ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রলীগের ৩০তম সম্মেলন আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / ৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
দীর্ঘ সময় বিলম্বের পর অবশেষে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন সম্পন্ন করতে আপ্যায়ন, সাজসজ্জাবিষয়ক, অভ্যর্থনা ও প্রচারসহ বেশ কয়েকটি কমিটি ও উপ-কমিটি করা হয়েছে। নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের প্রক্রিয়া শেষ করেছে দলটি। নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে, ছাত্রলীগের শীর্ষ দুই পদের জন্য মোট ২৫৩টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে সভাপতি পদে ৯৬টি এবং সাধারণ সম্পাদক পদে ১৫৭টি মনোনয়ন জমা পড়েছে। গত শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০তম জাতীয় সম্মেলন ২০২২-এর নির্বাচন কমিশনার ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামস-ঈ-নোমান। এ বিষয়ে তিনি বলেন, গত ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১০টা থেকে রাত আটটা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা নেয়া হয়। এদিকে গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে মোট ২৪৬ টি মনোনয়ন জমা পড়ে। জানা যায়, কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি একই সাথে ঘোষণা করা হবে। তাই সম্মেলন হয়ে গেলেও ঢাবি, মহানগর ও কেন্দ্রের পদপ্রত্যাশীরা শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ও লবিং তদবিরের দৌড়ঝাঁপে ব্যস্ত। ঢাবি ও কেন্দ্রীয় কমিটির প্রার্থীর সংখ্যা পাঁচ শতাধিক হলেও লবিং তদবির ও যোগ্যতার বিচারে দৌড়ে এগিয়ে থাকাদের তালিকা ক্রমেই সংকুচিত হচ্ছে। বয়সসহ কিছু বিষয়ে অনিশ্চয়তা থাকলেও প্রচারণায় কমতি রাখছে না কেউ। এই দৌড়ে উত্তরবঙ্গ থেকে কেন্দ্রের জন্যে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু, উপ-সমাজসেবা সম্পাদক হাসানুর রহমান হাসু, উপ-দফতর সম্পাদক আহসান হাবীব, উপ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাবির জন্যে বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ তালুকদার বেশি এগিয়ে আছেন। ঢাকা অঞ্চল থেকে কেন্দ্রের জন্য কেন্দ্রীয় উপ-তথ্য প্রযুক্তি সম্পাদক এহসান উল্লাহ পিয়াল ও ঢাবির জন্য আনোয়ার হোসেন নাইম। চট্টগ্রাম অঞ্চল থেকে কেন্দ্রের জন্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল, উপ-প্রচার সম্পাদক এম এ আহাদ চৌধুরী রায়হান এবং ঢাবির জন্য বিজয় একাত্তর হলের সাধারণ সম্পাদক আবু ইউনুস এগিয়ে আছেন। ময়মনসিংহ থেকে কেন্দ্রের জন্য কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ সম্পাদক মেহেদী হাসান তাপস, উপ-প্রচার সম্পাদক সুরাপ মিয়া সোহাগ, উপ-সাহিত্য সম্পাদক এস এম রাকিব সিরাজী এবং ঢাবির জন্য বিজয় একাত্তর হলের সভাপতি সজিবুর রহমান সজিব। ফরিদপুর থেকে কেন্দ্রের জন্য আলোচনায় আছেন উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সুমন এবং ঢাবির জন্য মুহসীন হলের সভাপতি শহীদুল হক শিশির। বরিশাল থেকে কেন্দ্রের জন্য কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান), উপ-বিজ্ঞান সম্পাদক সবুর খান কলিন্স, গণশিক্ষা সম্পাদক সোলায়মান ইসলাম মুন্না এবং খুলনা থেকে কেন্দ্রের জন্য কেন্দ্রীয় সহ-সভাপতি ফরিদা পারভীন ও উপ-বিজ্ঞান সম্পাদক খন্দকার হাবিব আহসান এগিয়ে আছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ছাত্রলীগের ৩০তম সম্মেলন আজ

