ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জাপানে রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
  • / ৩৬৯ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক: জাপানের একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের রাজধানী সাপোরো’র হিরাগিশি জেলায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এটি সন্ত্রাসী হামলা কিনা তাও নিশ্চিত নয়। জাপানি গণমাধ্যম জানায়, মারাত্মকভাবে বিধ্বস্ত ভবনটিতে আগুন জ্বলতে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখান থেকে আহতদেরকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলের আশেপাশে জনসাধারণকে যেতে দিচ্ছে না। ভবনটিতে আরও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের মতো একটা প্রচ- শব্দ শোনেন গিয়েছিলো। এসময় আশপাশের ভবনও নড়ে ওঠে। রেস্টুরেন্টটির আশপাশের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত ভবনের ছবি ও ভিডিও পোস্ট করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জাপানে রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪১

আপলোড টাইম : ১০:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮

বিশ্ব ডেস্ক: জাপানের একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের রাজধানী সাপোরো’র হিরাগিশি জেলায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এটি সন্ত্রাসী হামলা কিনা তাও নিশ্চিত নয়। জাপানি গণমাধ্যম জানায়, মারাত্মকভাবে বিধ্বস্ত ভবনটিতে আগুন জ্বলতে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখান থেকে আহতদেরকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলের আশেপাশে জনসাধারণকে যেতে দিচ্ছে না। ভবনটিতে আরও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের মতো একটা প্রচ- শব্দ শোনেন গিয়েছিলো। এসময় আশপাশের ভবনও নড়ে ওঠে। রেস্টুরেন্টটির আশপাশের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত ভবনের ছবি ও ভিডিও পোস্ট করছেন।