ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জনসম্মুখে এলো ‘আফ্রিকান মোনালিসা’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮
  • / ৩২২ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক: নাইজেরিয়ার বর্বর গৃহযুদ্ধের প্রেক্ষিতে তৈরি আফ্রিকান মোনালিসা খ্যাত চিত্রকর্ম টুটু প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়েছে। পশ্চিম আফ্রিকার নামকরা চিত্রকর্ম প্রদর্শনী আর্ট এক্স লাগোসে চিত্রকর্মটি প্রদর্শিত হয়েছে। বেন এনওনুস নামের একজন চিত্রশিল্পীর আঁকা টুটু নামের ওই চিত্রকর্মটিকে আফ্রিকান মোনালিসা নামে ডাকা হয়। গত ২ থেকে ৪ নভেম্বরের লাগোসের ভিক্টোরিয়া দ্বীপে ওই প্রদর্শনীতে ১৬ লাখ ডলারে বিক্রি হওয়া চিত্রকর্মটি দেখতে পায় মানুষ। ৪০ বছর আগে হারিয়ে যাওয়া ওই চিত্রকর্মটি আশ্চর্যজনকভাবে গত বছর লন্ডনের একটি আবাসিক ভবনে পাওয়া যায়। ১৯৭৪ সালে এটি তৈরি করেন শিল্পী বেন এনওনুস। চিত্রকর্মটি তৈরি করার অল্প কিছুদিন পরই সেটি হারিয়ে যায়। নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রাচীন ইউরুবা সম্প্রদায়ের শহর ইফের রানী ছিলেন আদেটুটু আডেমিলুই। সংক্ষেপে তাকে টুটু নামে ডাকা হতো। নাইজেরিয়ার গ্রামের রাস্তায় চলার সময় তাকে দেখেই চিত্রকর্মটি তৈরি করেন শিল্পী বেন এনওনুস।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জনসম্মুখে এলো ‘আফ্রিকান মোনালিসা’

আপলোড টাইম : ১১:১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮

বিশ্ব ডেস্ক: নাইজেরিয়ার বর্বর গৃহযুদ্ধের প্রেক্ষিতে তৈরি আফ্রিকান মোনালিসা খ্যাত চিত্রকর্ম টুটু প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়েছে। পশ্চিম আফ্রিকার নামকরা চিত্রকর্ম প্রদর্শনী আর্ট এক্স লাগোসে চিত্রকর্মটি প্রদর্শিত হয়েছে। বেন এনওনুস নামের একজন চিত্রশিল্পীর আঁকা টুটু নামের ওই চিত্রকর্মটিকে আফ্রিকান মোনালিসা নামে ডাকা হয়। গত ২ থেকে ৪ নভেম্বরের লাগোসের ভিক্টোরিয়া দ্বীপে ওই প্রদর্শনীতে ১৬ লাখ ডলারে বিক্রি হওয়া চিত্রকর্মটি দেখতে পায় মানুষ। ৪০ বছর আগে হারিয়ে যাওয়া ওই চিত্রকর্মটি আশ্চর্যজনকভাবে গত বছর লন্ডনের একটি আবাসিক ভবনে পাওয়া যায়। ১৯৭৪ সালে এটি তৈরি করেন শিল্পী বেন এনওনুস। চিত্রকর্মটি তৈরি করার অল্প কিছুদিন পরই সেটি হারিয়ে যায়। নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রাচীন ইউরুবা সম্প্রদায়ের শহর ইফের রানী ছিলেন আদেটুটু আডেমিলুই। সংক্ষেপে তাকে টুটু নামে ডাকা হতো। নাইজেরিয়ার গ্রামের রাস্তায় চলার সময় তাকে দেখেই চিত্রকর্মটি তৈরি করেন শিল্পী বেন এনওনুস।