ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ছিটকে পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
  • / ২৯০ বার পড়া হয়েছে

দামুড়হুদায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে আলমসাধুর ধাক্কা
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় আলমসাধু থেকে ছিটকে পড়ে আনারুল ইসলাম নামের (৪৫) এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মাছ ব্যবসায়ী হোগলডাঙ্গা গ্রামের হানেফ আলীর ছেলে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের হানেফ আলীর ছেলে আনারুল প্রতিদিনের ন্যায় রোববার সকালে মরাগাং থেকে মাছ নিয়ে বিক্রির জন্য আলমসাধুযোগে বাজারে যাচ্ছিলেন। গ্রামের বাগান পাড়ায় পৌঁছালে আলমসাধুর পিছনের চাকার একছেল ভেঙে যায়। এতে আলমসাধুতে থাকা মাছের ড্রামসহ ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আনারুল মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর অহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জুড়ানপুর গ্রামের মধ্যে তিনি মারা যান।
এলাকাবাসী জানান, আনারুল পাঁচ সন্তানের পিতা। তাঁর দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। হঠাৎ দুঘর্টনায় তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল আসরের নামাজের পর গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান, আনারুল ইসলাম নিজের আলমসাধুতে করে মাছ নিয়ে যাচ্ছিলেন। পথের মধ্যে গাড়ির একছেল ভেঙে গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিজের গাড়িতে তার দুর্ঘটনা হওয়ায় কোনো মামলা হয়নি এবং ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের লোকজন তাঁর লাশ দাফন করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ছিটকে পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

আপলোড টাইম : ০৯:২৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০

দামুড়হুদায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে আলমসাধুর ধাক্কা
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় আলমসাধু থেকে ছিটকে পড়ে আনারুল ইসলাম নামের (৪৫) এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মাছ ব্যবসায়ী হোগলডাঙ্গা গ্রামের হানেফ আলীর ছেলে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের হানেফ আলীর ছেলে আনারুল প্রতিদিনের ন্যায় রোববার সকালে মরাগাং থেকে মাছ নিয়ে বিক্রির জন্য আলমসাধুযোগে বাজারে যাচ্ছিলেন। গ্রামের বাগান পাড়ায় পৌঁছালে আলমসাধুর পিছনের চাকার একছেল ভেঙে যায়। এতে আলমসাধুতে থাকা মাছের ড্রামসহ ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আনারুল মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর অহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জুড়ানপুর গ্রামের মধ্যে তিনি মারা যান।
এলাকাবাসী জানান, আনারুল পাঁচ সন্তানের পিতা। তাঁর দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। হঠাৎ দুঘর্টনায় তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল আসরের নামাজের পর গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান, আনারুল ইসলাম নিজের আলমসাধুতে করে মাছ নিয়ে যাচ্ছিলেন। পথের মধ্যে গাড়ির একছেল ভেঙে গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিজের গাড়িতে তার দুর্ঘটনা হওয়ায় কোনো মামলা হয়নি এবং ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের লোকজন তাঁর লাশ দাফন করেছে।