ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা শহরের পরিচিত মুখ রানার মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
  • / ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
হৃদরোগ বিশেষজ্ঞ প্রয়াত অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম লিটুর ভাতিজা ও রেলওয়ে কর্মকর্তা আব্দুস সামাদের একমাত্র ছেলে আরিফুল ইসলাম রানা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলুর শ্যালক আরিফুল ইসলাম রানা চাচা ডা. লিটুর প্রতিষ্ঠিত লুবানা প্রাইভেট হাসপাতালে চাকরি করতেন। গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন বলে কর্তব্যরত চিকিৎসকেরা জানান। গতকাল রাতেই রানার লাশ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন তাঁর স্বজনেরা। আজ সকালে রানার মরদেহ চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল সড়কস্থ নিজ বাসভবনে পৌঁছাবে।
আজ শুক্রবার বাদ আছর জানাজার নামাজ শেষে জান্নাতুল মওলা কবরস্থানে রানার দাফনকার্য সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, আরিফুল ইসলাম রানার অকাল মৃত্যুতে চুয়াডাঙ্গার সামাজিক, রাজনৈতিকসহ বিভিন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা শহরের পরিচিত মুখ রানার মৃত্যু

আপলোড টাইম : ১০:২৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
হৃদরোগ বিশেষজ্ঞ প্রয়াত অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম লিটুর ভাতিজা ও রেলওয়ে কর্মকর্তা আব্দুস সামাদের একমাত্র ছেলে আরিফুল ইসলাম রানা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলুর শ্যালক আরিফুল ইসলাম রানা চাচা ডা. লিটুর প্রতিষ্ঠিত লুবানা প্রাইভেট হাসপাতালে চাকরি করতেন। গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন বলে কর্তব্যরত চিকিৎসকেরা জানান। গতকাল রাতেই রানার লাশ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন তাঁর স্বজনেরা। আজ সকালে রানার মরদেহ চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল সড়কস্থ নিজ বাসভবনে পৌঁছাবে।
আজ শুক্রবার বাদ আছর জানাজার নামাজ শেষে জান্নাতুল মওলা কবরস্থানে রানার দাফনকার্য সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, আরিফুল ইসলাম রানার অকাল মৃত্যুতে চুয়াডাঙ্গার সামাজিক, রাজনৈতিকসহ বিভিন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।