিক্ষক নুরজাহানের স্বামী যখন স্কুলে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতো তখন থেকেই নুরজাহান তার স্বামীর দাপটে এ ধরনের অপকর্ম করে এসেছে। এখনও ঠিক একইভাবে রাতারাতি কাউকে কিছু না বলে একটি পকেট কমিটি গঠন করে সভাপতির মাধ্যমে স্কুলের বিভিন্ন উন্নয়নের টাকা লুটেপুটে খাচ্ছে। তার স্বামীর ভয়তে কোন অভিভাবক স্কুলে এসে প্রতিবাদ করতে সাহস পায় না।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক নুরজাহানের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সাথে কথা বলার জন্য অফিসে যেয়ে না পাওয়ায় মোবাইল ফোনে যোগাযোগের জন্য চেষ্টা করা হলে তার ফোনটিও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে, একজন স্কুল শিক্ষকের এহেন কান্ড দেখে এলাকার সাধারন মানুষ হতবাক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে উপবৃত্তির টাকার উপর চাঁদা আদায়ের অভিযোগ!

আপলোড টাইম : ০৬:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮

জীবননগর অফিস: জীবননগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। জীবননগর উপজেলার পূর্ব চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহানের বিরুদ্ধে এ চাঁদা নেওয়ার অভিযোগ তুলেছেন অভিভাবক মহল।
অভিযোগ সুত্রে জানা গেছে, পূর্ব চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকদরে কাছে থেকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশক্রমে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরজাহান ১’শ টাকা করে চাঁদা আদায় করছে। যে সকল অভিভাবক এ চাঁদার টাকা দিতে অপরাগতা জানাচ্ছে সে সকল শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বন্ধ করে দেয়ার হুমকি প্রদান করেছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবক মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, স্কুলের প্রধান শিক্ষক নুরজাহানের স্বামী যখন স্কুলে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতো তখন থেকেই নুরজাহান তার স্বামীর দাপটে এ ধরনের অপকর্ম করে এসেছে। এখনও ঠিক একইভাবে রাতারাতি কাউকে কিছু না বলে একটি পকেট কমিটি গঠন করে সভাপতির মাধ্যমে স্কুলের বিভিন্ন উন্নয়নের টাকা লুটেপুটে খাচ্ছে। তার স্বামীর ভয়তে কোন অভিভাবক স্কুলে এসে প্রতিবাদ করতে সাহস পায় না।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক নুরজাহানের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সাথে কথা বলার জন্য অফিসে যেয়ে না পাওয়ায় মোবাইল ফোনে যোগাযোগের জন্য চেষ্টা করা হলে তার ফোনটিও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে, একজন স্কুল শিক্ষকের এহেন কান্ড দেখে এলাকার সাধারন মানুষ হতবাক।