ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জাল দলিল করায় নুরুজ্জমানের কারাদণ্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
  • / ২৪০ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
মেহেরপুরে শরিকানা ফাঁকি দিয়ে জাল দলিল তৈরি করে খারিজ করার আবেদন করার পর জাল দলিলসহ ধরা পড়ায় এবং জাল দলিল তৈরি করে খারিজ করার চেষ্টার অপরাধে নুরুজ্জমান বিশ্বাস (৫৯) নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মায়েনউদ্দিন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান বিশ্বাস মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের মৃত নাজমুল হকের ছেলে।
সহকারী কমিশানার (ভূমি) মো. মায়েনউদ্দিন জানান, নুরুজ্জামান তাঁদের শরিকানা জমি সাত ভাইয়ের মধ্যে চার ভাইয়ের সঙ্গে রেজিস্ট্রি করে নেন। কিন্তু আরও তিন ভাই তাঁর নামে রেজিস্ট্রি দেননি। কিন্তু সাত ভাই রেজিস্ট্রি দিয়েছে উল্লেখ করে তিনি ওই জমির জাল দলিল তৈরি করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের নুরুজ্জামান একটি জমির ৭ জন শরিকানার মধ্যে ৪ জনের নিকট থেকে জমি কিনে জমি রেজেস্ট্রি করেন। পরে জহিরুল নামের এক মুহুরীকে দিয়ে ঘুষের বিনিময়ে ৭ জনের নাম বসিয়ে ওই জমির নাম খারিজ করতে আসেন। এদিকে, নাম খারিজ করার জন্য শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি চলাকালে সহকারী কমিশনার মো. মাইনউদ্দিন দুটি দলিলে দুই রকম স্বাক্ষর দেখে বিষয়টি সন্দেহ হয়। পরে নুরুজ্জামানকে জেরা করার একপর্যায়ে নুরুজ্জামান ঘুষের বিনিময়ে জাল দলিল করার কথা স্বীকার করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধির ১৮৬১ এর ১৭১ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জাল দলিল করায় নুরুজ্জমানের কারাদণ্ড

আপলোড টাইম : ১০:২৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯

মেহেরপুর অফিস:
মেহেরপুরে শরিকানা ফাঁকি দিয়ে জাল দলিল তৈরি করে খারিজ করার আবেদন করার পর জাল দলিলসহ ধরা পড়ায় এবং জাল দলিল তৈরি করে খারিজ করার চেষ্টার অপরাধে নুরুজ্জমান বিশ্বাস (৫৯) নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মায়েনউদ্দিন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান বিশ্বাস মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের মৃত নাজমুল হকের ছেলে।
সহকারী কমিশানার (ভূমি) মো. মায়েনউদ্দিন জানান, নুরুজ্জামান তাঁদের শরিকানা জমি সাত ভাইয়ের মধ্যে চার ভাইয়ের সঙ্গে রেজিস্ট্রি করে নেন। কিন্তু আরও তিন ভাই তাঁর নামে রেজিস্ট্রি দেননি। কিন্তু সাত ভাই রেজিস্ট্রি দিয়েছে উল্লেখ করে তিনি ওই জমির জাল দলিল তৈরি করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের নুরুজ্জামান একটি জমির ৭ জন শরিকানার মধ্যে ৪ জনের নিকট থেকে জমি কিনে জমি রেজেস্ট্রি করেন। পরে জহিরুল নামের এক মুহুরীকে দিয়ে ঘুষের বিনিময়ে ৭ জনের নাম বসিয়ে ওই জমির নাম খারিজ করতে আসেন। এদিকে, নাম খারিজ করার জন্য শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি চলাকালে সহকারী কমিশনার মো. মাইনউদ্দিন দুটি দলিলে দুই রকম স্বাক্ষর দেখে বিষয়টি সন্দেহ হয়। পরে নুরুজ্জামানকে জেরা করার একপর্যায়ে নুরুজ্জামান ঘুষের বিনিময়ে জাল দলিল করার কথা স্বীকার করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধির ১৮৬১ এর ১৭১ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।