ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত এবারের প্রতিপাদ্য ‘সমাজসেবার উদ্বোধন, সেবায় এবার ডিজিটালাইজেশন’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০১৭
  • / ৭৩০ বার পড়া হয়েছে

ddddশহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক সমাজসেবা দিবস ২০১৭ পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়মা ইউনুস, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এছাড়া ওয়েভ ফাউন্ডেশন, আত্মবিশ্বাস, ইম্প্যাক্ট, জনকল্যাণ ও অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং বেসরকারি এতিমখানাসহ সমাজসেবা অধিদফতরে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করে।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা সমাজসেবা অফিসের উদ্দ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের বর্তমান সরকারও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যমে সামাজিক নিরাপত্তা সূদৃঢ় করনের লক্ষে দেশের দুস্থ অবহেলিত সুভিদা বঞ্চিত এবং অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখে চলেছে। বিশেষ করে বয়স্কভাতা ৭ হাজার ৮ শত ৩০ জন, বর্তমানে ১০ হাজার ২ শত ২০ জন। এদের পিছনে প্রতি বছর ১৬ কোটি ৯৭ লাখ ২২ হাজার টাকা ব্যায় হয়। বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা মোট ৫ হাজার ১শ ৮০ জন। ৭ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৬ শত টাকা। অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ২ হাজার ৬জন। ২ কোটি ৪২ লাখ ৩২ হাজার ২শ টাকা। অধ্যায়নরত শিক্ষা উপবৃত্তি ৩শ ৭৭ জন। ২৮ লাখ ৫৩ হাজার ৬শ টাকা। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ৫৫০ জন। ৯ কোটি ২৪ লাখ ৮৪ হাজার টাকা। এতিম নির্বাহীদের ক্যাপিটেন্স গ্রান্ডস ৯শ ৯৮ জন। ১ কোটি ১৮ লাখ ১৪ হাজার টাকা। সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম ২ হাজার ৮শ ৯৫ জন। ৮০ লক্ষ ৯২ হাজার ১০ টাকা এবং ১৯ লাখ ২০ হাজার ৫শ। এসিড দগ্ধ প্রতিবন্ধিতের ক্ষুদ্র ঋণ ১৯ লাখ ২ হাজার ৭শ ৫০ টাকা। আলমডাঙ্গা সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রতি বছর দেওয়া হয়। যা বর্তমান সরকারের একটি অন্যতম সাফল্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা কৃষি অফিসার এ.কে.এম হাসিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আবু আনছার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী রাসেল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি খ. হামিদুল ইসলাম আজম, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম বেলু, সমবায় অফিসার আক্কাচ আলী, হিসাব রক্ষক জেএম দিদার হোসেন। সমাজ সেবা অফিসার আবু তালেবের পরিচালনায় বক্তব্য রাখেন সমাজকর্মী সালমা খাতুন, অফিস প্রধান মনিরুজ্জামান, অফিস সহকারি মনিরুদ্দিন, পৌরসভার বড়বাবু খাইরুল ইসলাম নাসিম, আলহাজ¦ হাফেজ মোঃ ওমর আলী প্রমূখ। সভার পূর্বে এক র‌্যালী আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ করে।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আয়োজনে “সমাজসেবার উদ্ভাবন, সেবায় এবার ডিজিটাইজেশন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ থেকে এক বিশাল র‌্যালি বের হয়ে দামুড়হুদার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন, দামুড়হুদা ক্রীড়া সংস্থা ও দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরুন্নবী এবং দৈনিক সময়ের সমীকরণ ও বাংলাদেশ বার্তার দামুড়হুদা প্রতিনিধি সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ।
জীবননগর অফিস জানিয়েছে, সমাজ সেবার উদ্বোধন সেবায় এবার ডিজিটাইজেশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর  জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। জানা গেছে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও সেচ্ছাসেবী অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সাত্তার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, সমবায় কর্মকর্তা লিমন হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মইনুল ইসলামসহ উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন ।
