ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ১০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শত নির্যাতনের পরও বিএনপির জনপ্রিয়তা এতটুকু কমেনি। বিএনপি আজ অবধি বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় রাজনৈতিক দল। শহীদ জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন বলেই এ জাতির ভাগ্যের উন্নয়ন ঘটেছিল। বাংলাদেশের যা কিছু ইতিবাচক সূচনা, তার সবটুকুই বিএনপির মাধ্যমে। দেশের সাধারণ মানুষের জন্য শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের অবদান অনস্বীকার্য। বিএনপির নেতৃত্বেই স্বৈরাচারের পতন ঘটিয়ে জনগনের শাসন প্রতিষ্ঠিতি হবে ইনশাআল্লাহ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, নুরনবী সামদানী, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপ্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা কৃষক দলের সদস্যসচিব চেয়ারম্যান তবারক হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি মিনাজ উদ্দিন, জেহালা ইউনিয়ন সভাপতি সাহিদ্দোজা মিল্টন, খাদিমপুর ইউনিয়ন সভাপতি শেরেগুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন সভাপতি টিপু সুলতান, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ডাউকি ইউনিয়ন সভাপতি আবদার হোসেন, গাংনী ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল হক আইনাল, খাসকররা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, হারদী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাড়াদী ইউনিয়নের সাধারণ সম্পাদক শুকুর আলী, বেলগাছি ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ছমির উদ্দিন, নাগদাহ ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, কালিদাসপুর ইউনিয়ন নেতা আনোয়ার হোসেন, মাখালডাঙ্গা ইউনিয়ন সভাপতি নুর গনি, পদ্মবিলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ রায়হান কাজল, শংকরচন্দ্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, আলুকদিয়া ইউনিয়নের সহসভাপতি রোকনুজ্জামান রোকন, চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন স্বপন, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, ২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি শাকের আলী, আলমডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু ও আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন।
উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাবুল হক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহাবুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব কাউন্সিলর মহলদার ইমরান রিণ্টু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী ও আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মো. আনোয়ার হোসেন। আলোচনা সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দর্শনা:
দর্শনায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। দর্শনা পৌর বিএনপির আয়োজনে গতকাদ্বৃহস্পতিবার বাদ আসর পুরাতন বাজার সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির অন্যতম সদস্য হাবিবুর রহমান বুলেট।
জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনভিত্তিক মতচর্চা অনুষ্ঠানে সভাপতি বুলেট বলেন, গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই। সারাদেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী। তাই জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনকে বুকে নিয়ে সময় এসেছে সকলে ঐক্যবদ্ধহয়ে আজ গণতন্ত্র উদ্ধারের।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, নবী চৌধুরী, দর্শনা পৌর বিএনপি নেতা এনামুল হক শাহ মুকুল, ইকবাল হোসেন, শরিফ উদ্দিন, মশিউর রহমান, রেজাউল ইসলাম, শফিউল আজম তোতা, লুৎফর রহমান, নাসির উদ্দীন খেদু, আজিজুল হক, মোমিনুল ইসলাম, সোলায়মান, রবিউল ইসলাম, সেলিম, কৃষক দলের তরিকুল ইসলাম বিলু, হাতেম, যুবদলের পক্ষে বক্তব্য দেন ফারুক হোসেন, জালাল উদ্দিন লিটন, পৌর যুবদলের জালাল উদ্দীন, সরোয়ার, জাহান আলী, মিল্টন, লিংকন, সজিব, হাসু, জেলা ছাত্রদলের আরাফাত, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রদল নেতা রাজু, মুক্ত, পলাশ, আল মামুন, সুজন, রাজ, লিয়ন, মোফাজ্জেল, স্বেচ্ছাসেবক দলের মান্নান মাস্টার, সজিব, সোয়েব, নবীন দলের শাহাবুদ্দীন, ডাবলু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টার। এর আগে সকাল সাড়ে আটটার দিকে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করেন পৌর নেতা-কর্মীরা।

গাংনী:
