ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জিপুর মতো মেয়র প্রত্যেকটি পৌরসভায় প্রয়োজন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / ১০৮ বার পড়া হয়েছে

বাগানপাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র অভিনেতা সাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেছেন, চুয়াডাঙ্গা শহরের শ্রীমন্ত টাউন হলের স্থানে কেউ কেউ বহুতল ভবন করবে বলছে। আমি তাঁদের কথায় অবাক হই। সেখানে তারা কি ভবন করবে। ওখানে একটি বহুতল ভবনের টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে। আর সেটি আমার পরিষদের মাধ্যমে। আমি নিজে এই কাজটি এনেছি। মুখে না বলে করে দেখাতে হয়। অন্যের করা কাজকে নিজের বলে চালানো ভালো নয়। যাঁরা এ ধরনের অপপ্রচার ছড়াচ্ছে, তাঁরা আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে আমার পরিষদের মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে সবথেকে বেশি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। আসলে বার বার নানা প্রকার বাধাঁর মধ্যেও আমাকে কাজ করতে হয়। এতো অল্প সময়ে আমি যত উন্নয়নমূলক কাজ করেছি, আর যত কাজ চলমান, তা আগে কখনো হয়নি। অনেকেই হিংসা করছেন। ছড়াচ্ছেন বিভিন্ন প্রকার গুজব। গতকাল রোববার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বাগানপাড়ায় ড্রেনের নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র অভিনেতা শহীদুল আলম সাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখানে এসে আমার বেশ ভালো লাগছে। ছোট জেলা শহরের পৌরসভার উন্নয়নমূলক কাজের বিবরণ শুনে আমি সত্যিই আনন্দিত। জিপুর মতো মেয়র প্রত্যেকটি পৌরসভায় হলে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজটি এগিয়ে যাবে আরো দৃঢ় গতিতে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে জিপু একজন পরিক্ষিত এবং কর্মঠ জনপ্রতিনিধি। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর সভার কাউন্সিলর সুলতানারা রত্না, উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মাফিজুর রহমান মাফি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য কবির, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজি ইমদাদুল হক সজল, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিলন, ৩নং ওয়ার্ডের খায়রুল ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তুহিন, প্রচার সম্পাদক আকরাম, ছাত্রলীগ নেতা সানজিদ, আকিব, মারুফ, স্থানীয় বাসিন্দা জিনারুল ইসলাম, লিয়ন, ইমন, রিপন, মিলকি, বিলকিস, আসিফ প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জিপুর মতো মেয়র প্রত্যেকটি পৌরসভায় প্রয়োজন

আপলোড টাইম : ১১:০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০

বাগানপাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র অভিনেতা সাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেছেন, চুয়াডাঙ্গা শহরের শ্রীমন্ত টাউন হলের স্থানে কেউ কেউ বহুতল ভবন করবে বলছে। আমি তাঁদের কথায় অবাক হই। সেখানে তারা কি ভবন করবে। ওখানে একটি বহুতল ভবনের টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে। আর সেটি আমার পরিষদের মাধ্যমে। আমি নিজে এই কাজটি এনেছি। মুখে না বলে করে দেখাতে হয়। অন্যের করা কাজকে নিজের বলে চালানো ভালো নয়। যাঁরা এ ধরনের অপপ্রচার ছড়াচ্ছে, তাঁরা আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে আমার পরিষদের মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে সবথেকে বেশি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। আসলে বার বার নানা প্রকার বাধাঁর মধ্যেও আমাকে কাজ করতে হয়। এতো অল্প সময়ে আমি যত উন্নয়নমূলক কাজ করেছি, আর যত কাজ চলমান, তা আগে কখনো হয়নি। অনেকেই হিংসা করছেন। ছড়াচ্ছেন বিভিন্ন প্রকার গুজব। গতকাল রোববার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বাগানপাড়ায় ড্রেনের নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র অভিনেতা শহীদুল আলম সাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখানে এসে আমার বেশ ভালো লাগছে। ছোট জেলা শহরের পৌরসভার উন্নয়নমূলক কাজের বিবরণ শুনে আমি সত্যিই আনন্দিত। জিপুর মতো মেয়র প্রত্যেকটি পৌরসভায় হলে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজটি এগিয়ে যাবে আরো দৃঢ় গতিতে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে জিপু একজন পরিক্ষিত এবং কর্মঠ জনপ্রতিনিধি। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর সভার কাউন্সিলর সুলতানারা রত্না, উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মাফিজুর রহমান মাফি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য কবির, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজি ইমদাদুল হক সজল, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিলন, ৩নং ওয়ার্ডের খায়রুল ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তুহিন, প্রচার সম্পাদক আকরাম, ছাত্রলীগ নেতা সানজিদ, আকিব, মারুফ, স্থানীয় বাসিন্দা জিনারুল ইসলাম, লিয়ন, ইমন, রিপন, মিলকি, বিলকিস, আসিফ প্রমুখ।