ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জারিগানের প্রাণ ভোমরা বাক্কা ফকিরের ইন্তেকাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
  • / ৩০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:
ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম ধারক বাহক জারিগান এক সময় শোনাযেত চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত। সেই জারিগানের যে’কজন প্রাণ ভোমরা ছিল তাদের একজন চুয়াডাঙ্গা ইসলামপাড়ার আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কা ফকির। এবার নিভে গেল এই গানের পাখির জীবন প্রদীপ। আউল-বাউল ও লালনের পরম ভক্ত বাক্কা ফকির পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। গতকাল শুক্রবার সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। জীবদ্দশায় স্ত্রী, একপুত্র, তিন কন্যাসহ অসংখ্য বন্ধু-বান্ধব, সতীর্থ, ভক্ত ও অনুরাগী রেখে গেছেন। তিনি আজীবন লোকজ ঘরনার জারি-সারি, বাউল ও লালনের গানে দিনাতিপাত করেছেন। এই সূত্রে তাকে গুণীশিল্পী সম্মাননা প্রদান করে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি। একই সঙ্গে তিনি জেলা তথ্য অফিসসহ বিভিন্ন দপ্তরের নিয়মিত শিল্পী হিসাবে বিভিন্ন স্থানে গানের দূতি ছড়িয়েছেন। পাশাপাশি মাঠে কৃষি কাজ করতেন বাক্কা ফকির। এদিকে গতকাল বিকাল ৫টায় স্থানীয় ভাবে নামাযে জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জারিগানের প্রাণ ভোমরা বাক্কা ফকিরের ইন্তেকাল

আপলোড টাইম : ১০:৪৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯

বিশেষ প্রতিবেদক:
ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম ধারক বাহক জারিগান এক সময় শোনাযেত চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত। সেই জারিগানের যে’কজন প্রাণ ভোমরা ছিল তাদের একজন চুয়াডাঙ্গা ইসলামপাড়ার আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কা ফকির। এবার নিভে গেল এই গানের পাখির জীবন প্রদীপ। আউল-বাউল ও লালনের পরম ভক্ত বাক্কা ফকির পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। গতকাল শুক্রবার সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। জীবদ্দশায় স্ত্রী, একপুত্র, তিন কন্যাসহ অসংখ্য বন্ধু-বান্ধব, সতীর্থ, ভক্ত ও অনুরাগী রেখে গেছেন। তিনি আজীবন লোকজ ঘরনার জারি-সারি, বাউল ও লালনের গানে দিনাতিপাত করেছেন। এই সূত্রে তাকে গুণীশিল্পী সম্মাননা প্রদান করে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি। একই সঙ্গে তিনি জেলা তথ্য অফিসসহ বিভিন্ন দপ্তরের নিয়মিত শিল্পী হিসাবে বিভিন্ন স্থানে গানের দূতি ছড়িয়েছেন। পাশাপাশি মাঠে কৃষি কাজ করতেন বাক্কা ফকির। এদিকে গতকাল বিকাল ৫টায় স্থানীয় ভাবে নামাযে জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।