ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগরের কাশীপুরে মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজার জনসভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
  • / ৪৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-২ আসনের জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর মাঝপাড়ায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জীবননগরের কেডিকে ইউনিয়ন যুবলীগ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জনসভায় ইউনিয়ন যুবলীগ নেতা বখতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজাঅ তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের চুয়াডাঙ্গার দুটি আসনের পুনর্বিজয়ের পরিবেশ তৈরী করতে হবে। যতদুর দেখা যায় এ জেলার আমাদের দলের দুই সাংসদ কেউ কারো মুখ দেখতে চাননা, কেন এই বৈরী পরিবেশ আপনারা তৈরী করেছেন। জনগনের মাঝে বিভাজন সৃষ্ঠি করে দলের ক্ষতি করার জন্য এ জেলার দীর্ঘ অবহেলিত ও বঞ্চিত মানুষ আপনাদেরকে বিপুল ভোটের মাধ্যমে মহান জাতীয় সংসদে পাঠাননি। ক্ষমতার শেষ সময়ে এসে হলেও এলাকার গরীব দুখী মানুষের জন্য কিছু করেন। শেখ হাসিনার প্রতিশ্রুত উন্নয়নের ছিটে ফোটাও আপনারা আনতে পারেননি, বা করে দেখাতে পারেননি। সামনে জাতীয় সংসদের একাদশ নির্বাচন মাত্র আর একবছর বাকি রয়েছে। সেই নির্বাচনে এখানকার জনগনকে কি জবাব দেবেন। চুয়াডাঙ্গার মানুষ আপনাদের কাছে আপনাদের কাজের হিসাব চায়।
জেলা পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সরকারের কর্মচারী, আপনাদের আচরনে যেন আওয়ামীলীগের ভোট নষ্ঠ না হয় সে দিকে সজাগ থাকবেন। আর আমাদের দলের কোন নেতা-কর্মীকে যেন কোন নেতার কথায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা না হয়। যদি এরুপ ককনো দেখি বা শুনি তাহলে বিষযটি আমি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তুলবো। তিনি উপস্থিত সকলের উদ্যেশ্যে আরো বলেন, ব্যাক্তি আক্রোশে আপনারা কেউ নৌকার বিপক্ষে যাবেন না, আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। কিছু নেতাকর্মী আজ ক্ষমতার লোভে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিভাজন তৈরি করছে। আপনাদের সবাইকে সে দিকে খেয়াল রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে নেত্রী ছাড়া কারও পক্ষে এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়। সাংবাদিক আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, সরফরাজ উদ্দীন, জেলা মৎসজীবি লীগের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, যুবলীগ নেতা শাহবুদ্দীন আহমেদ, ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান কাদের প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগরের কাশীপুরে মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজার জনসভা

আপলোড টাইম : ১০:১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-২ আসনের জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর মাঝপাড়ায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জীবননগরের কেডিকে ইউনিয়ন যুবলীগ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জনসভায় ইউনিয়ন যুবলীগ নেতা বখতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজাঅ তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের চুয়াডাঙ্গার দুটি আসনের পুনর্বিজয়ের পরিবেশ তৈরী করতে হবে। যতদুর দেখা যায় এ জেলার আমাদের দলের দুই সাংসদ কেউ কারো মুখ দেখতে চাননা, কেন এই বৈরী পরিবেশ আপনারা তৈরী করেছেন। জনগনের মাঝে বিভাজন সৃষ্ঠি করে দলের ক্ষতি করার জন্য এ জেলার দীর্ঘ অবহেলিত ও বঞ্চিত মানুষ আপনাদেরকে বিপুল ভোটের মাধ্যমে মহান জাতীয় সংসদে পাঠাননি। ক্ষমতার শেষ সময়ে এসে হলেও এলাকার গরীব দুখী মানুষের জন্য কিছু করেন। শেখ হাসিনার প্রতিশ্রুত উন্নয়নের ছিটে ফোটাও আপনারা আনতে পারেননি, বা করে দেখাতে পারেননি। সামনে জাতীয় সংসদের একাদশ নির্বাচন মাত্র আর একবছর বাকি রয়েছে। সেই নির্বাচনে এখানকার জনগনকে কি জবাব দেবেন। চুয়াডাঙ্গার মানুষ আপনাদের কাছে আপনাদের কাজের হিসাব চায়।
জেলা পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সরকারের কর্মচারী, আপনাদের আচরনে যেন আওয়ামীলীগের ভোট নষ্ঠ না হয় সে দিকে সজাগ থাকবেন। আর আমাদের দলের কোন নেতা-কর্মীকে যেন কোন নেতার কথায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা না হয়। যদি এরুপ ককনো দেখি বা শুনি তাহলে বিষযটি আমি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তুলবো। তিনি উপস্থিত সকলের উদ্যেশ্যে আরো বলেন, ব্যাক্তি আক্রোশে আপনারা কেউ নৌকার বিপক্ষে যাবেন না, আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। কিছু নেতাকর্মী আজ ক্ষমতার লোভে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিভাজন তৈরি করছে। আপনাদের সবাইকে সে দিকে খেয়াল রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে নেত্রী ছাড়া কারও পক্ষে এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়। সাংবাদিক আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, সরফরাজ উদ্দীন, জেলা মৎসজীবি লীগের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, যুবলীগ নেতা শাহবুদ্দীন আহমেদ, ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান কাদের প্রমুখ।