ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
  • / ১৭৮ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে পারিবারিক দ্বন্দ্বে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এদিকে, মায়ের মৃত্যুর সংবাদ শুনে ছেলে জামিরুল গলাই দঁড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পুলিশ তাঁকে আটক করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সারতী পাল বলেন, আটক আসামিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বে ঝগড়ার একপর্যায়ে গঙ্গাদাসপুর পশ্চিমপাড়ার মণ্টু মিয়ার স্ত্রী সাবেদা খাতুনের মাথায় (৫৫) তাঁর ছেলে জামিরুল (২৫) লাঠি দিয়ে সজোরে আঘাত করে পালিয়ে গেলেও পরে তাঁকে আটক করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় মারাতত্মকভাবে আহত সাবেদা খাতুনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে বলে তিনি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু!

আপলোড টাইম : ০৯:০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে পারিবারিক দ্বন্দ্বে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এদিকে, মায়ের মৃত্যুর সংবাদ শুনে ছেলে জামিরুল গলাই দঁড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পুলিশ তাঁকে আটক করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সারতী পাল বলেন, আটক আসামিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বে ঝগড়ার একপর্যায়ে গঙ্গাদাসপুর পশ্চিমপাড়ার মণ্টু মিয়ার স্ত্রী সাবেদা খাতুনের মাথায় (৫৫) তাঁর ছেলে জামিরুল (২৫) লাঠি দিয়ে সজোরে আঘাত করে পালিয়ে গেলেও পরে তাঁকে আটক করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় মারাতত্মকভাবে আহত সাবেদা খাতুনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে বলে তিনি জানান।