ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরে অজ্ঞানপার্টির খপ্পরে সর্বশান্ত ভ্যানচালক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
  • / ২৬৩ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শেষ সম্বল অটোভ্যান হারালেন দিনমজুর শহিদুল। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর শহরের মাইক্রোস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল রবিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলার সিংনগর গ্রামের আজিজুল হকের ছেলে দিনমজুর অটোভ্যানচালক শহিদুল ইসলাম (৪৫) বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বাজারে আসে। হঠাৎ দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞান অবস্থায় জীবননগর শহরের আখ সেন্টারের সামনে মাইক্রোস্ট্যান্ড থেকে জীবননগর স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি অভি ও শুভ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার শিকার ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, দুপুরে ভ্যানে একজন মহিলা ওঠে এবং তাকে পানি খাওয়ায়। তারপর তার কাছে থাকা ভাড়ার টাকা আর শেষ সম্বল ভ্যানটি নিয়ে পালিয়ে যায় সে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, একজন ভ্যানচালককে খাবার খাইয়ে অজ্ঞান করার বিষয়টি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে, শেষ সম্বল অটোভ্যানটি হারিয়ে পথে বসেছেন ভ্যান চালক শহিদুল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরে অজ্ঞানপার্টির খপ্পরে সর্বশান্ত ভ্যানচালক

আপলোড টাইম : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮

জীবননগর অফিস: জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শেষ সম্বল অটোভ্যান হারালেন দিনমজুর শহিদুল। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর শহরের মাইক্রোস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল রবিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলার সিংনগর গ্রামের আজিজুল হকের ছেলে দিনমজুর অটোভ্যানচালক শহিদুল ইসলাম (৪৫) বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বাজারে আসে। হঠাৎ দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞান অবস্থায় জীবননগর শহরের আখ সেন্টারের সামনে মাইক্রোস্ট্যান্ড থেকে জীবননগর স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি অভি ও শুভ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার শিকার ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, দুপুরে ভ্যানে একজন মহিলা ওঠে এবং তাকে পানি খাওয়ায়। তারপর তার কাছে থাকা ভাড়ার টাকা আর শেষ সম্বল ভ্যানটি নিয়ে পালিয়ে যায় সে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, একজন ভ্যানচালককে খাবার খাইয়ে অজ্ঞান করার বিষয়টি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে, শেষ সম্বল অটোভ্যানটি হারিয়ে পথে বসেছেন ভ্যান চালক শহিদুল।