ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
  • / ৩২৮ বার পড়া হয়েছে

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান
ডেস্ক রিপোর্ট: শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র‌্যালি এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটি উপলক্ষে সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, যথাযথ মর্যাদার সাথে চুয়াডাঙ্গায় শহিদ বুদ্ধিজীবি দিবস-২০১৮ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা বড়বাজারের শহিদ হাসান চত্বরের শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, অরিন্দম সাংষ্কৃতিক সংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদসহ বিভিন্ন সংগঠন, সরকারি দপ্তর। বিকালে মোমবাতী প্রজ্বলন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে শহিদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এসময় তিনি বলেন, পাকিস্তানি শত্রুরা যখন বুঝতে পারলো তারা পরাজিত হতে বসেছে, ঠিক তখনই তারা ষড়যন্ত্র করলো এই দেশকে মেধাশুন্য করার জন্য। এদেশকে মেধাশুন্য করার লক্ষ্যেই তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরবেছে বেছে বুদ্ধিজীবিদের হত্যা করে। জাতিকে মেধা শুন্য করতে চেয়েছিল তারা। আজ গভির শ্রদ্ধার সাথে সেই আলোকিত বুদ্ধিজীবিদের স্মরণ করি। যখন কোনো শহিদ বুদ্ধিজীবি পরিবারের সদস্যের কথা শুনি টেলিভিশনে তখন বুকটা ফেটে যায়। কত ত্যাগ স্বীকার করে আমরা আজ এই জায়গায়। আমাদেরকে বুঝতে হবে কত কষ্ট করে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের প্রিয় জন্মভূমিকে আমাদের ভালোবাসতে হবে। নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক ও আবু হোসেন।


দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে দর্শনা সরকারি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে বুদ্ধিজীবী সৃতি স্থম্ভের পাশে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরন করে বুদ্ধিজীবী সৃতিসৌধে পূষ্পমাল্য অর্পন করেন দর্শনার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। পূষ্পমাল্য অর্পন শেষে দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আলোচনা করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি থেকে আলোচনা করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা নাগরিক কমিটির আহবায়ক গোলাম ফারুক আরিফ, সহকারি অধ্যক্ষ মফিজুর রহমান,বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু, গন উন্নয়ন গ্রহন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা রুস্তম আলী সহ অনেকে। এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহ: অধ্যাপক আশরাফুল আলম, কলেজ ছাত্র লীগের সভাপতি নাহিদ পারভেজসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও কলেজের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান শেষে কাষ্টম কোলনী মসজিদের ইমাম শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন।


জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের প্রশিক্ষণরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান।


আলমডাঙ্গা ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলমডাঙ্গা প্রশাসনের পক্ষ থেকে বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় বধ্যভূমির বিরঙ্গনা বেদীতে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান, মুক্তিযুদ্ধের সংগঠক ডাক্তার সাহাবুদ্দিন সাবু। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন শহীদ বুদ্ধিজীবিদের সরণে বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণ করে।


মেহেরপুর অফিস জানিয়েছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন, এক মিনিট নিরবতা পালন এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন শামীম আরা নাজনিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট আ. রশিদ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান, সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। এর আগে শহীদের প্রতি প্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে মেহেরপুর কলেজমোড় শহীদ স্মৃতিসৌধ্যে পুস্পমাল্য অর্পন করা হয়। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পুস্পমাল্য অর্পন করেন। এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরের মুক্তিযোদ্ধারা মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেছেন । গতকাল শুক্রবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কে. এম আতাউল হাকিম লাল মিয়ার উদ্যোগে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।


কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহের কোটচাঁদপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আ. লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, কোটচাঁদপুর মডেল সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান।
দত্তনগর প্রতিনিধি জানিয়েছে, খালিশপুর সরকারি বীরশ্রেষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৮ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকারি বীরশ্রেষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বজলুর রহমান, মার্কেটিং প্রভাষক মোজাহীদুল জামান, সমাজ বিজ্ঞান প্রভাষক হুমায়ন কবীর, প্রানী বিজ্ঞান প্রভাষক উমর ফারুক, বাংলা প্রভাষক মোমিনুল ইসলাম প্রমূখ।
হরিণাকু-ু প্রতিনিধি জানিয়েছে, হরিণাকু-ু উপজেলা আ. লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, শোক পাতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা স্মৃতি সৌধে পুষ্টমাল্য অর্পন করা হয়। এরপর এক শোক র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ মহিলা আ. লীগের সভানেত্রী ও সাবেক মহিলা জাতীয় সাংসদ নূরজাহান বেগম, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইমরান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী পালন