মেহেরপুরের গাংনীতে শান্তিপূর্ণভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে বিএনপি। গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান জুলফির আলী ভুট্টো, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা। এসময় ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জামাল উদ্দীন, পৌর বিএনপি নেতা আব্দাল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক চপল, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক, গাংনী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান কাজলসহ বিএনপি ও সহযোগহী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে পশ্চিম মালসাদহ এলাকা থেকে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, হাসপাতাল বাজার এলাকা থেকে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেনে মেঘলা ও পূর্ব মালসাদহ এলাকা থেকে ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির নেতৃত্বে বিপুল সংখ্যাক নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে একত্রিত হয়।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। রাজনৈতিক দুটি দলের এমন পাল্টাপাল্টি অনুষ্ঠানকে কেন্দ্র করে গাংনী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে বিএনপির কর্মসূচি শেষ হয়।

ঝিনাইদহ:
ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হঠানোর দৃঢ় প্রত্যায় নিয়ে ঝিনাইদহে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু, আলমগীর হোসেন আলম, আবু বক্কার, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ^াস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, বিএনপি নেতা শাহজাহান আলী, জিয়াউল ইসলাম ফিরোজ, আশরাফুল ইসলাম পিণ্টু, মিজানুর রহমান সুজন, মাহফুজুর রহমান ইপিআরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপি সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক। আজকের আওয়ামী লীগকে রাজনৈতিক মর্যাদা ফিরিয়ে দিয়েছিল শহীদ জিয়া। কারণ শেখ মুজিব দেশে বাকশাল কায়েম করে সব দল নিষিদ্ধ করেছিল। তিনি বলেন, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে সরকার ব্যর্থ। মানুষের মধ্যে হাহাকার। তিনি দ্রুত নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে বলেন, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি গত ৩০ আগস্ট বিএনপির সমাবেশে আসা ও যাওয়ার পথে শতাধিক নেতা-কর্মীকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানিয়ে বলেন, বিনা ভোটের এমপির ক্যাডার বাহিনীর আস্ফালন আর সহ্য করা হবে না। এবার আঘাত আসলে প্রতিঘাত করবে বিএনপি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড টাইম : ০৩:৪০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শত নির্যাতনের পরও বিএনপির জনপ্রিয়তা এতটুকু কমেনি। বিএনপি আজ অবধি বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় রাজনৈতিক দল। শহীদ জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন বলেই এ জাতির ভাগ্যের উন্নয়ন ঘটেছিল। বাংলাদেশের যা কিছু ইতিবাচক সূচনা, তার সবটুকুই বিএনপির মাধ্যমে। দেশের সাধারণ মানুষের জন্য শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের অবদান অনস্বীকার্য। বিএনপির নেতৃত্বেই স্বৈরাচারের পতন ঘটিয়ে জনগনের শাসন প্রতিষ্ঠিতি হবে ইনশাআল্লাহ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, নুরনবী সামদানী, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপ্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা কৃষক দলের সদস্যসচিব চেয়ারম্যান তবারক হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি মিনাজ উদ্দিন, জেহালা ইউনিয়ন সভাপতি সাহিদ্দোজা মিল্টন, খাদিমপুর ইউনিয়ন সভাপতি শেরেগুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন সভাপতি টিপু সুলতান, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ডাউকি ইউনিয়ন সভাপতি আবদার হোসেন, গাংনী ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল হক আইনাল, খাসকররা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, হারদী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাড়াদী ইউনিয়নের সাধারণ সম্পাদক শুকুর আলী, বেলগাছি ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ছমির উদ্দিন, নাগদাহ ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, কালিদাসপুর ইউনিয়ন নেতা আনোয়ার হোসেন, মাখালডাঙ্গা ইউনিয়ন সভাপতি নুর গনি, পদ্মবিলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ রায়হান কাজল, শংকরচন্দ্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, আলুকদিয়া ইউনিয়নের সহসভাপতি রোকনুজ্জামান রোকন, চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন স্বপন, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, ২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি শাকের আলী, আলমডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু ও আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন।
উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাবুল হক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহাবুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব কাউন্সিলর মহলদার ইমরান রিণ্টু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী ও আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মো. আনোয়ার হোসেন। আলোচনা সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দর্শনা:
দর্শনায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। দর্শনা পৌর বিএনপির আয়োজনে গতকাদ্বৃহস্পতিবার বাদ আসর পুরাতন বাজার সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির অন্যতম সদস্য হাবিবুর রহমান বুলেট।
জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনভিত্তিক মতচর্চা অনুষ্ঠানে সভাপতি বুলেট বলেন, গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই। সারাদেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী। তাই জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনকে বুকে নিয়ে সময় এসেছে সকলে ঐক্যবদ্ধহয়ে আজ গণতন্ত্র উদ্ধারের।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, নবী চৌধুরী, দর্শনা পৌর বিএনপি নেতা এনামুল হক শাহ মুকুল, ইকবাল হোসেন, শরিফ উদ্দিন, মশিউর রহমান, রেজাউল ইসলাম, শফিউল আজম তোতা, লুৎফর রহমান, নাসির উদ্দীন খেদু, আজিজুল হক, মোমিনুল ইসলাম, সোলায়মান, রবিউল ইসলাম, সেলিম, কৃষক দলের তরিকুল ইসলাম বিলু, হাতেম, যুবদলের পক্ষে বক্তব্য দেন ফারুক হোসেন, জালাল উদ্দিন লিটন, পৌর যুবদলের জালাল উদ্দীন, সরোয়ার, জাহান আলী, মিল্টন, লিংকন, সজিব, হাসু, জেলা ছাত্রদলের আরাফাত, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রদল নেতা রাজু, মুক্ত, পলাশ, আল মামুন, সুজন, রাজ, লিয়ন, মোফাজ্জেল, স্বেচ্ছাসেবক দলের মান্নান মাস্টার, সজিব, সোয়েব, নবীন দলের শাহাবুদ্দীন, ডাবলু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টার। এর আগে সকাল সাড়ে আটটার দিকে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করেন পৌর নেতা-কর্মীরা।

গাংনী:
মেহেরপুরের গাংনীতে শান্তিপূর্ণভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে বিএনপি। গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান জুলফির আলী ভুট্টো, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা। এসময় ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জামাল উদ্দীন, পৌর বিএনপি নেতা আব্দাল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক চপল, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক, গাংনী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান কাজলসহ বিএনপি ও সহযোগহী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে পশ্চিম মালসাদহ এলাকা থেকে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, হাসপাতাল বাজার এলাকা থেকে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেনে মেঘলা ও পূর্ব মালসাদহ এলাকা থেকে ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির নেতৃত্বে বিপুল সংখ্যাক নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে একত্রিত হয়।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। রাজনৈতিক দুটি দলের এমন পাল্টাপাল্টি অনুষ্ঠানকে কেন্দ্র করে গাংনী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে বিএনপির কর্মসূচি শেষ হয়।

ঝিনাইদহ:
ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হঠানোর দৃঢ় প্রত্যায় নিয়ে ঝিনাইদহে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু, আলমগীর হোসেন আলম, আবু বক্কার, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ^াস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, বিএনপি নেতা শাহজাহান আলী, জিয়াউল ইসলাম ফিরোজ, আশরাফুল ইসলাম পিণ্টু, মিজানুর রহমান সুজন, মাহফুজুর রহমান ইপিআরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপি সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক। আজকের আওয়ামী লীগকে রাজনৈতিক মর্যাদা ফিরিয়ে দিয়েছিল শহীদ জিয়া। কারণ শেখ মুজিব দেশে বাকশাল কায়েম করে সব দল নিষিদ্ধ করেছিল। তিনি বলেন, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে সরকার ব্যর্থ। মানুষের মধ্যে হাহাকার। তিনি দ্রুত নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে বলেন, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি গত ৩০ আগস্ট বিএনপির সমাবেশে আসা ও যাওয়ার পথে শতাধিক নেতা-কর্মীকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানিয়ে বলেন, বিনা ভোটের এমপির ক্যাডার বাহিনীর আস্ফালন আর সহ্য করা হবে না। এবার আঘাত আসলে প্রতিঘাত করবে বিএনপি।