ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চেক জালিয়াতি মামলায় বিকে বাবলু জেলহাজতে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • / ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
একাধিক চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, চুয়াডাঙ্গা কোর্ট মোড়ের সাবেক রড সিমেন্ট ব্যবসায়ী রবিউল ইসলাম বাবলু ওরফে বিকে বাবলুকে (৪৫) জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গত সোমবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বিকে বাবলু চুয়াডাঙ্গা পৌর শহরের বুজরুক গড়গড়ি এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া আসামি চুয়াডাঙ্গা পৌর শহরের বুজরুক গড়গড়ি এলাকার রবিউল ইসলাম বাবলু সাতটি চেক জালিয়াতি মামলার পলাতক আসামি। এসব মামলার মধ্যে চারটি মামলাতে সাড়ে তিন বছর সাজা দেন আদালত। ওই মামলাগুলোতে সাজা হলে আত্মগোপনে চলে যান তিনি। পরে গোপন সূত্রে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবলু তাঁর নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে পৌর শহরের বুজরুক গড়গড়ি এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে রবিউল ইসলাম বাবলুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তার হওয়া আসামিকে সদর থানা হেফাজতে সোপর্দ করলে গতকালই তাঁকে আদালতে প্রেরণ করে সদর থানার পুলিশ। পরে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চেক জালিয়াতি মামলায় বিকে বাবলু জেলহাজতে

আপলোড টাইম : ০৯:২৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
একাধিক চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, চুয়াডাঙ্গা কোর্ট মোড়ের সাবেক রড সিমেন্ট ব্যবসায়ী রবিউল ইসলাম বাবলু ওরফে বিকে বাবলুকে (৪৫) জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গত সোমবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বিকে বাবলু চুয়াডাঙ্গা পৌর শহরের বুজরুক গড়গড়ি এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া আসামি চুয়াডাঙ্গা পৌর শহরের বুজরুক গড়গড়ি এলাকার রবিউল ইসলাম বাবলু সাতটি চেক জালিয়াতি মামলার পলাতক আসামি। এসব মামলার মধ্যে চারটি মামলাতে সাড়ে তিন বছর সাজা দেন আদালত। ওই মামলাগুলোতে সাজা হলে আত্মগোপনে চলে যান তিনি। পরে গোপন সূত্রে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবলু তাঁর নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে পৌর শহরের বুজরুক গড়গড়ি এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে রবিউল ইসলাম বাবলুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তার হওয়া আসামিকে সদর থানা হেফাজতে সোপর্দ করলে গতকালই তাঁকে আদালতে প্রেরণ করে সদর থানার পুলিশ। পরে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।