ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীনকে গণধোলাই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • / ৩১২ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার পাইকপাড়ায় ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে উৎসুক জনতা। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটেছে। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশের মানুষ বলে পরিচয় দেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নবাবগঞ্জ জেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম বলে জানান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে একটি মিশুক গাড়িতে চার ব্যক্তি আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এর কিছুক্ষণ পরে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে দ্রুতগতিতে তাঁরা মিশুকে করে পালিয়ে যান। এ সময় স্থানীয় যুবকেরা ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানতে চাইলে, তিনি নিজের নাম রবিউল ও বাংলাদেশে বসবাস করে বলে জানান। তাঁর কথাবার্তা সন্দেহজনক হওয়ায় স্থানীয় মসজিদে মাইকের মাধ্যমে খবর ছড়িয়ে দেওয়া হয় ছেলেধরা ব্যক্তিকে আটক করা হয়েছে। খবর শুনে এলাকার লোকজন লাঠি-সোটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে তাঁকে গণধোলাই দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানায় দায়িত্বরত ডিএসবির সহকারী উপপরিদর্শক (এএসআই) জমির হোসেন ও কনস্টেবল হারুন ঘটনাস্থলে পৌঁছে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে উদ্ধার করে পাইকপাড়া ফাঁড়ি পুলিশ হেফাজতে নেন।
এ ঘটনার সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান ও জিয়া ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে উত্তেজিত জনতাকে শান্ত করে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে থানায় নিয়ে আসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীনকে গণধোলাই

আপলোড টাইম : ১০:৫৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার পাইকপাড়ায় ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে উৎসুক জনতা। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটেছে। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশের মানুষ বলে পরিচয় দেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নবাবগঞ্জ জেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম বলে জানান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে একটি মিশুক গাড়িতে চার ব্যক্তি আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এর কিছুক্ষণ পরে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে দ্রুতগতিতে তাঁরা মিশুকে করে পালিয়ে যান। এ সময় স্থানীয় যুবকেরা ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানতে চাইলে, তিনি নিজের নাম রবিউল ও বাংলাদেশে বসবাস করে বলে জানান। তাঁর কথাবার্তা সন্দেহজনক হওয়ায় স্থানীয় মসজিদে মাইকের মাধ্যমে খবর ছড়িয়ে দেওয়া হয় ছেলেধরা ব্যক্তিকে আটক করা হয়েছে। খবর শুনে এলাকার লোকজন লাঠি-সোটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে তাঁকে গণধোলাই দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানায় দায়িত্বরত ডিএসবির সহকারী উপপরিদর্শক (এএসআই) জমির হোসেন ও কনস্টেবল হারুন ঘটনাস্থলে পৌঁছে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে উদ্ধার করে পাইকপাড়া ফাঁড়ি পুলিশ হেফাজতে নেন।
এ ঘটনার সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান ও জিয়া ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে উত্তেজিত জনতাকে শান্ত করে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে থানায় নিয়ে আসেন।