ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ছোট ভাইয়ের লাশ দেখে বোনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • / ১০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বেনী খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার আলমডাঙ্গা  উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতুনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতুনপুর গ্রামের মৃত কাঙালী মণ্ডলের ১০ সন্তান। চতুর্থ ছেলে আবদুল মান্নান (৪০) ১৯ দিন আগে বার্ধক্যজনিত কারণে স্ট্রোক করেন। ওই দিনই মান্নানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

বুধবার ভোরে লাশবাহী অ্যাম্বুলেন্স যোগে আব্দুল মান্নানের মরদেহ নিজ গ্রামে আনা হয়। এ সময় শেষবারের মতো দেখতে আসেন তার সেজ বোন বেনী খাতুন (৪৫)। ভোর ৫টার দিকে ভাই আবদুল মান্নানের মৃত মুখ দেখার সঙ্গে সঙ্গে স্ট্রোক করেন তিনি। পরিবারের সদস্যরা পাশের একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেনী খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন  বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত আবদুল মান্নান মঙ্গলবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার ভোরে মরদেহ পৌঁছালে ভাইকে দেখার সঙ্গে সঙ্গে বোন চেয়ার থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ছোট ভাইয়ের লাশ দেখে বোনের মৃত্যু

আপলোড টাইম : ১২:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বেনী খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার আলমডাঙ্গা  উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতুনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতুনপুর গ্রামের মৃত কাঙালী মণ্ডলের ১০ সন্তান। চতুর্থ ছেলে আবদুল মান্নান (৪০) ১৯ দিন আগে বার্ধক্যজনিত কারণে স্ট্রোক করেন। ওই দিনই মান্নানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

বুধবার ভোরে লাশবাহী অ্যাম্বুলেন্স যোগে আব্দুল মান্নানের মরদেহ নিজ গ্রামে আনা হয়। এ সময় শেষবারের মতো দেখতে আসেন তার সেজ বোন বেনী খাতুন (৪৫)। ভোর ৫টার দিকে ভাই আবদুল মান্নানের মৃত মুখ দেখার সঙ্গে সঙ্গে স্ট্রোক করেন তিনি। পরিবারের সদস্যরা পাশের একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেনী খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন  বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত আবদুল মান্নান মঙ্গলবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার ভোরে মরদেহ পৌঁছালে ভাইকে দেখার সঙ্গে সঙ্গে বোন চেয়ার থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।