মেহেরপুর অফিস জানিয়েছে, “সমাজ সেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা, র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্যবসায়ী সাদেক হোসেন বাবলু। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুজ্জামান, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, প্রতিবন্ধী ওমর ফারুক, ইমরান হোসেন, আবুল হাসান প্রমূখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালীতে অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুজ্জামান, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র‌্যালীতে অংশ গ্রহন করেন ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মুজিবনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা চত্তর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিনের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও  শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ গ্রহন করেন। র‌্যালি শেষে উপজেলা হল রুমে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার তৈফিকুর রহমানের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম, সমবায় অফিসার ফসিয়ার রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল প্রমূখ।
গাংনী অফিস জানিয়েছে, মেহেরপুরের গাংনীতে সমাজ সেবা দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন তার বক্তব্য বলেছেন প্রকৃত দরিদ্রদের নিয়ে কাজ করতে হবে। কারো দ্বারা প্রভাবিত হয়ে যেন কোন দুস্থ্য অসহায় মানুষ এ সেবা থেকে  বঞ্চিত না হয়। দুস্থ্য অসহায় মানুষ গুলো যাতে তাদের প্রাপ্য অধিকার পায় সে বিষয়ে সবাইকে রাখার আহবান জানান তিনি। এবারের স্লোগান ছিল ‘সমাজ সেবার উদ্বোধন, এবার সেবায় ডিজিটালাইজেশন’। গতকাল সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা আবু নাসির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নুর জাহান বেগম, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখের উজ্জামান, এনজিও প্রতিনধি হিসেবে ছিলেন রুরাল ভিশনের নির্বাহী পরিচালক আনারুল ইসলাম ও শানঘাট পল্লী উন্নয়নের নির্বাহী পরিচালক মহিবুল ইসলাম। এর আগে সমাজ সেবা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, “সমাজসেবার  উদ্বোধন, সেবায় এবার ডিজিটালাইজেশন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলেন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম প্রমূখ। সেসময় সরকারী, বেসরকারী কর্মকর্তাসহ প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত এবারের প্রতিপাদ্য ‘সমাজসেবার উদ্বোধন, সেবায় এবার ডিজিটালাইজেশন’

আপলোড টাইম : ১১:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০১৭

ddddশহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক সমাজসেবা দিবস ২০১৭ পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়মা ইউনুস, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এছাড়া ওয়েভ ফাউন্ডেশন, আত্মবিশ্বাস, ইম্প্যাক্ট, জনকল্যাণ ও অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং বেসরকারি এতিমখানাসহ সমাজসেবা অধিদফতরে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করে।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা সমাজসেবা অফিসের উদ্দ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের বর্তমান সরকারও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যমে সামাজিক নিরাপত্তা সূদৃঢ় করনের লক্ষে দেশের দুস্থ অবহেলিত সুভিদা বঞ্চিত এবং অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখে চলেছে। বিশেষ করে বয়স্কভাতা ৭ হাজার ৮ শত ৩০ জন, বর্তমানে ১০ হাজার ২ শত ২০ জন। এদের পিছনে প্রতি বছর ১৬ কোটি ৯৭ লাখ ২২ হাজার টাকা ব্যায় হয়। বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা মোট ৫ হাজার ১শ ৮০ জন। ৭ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৬ শত টাকা। অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ২ হাজার ৬জন। ২ কোটি ৪২ লাখ ৩২ হাজার ২শ টাকা। অধ্যায়নরত শিক্ষা উপবৃত্তি ৩শ ৭৭ জন। ২৮ লাখ ৫৩ হাজার ৬শ টাকা। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ৫৫০ জন। ৯ কোটি ২৪ লাখ ৮৪ হাজার টাকা। এতিম নির্বাহীদের ক্যাপিটেন্স গ্রান্ডস ৯শ ৯৮ জন। ১ কোটি ১৮ লাখ ১৪ হাজার টাকা। সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম ২ হাজার ৮শ ৯৫ জন। ৮০ লক্ষ ৯২ হাজার ১০ টাকা এবং ১৯ লাখ ২০ হাজার ৫শ। এসিড দগ্ধ প্রতিবন্ধিতের ক্ষুদ্র ঋণ ১৯ লাখ ২ হাজার ৭শ ৫০ টাকা। আলমডাঙ্গা সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রতি বছর দেওয়া হয়। যা বর্তমান সরকারের একটি অন্যতম সাফল্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা কৃষি অফিসার এ.