আপলোড টাইম : ১০:৪২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান
ডেস্ক রিপোর্ট: শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র‌্যালি এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটি উপলক্ষে সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, যথাযথ মর্যাদার সাথে চুয়াডাঙ্গায় শহিদ বুদ্ধিজীবি দিবস-২০১৮ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা বড়বাজারের শহিদ হাসান চত্বরের শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, অরিন্দম সাংষ্কৃতিক সংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদসহ বিভিন্ন সংগঠন, সরকারি দপ্তর। বিকালে মোমবাতী প্রজ্বলন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে শহিদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এসময় তিনি বলেন, পাকিস্তানি শত্রুরা যখন বুঝতে পারলো তারা পরাজিত হতে বসেছে, ঠিক তখনই তারা ষড়যন্ত্র করলো এই দেশকে মেধাশুন্য করার জন্য। এদেশকে মেধাশুন্য করার লক্ষ্যেই তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরবেছে বেছে বুদ্ধিজীবিদের হত্যা করে। জাতিকে মেধা শুন্য করতে চেয়েছিল তারা। আজ গভির শ্রদ্ধার সাথে সেই আলোকিত বুদ্ধিজীবিদের স্মরণ করি। যখন কোনো শহিদ বুদ্ধিজীবি পরিবারের সদস্যের কথা শুনি টেলিভিশনে তখন বুকটা ফেটে যায়। কত ত্যাগ স্বীকার করে আমরা আজ এই জায়গায়। আমাদেরকে বুঝতে হবে কত কষ্ট করে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের প্রিয় জন্মভূমিকে আমাদের ভালোবাসতে হবে। নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক ও আবু হোসেন।


দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে দর্শনা সরকারি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে বুদ্ধিজীবী সৃতি স্থম্ভের পাশে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরন করে বুদ্ধিজীবী সৃতিসৌধে পূষ্পমাল্য অর্পন করেন দর্শনার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। পূষ্পমাল্য অর্পন শেষে দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আলোচনা করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি থেকে আলোচনা করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা নাগরিক কমিটির আহবায়ক গোলাম ফারুক আরিফ, সহকারি অধ্যক্ষ মফিজুর রহমান,বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু, গন উন্নয়ন গ্রহন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা রুস্তম আলী সহ অনেকে। এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহ: অধ্যাপক আশরাফুল আলম, কলেজ ছাত্র লীগের সভাপতি নাহিদ পারভেজসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও কলেজের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান শেষে কাষ্টম কোলনী মসজিদের ইমাম শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন।


জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের প্রশিক্ষণরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান।


আলমডাঙ্গা ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলমডাঙ্গা প্রশাসনের পক্ষ থেকে বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় বধ্যভূমির বিরঙ্গনা বেদীতে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান, মুক্তিযুদ্ধের সংগঠক ডাক্তার সাহাবুদ্দিন সাবু। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন শহীদ বুদ্ধিজীবিদের সরণে বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণ করে।


মেহেরপুর অফিস জানিয়েছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন, এক মিনিট নিরবতা পালন এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন শামীম আরা নাজনিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট আ. রশিদ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান, সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। এর আগে শহীদের প্রতি প্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে মেহেরপুর কলেজমোড় শহীদ স্মৃতিসৌধ্যে পুস্পমাল্য অর্পন করা হয়। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পুস্পমাল্য অর্পন করেন। এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরের মুক্তিযোদ্ধারা মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেছেন । গতকাল শুক্রবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কে. এম আতাউল হাকিম লাল মিয়ার উদ্যোগে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।


কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহের কোটচাঁদপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আ. লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, কোটচাঁদপুর মডেল সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান।
দত্তনগর প্রতিনিধি জানিয়েছে, খালিশপুর সরকারি বীরশ্রেষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৮ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকারি বীরশ্রেষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বজলুর রহমান, মার্কেটিং প্রভাষক মোজাহীদুল জামান, সমাজ বিজ্ঞান প্রভাষক হুমায়ন কবীর, প্রানী বিজ্ঞান প্রভাষক উমর ফারুক, বাংলা প্রভাষক মোমিনুল ইসলাম প্রমূখ।
হরিণাকু-ু প্রতিনিধি জানিয়েছে, হরিণাকু-ু উপজেলা আ. লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, শোক পাতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা স্মৃতি সৌধে পুষ্টমাল্য অর্পন করা হয়। এরপর এক শোক র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ মহিলা আ. লীগের সভানেত্রী ও সাবেক মহিলা জাতীয় সাংসদ নূরজাহান বেগম, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইমরান প্রমুখ।