ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
  • / ২৪৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় দেয়া তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে । গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গত বছরের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তার ভাষণে সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা ও প্রতিশ্রুতি দেশবাসীকে অবহিত করবেন। একইসঙ্গে সরকারের উন্নয়ন কর্মকা- পরিচালনা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষের প্রতি সহযোগিতার আহ্বান জানাবেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১২ই জানুয়ারি দশম সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের চার বছরপূর্তি উপলক্ষে তিনি ওই ভাষণ দেন। এছাড়া ২০১৭ সালের ১২ই জানুয়ারি সরকারের তিন বছর পূর্তি, ২০১৬ সালের ১২ই জানুয়ারি সরকারের দুই বছর পূর্তি ও ২০১৫ সালের ৫ই জানুয়ারি সরকারের একবছর পূর্তিতেও জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ২০১৬ সালের ১লা জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার পর ২রা জুলাই জাতির উদ্দেশে বিশেষ ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ আজ

আপলোড টাইম : ১২:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯

সমীকরণ প্রতিবেদন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় দেয়া তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে । গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গত বছরের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তার ভাষণে সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা ও প্রতিশ্রুতি দেশবাসীকে অবহিত করবেন। একইসঙ্গে সরকারের উন্নয়ন কর্মকা- পরিচালনা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষের প্রতি সহযোগিতার আহ্বান জানাবেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১২ই জানুয়ারি দশম সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের চার বছরপূর্তি উপলক্ষে তিনি ওই ভাষণ দেন। এছাড়া ২০১৭ সালের ১২ই জানুয়ারি সরকারের তিন বছর পূর্তি, ২০১৬ সালের ১২ই জানুয়ারি সরকারের দুই বছর পূর্তি ও ২০১৫ সালের ৫ই জানুয়ারি সরকারের একবছর পূর্তিতেও জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ২০১৬ সালের ১লা জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার পর ২রা জুলাই জাতির উদ্দেশে বিশেষ ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।