ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জামায়াত নেতাসহ ৭ নারী কর্মী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • / ৭৭ বার পড়া হয়েছে

মেহেরপুরে জামায়াত ইসলামের গোপন বৈঠক চলাকালে অভিযান
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে জামায়াত ইসলামের গোপন বৈঠক চলাকালীন সময়ে পুলিশের অভিযানে ৭ নারী কর্মীসহ জামায়াত নেতা মনিরুজ্জামানকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌর এলাকার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের সামিউল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন, আশরাফুলের মেয়ে রিক্তা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে আয়েশা হুমায়রা, মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়ার আবুল হোসেনের মেয়ে রাবেয়া খাতুন, আমঝুপি গ্রামের মীর পাড়ার রফিকুল আলমের মেয়ে সাদিয়া সুলতানা, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের ইয়াছিন আলীর মেয়ে সুরাইয়া বেগম, মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা এবং জামায়াত নেতা আলমের ছেলে মনিরুজ্জামান।
জানা গেছে, মনিরুজ্জামানের বাড়িতে জামায়াত ইসলামের মহিলা কর্মীরা গোপনে বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে সদর থানার সেকেন্ড অফিসার শরিফ হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর মারকাজ মসজিদের সামনে অবস্থিত একটি বাড়ি ঘেরাও করে। পুলিশের আগমন টের পেয়ে আরও অনেকে পালিয়ে যায় বলেও জানা গেছে। পরে পুলিশ ওই বাড়ি তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরণের নিষিদ্ধ ঘোষিত জিহাদি বই, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের লেখা বিভিন্ন ধরণের বইসহ জামায়াত ইসলামের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে।
খবর পেয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ দারা খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল জানান, জামায়াত ইসলামের নারী কর্মীদের একটি গোপন বৈঠক চলছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণ বইসহ ৭ নারী কর্মী এবং জামায়াতের রোকন মনিরুজ্জামানকে আটক করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জামায়াত নেতাসহ ৭ নারী কর্মী আটক

আপলোড টাইম : ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১

মেহেরপুরে জামায়াত ইসলামের গোপন বৈঠক চলাকালে অভিযান
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে জামায়াত ইসলামের গোপন বৈঠক চলাকালীন সময়ে পুলিশের অভিযানে ৭ নারী কর্মীসহ জামায়াত নেতা মনিরুজ্জামানকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌর এলাকার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের সামিউল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন, আশরাফুলের মেয়ে রিক্তা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে আয়েশা হুমায়রা, মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়ার আবুল হোসেনের মেয়ে রাবেয়া খাতুন, আমঝুপি গ্রামের মীর পাড়ার রফিকুল আলমের মেয়ে সাদিয়া সুলতানা, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের ইয়াছিন আলীর মেয়ে সুরাইয়া বেগম, মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা এবং জামায়াত নেতা আলমের ছেলে মনিরুজ্জামান।
জানা গেছে, মনিরুজ্জামানের বাড়িতে জামায়াত ইসলামের মহিলা কর্মীরা গোপনে বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে সদর থানার সেকেন্ড অফিসার শরিফ হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর মারকাজ মসজিদের সামনে অবস্থিত একটি বাড়ি ঘেরাও করে। পুলিশের আগমন টের পেয়ে আরও অনেকে পালিয়ে যায় বলেও জানা গেছে। পরে পুলিশ ওই বাড়ি তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরণের নিষিদ্ধ ঘোষিত জিহাদি বই, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের লেখা বিভিন্ন ধরণের বইসহ জামায়াত ইসলামের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে।
খবর পেয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ দারা খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল জানান, জামায়াত ইসলামের নারী কর্মীদের একটি গোপন বৈঠক চলছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণ বইসহ ৭ নারী কর্মী এবং জামায়াতের রোকন মনিরুজ্জামানকে আটক করা হয়।