ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদর থানার ওসির নামে ফেসবুক পেজ খুলে অপপ্রচার

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / ১০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীনের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে অপপ্রচারের অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। গত শনিব ও রোববার (৩০ ও ৩১ অক্টোবর) টানা দুই দিনের অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার আশুলিয়া থেকে তাঁদের আটক করে নারায়ণগঞ্জ ডিবি এবং ডবলমুরিং থানা পুলিশ। পরে তাদের চট্টগ্রামের ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর থানার কাউকান্দি গ্রামের হাসপাতাল এলাকার রফিক মিয়ার ছেলে মো. নবী নুর হোসেন (২০) ও মোবারক হোসেন (২২)।চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীনের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে সেখানে মুক্তিযোদ্ধার বিপক্ষের অপশক্তির নামে প্রশংসামূলক বক্তব্য প্রচার করে তারা। এ ঘটনায় প্রথমে ডবলমুরিং থানায় জিডি করেন ওসি মহসীন। এরপর গত ১৭ অক্টোবর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেন তিনি।এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আমার নামে ফেসবুক পেজ খুলে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছিল। এ ব্যাপারে মামলা করার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কী উদ্দেশ্যে তারা এই কাজ করেছে, সে ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা সদর থানার ওসির নামে ফেসবুক পেজ খুলে অপপ্রচার

আপলোড টাইম : ১০:১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীনের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে অপপ্রচারের অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। গত শনিব ও রোববার (৩০ ও ৩১ অক্টোবর) টানা দুই দিনের অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার আশুলিয়া থেকে তাঁদের আটক করে নারায়ণগঞ্জ ডিবি এবং ডবলমুরিং থানা পুলিশ। পরে তাদের চট্টগ্রামের ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর থানার কাউকান্দি গ্রামের হাসপাতাল এলাকার রফিক মিয়ার ছেলে মো. নবী নুর হোসেন (২০) ও মোবারক হোসেন (২২)।চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীনের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে সেখানে মুক্তিযোদ্ধার বিপক্ষের অপশক্তির নামে প্রশংসামূলক বক্তব্য প্রচার করে তারা। এ ঘটনায় প্রথমে ডবলমুরিং থানায় জিডি করেন ওসি মহসীন। এরপর গত ১৭ অক্টোবর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেন তিনি।এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আমার নামে ফেসবুক পেজ খুলে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছিল। এ ব্যাপারে মামলা করার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কী উদ্দেশ্যে তারা এই কাজ করেছে, সে ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।’