ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা শহরে দৃষ্টিনন্দন আলোকসজ্জা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
  • / ১৯৪ বার পড়া হয়েছে

?

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে
মেহেরাব্বিন সানভী:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর শহরের প্রধান সড়কে স্থায়ীভাবে মনোরম আলোকসজ্জ্বা করা হয়েছে। নতুন এ আলোকসজ্জ্বা করার কারণে দেখার মতো হয়েছে চুয়াডাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক। মনোরম এ আলোকসজ্জ্বার উদ্যোগ নেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। নিজে পরিকল্পনা করে চুয়াডাঙ্গা পৌরসভার বাস্তবায়নে মুজিববর্ষে স্থায়ীভাবে জেলাবাসীর জন্য নতুন এ চমক দেন তিনি।
গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা পৌরসভার সামনে সুইচ টিপে আলোকসজ্জ্বার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমাদের জন্য গর্বের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আদর্শ, চেতনা ও দর্শনের নাম। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি নিজেই একটি ইতিহাস। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জননেত্রী শেখ হাসিনা সরকারের অর্জন ও সাফল্য অনেক। বাংলাদেশের বর্তমান উন্নয়ন অবশ্যই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণের একটি অবিচ্ছেদ্য অংশ।’ তিনি আরও বলেন, ‘আমরা মুজিববর্ষ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলাম। করোনাভাইরাসের কারণে কেন্দ্রীয় নির্দেশনায় এটি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এ আলোকসজ্জা আমাদের নতুন অনুপ্রেরণা দেবে, শহরটাকে আরও সুন্দর দেখাবে।’
উদ্বেধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, ডা. আফসার উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা কৃষক লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর কাউন্সিলরবৃন্দ প্রমুখ। পরে চুয়াডাঙ্গার এমএস ভিজে গ্রুপের সাইকেল বাইকাররা অসাধারণ এক বাইসাইকেল কৌশল প্রদর্শন করেন।
ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা শহরে দৃষ্টিনন্দন আলোকসজ্জা

আপলোড টাইম : ১০:১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে
মেহেরাব্বিন সানভী:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর শহরের প্রধান সড়কে স্থায়ীভাবে মনোরম আলোকসজ্জ্বা করা হয়েছে। নতুন এ আলোকসজ্জ্বা করার কারণে দেখার মতো হয়েছে চুয়াডাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক। মনোরম এ আলোকসজ্জ্বার উদ্যোগ নেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। নিজে পরিকল্পনা করে চুয়াডাঙ্গা পৌরসভার বাস্তবায়নে মুজিববর্ষে স্থায়ীভাবে জেলাবাসীর জন্য নতুন এ চমক দেন তিনি।
গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা পৌরসভার সামনে সুইচ টিপে আলোকসজ্জ্বার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমাদের জন্য গর্বের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আদর্শ, চেতনা ও দর্শনের নাম। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি নিজেই একটি ইতিহাস। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জননেত্রী শেখ হাসিনা সরকারের অর্জন ও সাফল্য অনেক। বাংলাদেশের বর্তমান উন্নয়ন অবশ্যই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণের একটি অবিচ্ছেদ্য অংশ।’ তিনি আরও বলেন, ‘আমরা মুজিববর্ষ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলাম। করোনাভাইরাসের কারণে কেন্দ্রীয় নির্দেশনায় এটি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এ আলোকসজ্জা আমাদের নতুন অনুপ্রেরণা দেবে, শহরটাকে আরও সুন্দর দেখাবে।’
উদ্বেধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, ডা. আফসার উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা কৃষক লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর কাউন্সিলরবৃন্দ প্রমুখ। পরে চুয়াডাঙ্গার এমএস ভিজে গ্রুপের সাইকেল বাইকাররা অসাধারণ এক বাইসাইকেল কৌশল প্রদর্শন করেন।