ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জম্মু ও কাশ্মীরে বন্দি নেতাদের হোটেল খরচ ৩ কোটি টাকা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
  • / ২২৬ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক
জম্মু ও কাশ্মীরে বন্দি নেতাদের হোটেল খরচ ৩ কোটি টাকা ছাড়িয়েছে। ফলে মাথায় হাত পড়েছে সরকারের। ফলে গত তিন মাস ধরে ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেলে বন্দি নেতাদের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ন্যাশনাল কনফারেন্স, পিপলস ডেমোক্রেটিক পার্টি, পিপলস কনফারেন্সের ৩১ জন নেতা বর্তমানে ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (আইটিডিসি) এর হোটেলে বন্দি আছেন। আইটিডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন মাসে বন্দিদের থাকা খাওয়ার জন্য ইতোমধ্যে ২ কোটি ৬৫ লক্ষ রুপি (৩ কোটি টাকার বেশি) বিল এসেছে। তাছাড়া আইটিডিসি হোটেলের কাছেই শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। সেখানে গত তিন মাসে কোনও অনুষ্ঠান আয়োজন করা যাচ্ছে না। ফলে আর্থিক ক্ষতির কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের প্রশাসন জানিয়েছে, তাদেরকে সরাতে আপাতত দু’টি জায়গার কথা ভাবা হয়েছে। এম এ রোডের কাছে এমএলএ হোস্টেল অথবা ওই এলাকার কোনও হোটেলে ঠাঁই হতে পারে এই নেতাদের। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পর থেকে সেখানকার রাজনৈতিক নেতারা বন্দি আছেন। জম্মু কাশ্মীরের দুইবারের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ এখনও বন্দি রয়েছেন। তবে মুফতিকে চশমা শাহি এলাকার এক সরকারি গেস্ট হাউসে এবং ওমর আবদুল্লাহকে নেহরু গেস্ট হাউসে রাখা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জম্মু ও কাশ্মীরে বন্দি নেতাদের হোটেল খরচ ৩ কোটি টাকা!

আপলোড টাইম : ১০:০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯

বিশ্ব ডেস্ক
জম্মু ও কাশ্মীরে বন্দি নেতাদের হোটেল খরচ ৩ কোটি টাকা ছাড়িয়েছে। ফলে মাথায় হাত পড়েছে সরকারের। ফলে গত তিন মাস ধরে ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেলে বন্দি নেতাদের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ন্যাশনাল কনফারেন্স, পিপলস ডেমোক্রেটিক পার্টি, পিপলস কনফারেন্সের ৩১ জন নেতা বর্তমানে ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (আইটিডিসি) এর হোটেলে বন্দি আছেন। আইটিডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন মাসে বন্দিদের থাকা খাওয়ার জন্য ইতোমধ্যে ২ কোটি ৬৫ লক্ষ রুপি (৩ কোটি টাকার বেশি) বিল এসেছে। তাছাড়া আইটিডিসি হোটেলের কাছেই শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। সেখানে গত তিন মাসে কোনও অনুষ্ঠান আয়োজন করা যাচ্ছে না। ফলে আর্থিক ক্ষতির কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের প্রশাসন জানিয়েছে, তাদেরকে সরাতে আপাতত দু’টি জায়গার কথা ভাবা হয়েছে। এম এ রোডের কাছে এমএলএ হোস্টেল অথবা ওই এলাকার কোনও হোটেলে ঠাঁই হতে পারে এই নেতাদের। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পর থেকে সেখানকার রাজনৈতিক নেতারা বন্দি আছেন। জম্মু কাশ্মীরের দুইবারের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ এখনও বন্দি রয়েছেন। তবে মুফতিকে চশমা শাহি এলাকার এক সরকারি গেস্ট হাউসে এবং ওমর আবদুল্লাহকে নেহরু গেস্ট হাউসে রাখা হয়েছে।