ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-১ আসনের ভোটারদের প্রতি ধানের শীষের প্রার্থী শরীফের আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
  • / ৪০৩ বার পড়া হয়েছে

কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন
নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে স্বতস্ফুর্ত ভোটদানে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দল ও বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ বার্তায় তিনি জানান, একাদশ এই জাতীয় সংসদ নির্বাচন অতিগুরুত্বপূর্ণ। এ নির্বাচনে পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে আপনাদের সাহসী ভূমিকা খুবই প্রয়োজন। এই নির্বাচন জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।
সম্মানিত ভোটারদেরকে অনুরোধ জানিয়ে শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘এবারের নির্বাচন গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন। এই নির্বাচনই আমাদের দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই সংসদ নির্বাচনে আগামী পাঁচ বছর এবং তারও পরে আমরা কি একদলীয় শাসনের অধীনে থাকব, নাকি আমরা গণতন্ত্রে থাকব; আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব কি অক্ষুণœ থাকবে, নাকি আমরা পরাধীন জাতিতে পরিণত হব, তা নির্ধারণ করবে।’ আপনারা আলমডাঙ্গা-চুয়াডাঙ্গাবাসী অতিসচেতন ও বুদ্ধিদীপ্ত। অবশ্যই ভোট দেওয়ার আগে যোগ্য প্রার্থী খুঁজে নিন। আপনারা আপনাদের মা-বোনদের বলুন তারা যেন, ৩০ তারিখ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে। আপনার মূল্যবান ভোটেই নির্ধারিত হবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। ‘ওরা অনেক কলাকৌশল করতেছে, চক্রান্ত করতেছে এই ধানের শীষের উত্তাল তরঙ্গ ঠেকানোর জন্য।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের একটি ভোট অন্ধকার কারাগারে থাকা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরতে সহযোগিতা করবে। আপনাদের ভোটেই এই দেশে গণতন্ত্রের মুক্তি হবে।’ তিনি আরো বলেন, এখন বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা বর্তমান সরকারের পরিবর্তন। দেশের গণতন্ত্র উদ্ধার করা। আর জনগণই দেশের মালিক। একমাত্র তাদের ভোটেই সবকিছু আবার পরিবর্তিত হতে পারে।
তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এই আসনে বিপুল সংখ্যক ভোটার রয়েছেন যারা প্রথমবারের মতো এবার ভোট দেবার সুযোগ পেয়েছেন। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা, ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে ভোটদানে যোগ্য হওয়া সত্ত্বেও একতরফা নির্বাচনের কারণে ভোট দিতে পারেননি। এই সংখ্যাও কম নয়। এই সব তরুণ ভোটারদের প্রতি আমার আহ্বান- অন্যায়-অনাচারের বিরুদ্ধে এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ বিনির্মানে তারুণ্যের প্রথম ভোটটি প্রদান করুন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা-১ আসনের ভোটারদের প্রতি ধানের শীষের প্রার্থী শরীফের আহ্বান

আপলোড টাইম : ১০:৫৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮

কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন
নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে স্বতস্ফুর্ত ভোটদানে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দল ও বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ বার্তায় তিনি জানান, একাদশ এই জাতীয় সংসদ নির্বাচন অতিগুরুত্বপূর্ণ। এ নির্বাচনে পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে আপনাদের সাহসী ভূমিকা খুবই প্রয়োজন। এই নির্বাচন জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।
সম্মানিত ভোটারদেরকে অনুরোধ জানিয়ে শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘এবারের নির্বাচন গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন। এই নির্বাচনই আমাদের দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই সংসদ নির্বাচনে আগামী পাঁচ বছর এবং তারও পরে আমরা কি একদলীয় শাসনের অধীনে থাকব, নাকি আমরা গণতন্ত্রে থাকব; আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব কি অক্ষুণœ থাকবে, নাকি আমরা পরাধীন জাতিতে পরিণত হব, তা নির্ধারণ করবে।’ আপনারা আলমডাঙ্গা-চুয়াডাঙ্গাবাসী অতিসচেতন ও বুদ্ধিদীপ্ত। অবশ্যই ভোট দেওয়ার আগে যোগ্য প্রার্থী খুঁজে নিন। আপনারা আপনাদের মা-বোনদের বলুন তারা যেন, ৩০ তারিখ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে। আপনার মূল্যবান ভোটেই নির্ধারিত হবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। ‘ওরা অনেক কলাকৌশল করতেছে, চক্রান্ত করতেছে এই ধানের শীষের উত্তাল তরঙ্গ ঠেকানোর জন্য।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের একটি ভোট অন্ধকার কারাগারে থাকা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরতে সহযোগিতা করবে। আপনাদের ভোটেই এই দেশে গণতন্ত্রের মুক্তি হবে।’ তিনি আরো বলেন, এখন বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা বর্তমান সরকারের পরিবর্তন। দেশের গণতন্ত্র উদ্ধার করা। আর জনগণই দেশের মালিক। একমাত্র তাদের ভোটেই সবকিছু আবার পরিবর্তিত হতে পারে।
তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এই আসনে বিপুল সংখ্যক ভোটার রয়েছেন যারা প্রথমবারের মতো এবার ভোট দেবার সুযোগ পেয়েছেন। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা, ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে ভোটদানে যোগ্য হওয়া সত্ত্বেও একতরফা নির্বাচনের কারণে ভোট দিতে পারেননি। এই সংখ্যাও কম নয়। এই সব তরুণ ভোটারদের প্রতি আমার আহ্বান- অন্যায়-অনাচারের বিরুদ্ধে এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ বিনির্মানে তারুণ্যের প্রথম ভোটটি প্রদান করুন।