ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণকালে ডিসি আমিনুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
  • / ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী প্রতিযোগীতা শেষে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে কুরআন, হাদিস ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা বিকশিত হবে। ইসলামের সুমহান আদর্শ ও সংস্কৃতি প্রচার ও প্রকাশে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানবজাতির মধ্যে ইসলামের বাণী ছড়িয়ে দিতে হবে। নিজেদের ইসলামী কর্মকাণ্ডে বেশি করে যুক্ত করতে হবে। সংস্কৃতি মানুষের মনকে পরিশীলিত করে, ধর্মে প্রতি অনুরাগ বাড়ায় এবং মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মজিবর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেন, ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণকালে ডিসি আমিনুল ইসলাম

আপলোড টাইম : ০৪:৩১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী প্রতিযোগীতা শেষে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে কুরআন, হাদিস ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা বিকশিত হবে। ইসলামের সুমহান আদর্শ ও সংস্কৃতি প্রচার ও প্রকাশে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানবজাতির মধ্যে ইসলামের বাণী ছড়িয়ে দিতে হবে। নিজেদের ইসলামী কর্মকাণ্ডে বেশি করে যুক্ত করতে হবে। সংস্কৃতি মানুষের মনকে পরিশীলিত করে, ধর্মে প্রতি অনুরাগ বাড়ায় এবং মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মজিবর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেন, ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান প্রমুখ।