ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে আ.লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
  • / ৪৬০ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে পাল্টাপাল্টি আনন্দ মিছিল থেকে তুচ্ছ বিষয়ে বিতর্কে জড়িয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার আওয়ামী লীগ ও বিএনপির দুই দলের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পর বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাজী আলী আজগার টগর (এমপি) সমর্থিত নেতাকর্মীরা শহরের মেইন বাসস্ট্যান্ড চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তমঞ্চে এসে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা করে। একই সময় বিএনপির দলীয় প্রাথী হাজী মাহমুদ হাসান খাঁন বাবুর সমর্থিত নেতাকর্মিরা আখ সেন্টারের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করে মেইন শহরে প্রবেশ করতেই যুবদল ও ছাত্রলীগের নেতাকর্মিদের মধ্যে তর্ক-বির্তক শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় ঘটনাস্থলে পুলিশ ছুটে আসলে দুই পক্ষের নেতাকর্মীরা পালিয়ে যায়। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজার সাথে কথা বললে তিনি বলেন, ‘সোমবার মাগরিবের নামাজের সময় বিএনপি সমর্থিত নেতাকর্মিরা আনন্দ মিছিল বের করে। এ সময় ছাত্রলীগের ছেলেরা নামাজের সময় মিছিল করতে তাদের নিষেধ করলে বিএনপির কিছু ছেলেরা ছাত্রলীগের ছেলেদের উপর চড়াও হয় এবং তাদের উপর হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়।’ জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা জানান, যুবলীগ ও ছাত্রলীগকে জড়িয়ে বিএনপির নেতাকর্মিরা গতকালের ঘটনাকে কেন্দ্র করে একটি মিথ্যা অপপ্রচার করছে। তারা নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। এখানে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি অথচ বিএনপির নেতাকর্মিরা বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ করে বলছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা তাদের উপর হামলা চালিয়ে তিনজনকে আহত করেছে। এটা সম্পূর্ণ একটি মিথ্যা ঘটনা। জীবননগর থানা বিএনপির সভাপতি আক্তারুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন, আমি এলাকাতে না থাকায় গতকালের ঘটনার ব্যাপারে আমি সঠিকভাবে কোন কথা বলতে পারবো না। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, কোন অনুমতি ছাড়ায় গতকাল সন্ধ্যার সময় ছাত্রদলের কিছু ছেলেরা শহরে একটি মিছিল বের করে। এ সময় পুলিশ তাদেরকে চলে যেতে বলে। তাছাড়া কোন মারামারি বা ধাওয়া পাল্টা ধাওয়ার মত কোন ঘটনা ঘটেনি। বর্তমানে শহর থমথমে অবস্থা বিরাজ করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে আ.লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া

আপলোড টাইম : ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮

জীবননগর অফিস: জীবননগরে পাল্টাপাল্টি আনন্দ মিছিল থেকে তুচ্ছ বিষয়ে বিতর্কে জড়িয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার আওয়ামী লীগ ও বিএনপির দুই দলের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পর বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাজী আলী আজগার টগর (এমপি) সমর্থিত নেতাকর্মীরা শহরের মেইন বাসস্ট্যান্ড চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তমঞ্চে এসে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা করে। একই সময় বিএনপির দলীয় প্রাথী হাজী মাহমুদ হাসান খাঁন বাবুর সমর্থিত নেতাকর্মিরা আখ সেন্টারের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করে মেইন শহরে প্রবেশ করতেই যুবদল ও ছাত্রলীগের নেতাকর্মিদের মধ্যে তর্ক-বির্তক শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় ঘটনাস্থলে পুলিশ ছুটে আসলে দুই পক্ষের নেতাকর্মীরা পালিয়ে যায়। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজার সাথে কথা বললে তিনি বলেন, ‘সোমবার মাগরিবের নামাজের সময় বিএনপি সমর্থিত নেতাকর্মিরা আনন্দ মিছিল বের করে। এ সময় ছাত্রলীগের ছেলেরা নামাজের সময় মিছিল করতে তাদের নিষেধ করলে বিএনপির কিছু ছেলেরা ছাত্রলীগের ছেলেদের উপর চড়াও হয় এবং তাদের উপর হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়।’ জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা জানান, যুবলীগ ও ছাত্রলীগকে জড়িয়ে বিএনপির নেতাকর্মিরা গতকালের ঘটনাকে কেন্দ্র করে একটি মিথ্যা অপপ্রচার করছে। তারা নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। এখানে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি অথচ বিএনপির নেতাকর্মিরা বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ করে বলছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা তাদের উপর হামলা চালিয়ে তিনজনকে আহত করেছে। এটা সম্পূর্ণ একটি মিথ্যা ঘটনা। জীবননগর থানা বিএনপির সভাপতি আক্তারুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন, আমি এলাকাতে না থাকায় গতকালের ঘটনার ব্যাপারে আমি সঠিকভাবে কোন কথা বলতে পারবো না। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, কোন অনুমতি ছাড়ায় গতকাল সন্ধ্যার সময় ছাত্রদলের কিছু ছেলেরা শহরে একটি মিছিল বের করে। এ সময় পুলিশ তাদেরকে চলে যেতে বলে। তাছাড়া কোন মারামারি বা ধাওয়া পাল্টা ধাওয়ার মত কোন ঘটনা ঘটেনি। বর্তমানে শহর থমথমে অবস্থা বিরাজ করছে।