আপলোড টাইম : ০৯:১৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
দীর্ঘ সময় বিলম্বের পর অবশেষে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন সম্পন্ন করতে আপ্যায়ন, সাজসজ্জাবিষয়ক, অভ্যর্থনা ও প্রচারসহ বেশ কয়েকটি কমিটি ও উপ-কমিটি করা হয়েছে। নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের প্রক্রিয়া শেষ করেছে দলটি। নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে, ছাত্রলীগের শীর্ষ দুই পদের জন্য মোট ২৫৩টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে সভাপতি পদে ৯৬টি এবং সাধারণ সম্পাদক পদে ১৫৭টি মনোনয়ন জমা পড়েছে। গত শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০তম জাতীয় সম্মেলন ২০২২-এর নির্বাচন কমিশনার ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামস-ঈ-নোমান। এ বিষয়ে তিনি বলেন, গত ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১০টা থেকে রাত আটটা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা নেয়া হয়। এদিকে গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে মোট ২৪৬ টি মনোনয়ন জমা পড়ে। জানা যায়, কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি একই সাথে ঘোষণা করা হবে। তাই সম্মেলন হয়ে গেলেও ঢাবি, মহানগর ও কেন্দ্রের পদপ্রত্যাশীরা শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ও লবিং তদবিরের দৌড়ঝাঁপে ব্যস্ত। ঢাবি ও কেন্দ্রীয় কমিটির প্রার্থীর সংখ্যা পাঁচ শতাধিক হলেও লবিং তদবির ও যোগ্যতার বিচারে দৌড়ে এগিয়ে থাকাদের তালিকা ক্রমেই সংকুচিত হচ্ছে। বয়সসহ কিছু বিষয়ে অনিশ্চয়তা থাকলেও প্রচারণায় কমতি রাখছে না কেউ। এই দৌড়ে উত্তরবঙ্গ থেকে কেন্দ্রের জন্যে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু, উপ-সমাজসেবা সম্পাদক হাসানুর রহমান হাসু, উপ-দফতর সম্পাদক আহসান হাবীব, উপ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাবির জন্যে বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ তালুকদার বেশি এগিয়ে আছেন। ঢাকা অঞ্চল থেকে কেন্দ্রের জন্য কেন্দ্রীয় উপ-তথ্য প্রযুক্তি সম্পাদক এহসান উল্লাহ পিয়াল ও ঢাবির জন্য আনোয়ার হোসেন নাইম। চট্টগ্রাম অঞ্চল থেকে কেন্দ্রের জন্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল, উপ-প্রচার সম্পাদক এম এ আহাদ চৌধুরী রায়হান এবং ঢাবির জন্য বিজয় একাত্তর হলের সাধারণ সম্পাদক আবু ইউনুস এগিয়ে আছেন। ময়মনসিংহ থেকে কেন্দ্রের জন্য কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ সম্পাদক মেহেদী হাসান তাপস, উপ-প্রচার সম্পাদক সুরাপ মিয়া সোহাগ, উপ-সাহিত্য সম্পাদক এস এম রাকিব সিরাজী এবং ঢাবির জন্য বিজয় একাত্তর হলের সভাপতি সজিবুর রহমান সজিব। ফরিদপুর থেকে কেন্দ্রের জন্য আলোচনায় আছেন উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সুমন এবং ঢাবির জন্য মুহসীন হলের সভাপতি শহীদুল হক শিশির। বরিশাল থেকে কেন্দ্রের জন্য কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান), উপ-বিজ্ঞান সম্পাদক সবুর খান কলিন্স, গণশিক্ষা সম্পাদক সোলায়মান ইসলাম মুন্না এবং খুলনা থেকে কেন্দ্রের জন্য কেন্দ্রীয় সহ-সভাপতি ফরিদা পারভীন ও উপ-বিজ্ঞান সম্পাদক খন্দকার হাবিব আহসান এগিয়ে আছেন।