কে.এম হাসিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আবু আনছার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী রাসেল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি খ. হামিদুল ইসলাম আজম, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম বেলু, সমবায় অফিসার আক্কাচ আলী, হিসাব রক্ষক জেএম দিদার হোসেন। সমাজ সেবা অফিসার আবু তালেবের পরিচালনায় বক্তব্য রাখেন সমাজকর্মী সালমা খাতুন, অফিস প্রধান মনিরুজ্জামান, অফিস সহকারি মনিরুদ্দিন, পৌরসভার বড়বাবু খাইরুল ইসলাম নাসিম, আলহাজ¦ হাফেজ মোঃ ওমর আলী প্রমূখ। সভার পূর্বে এক র‌্যালী আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ করে।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আয়োজনে “সমাজসেবার উদ্ভাবন, সেবায় এবার ডিজিটাইজেশন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ থেকে এক বিশাল র‌্যালি বের হয়ে দামুড়হুদার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন, দামুড়হুদা ক্রীড়া সংস্থা ও দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরুন্নবী এবং দৈনিক সময়ের সমীকরণ ও বাংলাদেশ বার্তার দামুড়হুদা প্রতিনিধি সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ।
জীবননগর অফিস জানিয়েছে, সমাজ সেবার উদ্বোধন সেবায় এবার ডিজিটাইজেশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর  জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। জানা গেছে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও সেচ্ছাসেবী অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সাত্তার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, সমবায় কর্মকর্তা লিমন হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মইনুল ইসলামসহ উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন ।
মেহেরপুর অফিস জানিয়েছে, “সমাজ সেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা, র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্যবসায়ী সাদেক হোসেন বাবলু। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুজ্জামান, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, প্রতিবন্ধী ওমর ফারুক, ইমরান হোসেন, আবুল হাসান প্রমূখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালীতে অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুজ্জামান, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র‌্যালীতে অংশ গ্রহন করেন ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মুজিবনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা চত্তর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিনের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও  শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ গ্রহন করেন। র‌্যালি শেষে উপজেলা হল রুমে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার তৈফিকুর রহমানের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম, সমবায় অফিসার ফসিয়ার রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল প্রমূখ।
গাংনী অফিস জানিয়েছে, মেহেরপুরের গাংনীতে সমাজ সেবা দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন তার বক্তব্য বলেছেন প্রকৃত দরিদ্রদের নিয়ে কাজ করতে হবে। কারো দ্বারা প্রভাবিত হয়ে যেন কোন দুস্থ্য অসহায় মানুষ এ সেবা থেকে  বঞ্চিত না হয়। দুস্থ্য অসহায় মানুষ গুলো যাতে তাদের প্রাপ্য অধিকার পায় সে বিষয়ে সবাইকে রাখার আহবান জানান তিনি। এবারের স্লোগান ছিল ‘সমাজ সেবার উদ্বোধন, এবার সেবায় ডিজিটালাইজেশন’। গতকাল সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা আবু নাসির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নুর জাহান বেগম, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখের উজ্জামান, এনজিও প্রতিনধি হিসেবে ছিলেন রুরাল ভিশনের নির্বাহী পরিচালক আনারুল ইসলাম ও শানঘাট পল্লী উন্নয়নের নির্বাহী পরিচালক মহিবুল ইসলাম। এর আগে সমাজ সেবা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, “সমাজসেবার  উদ্বোধন, সেবায় এবার ডিজিটালাইজেশন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলেন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম প্রমূখ। সেসময় সরকারী, বেসরকারী কর্মকর্তাসহ প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।