ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • / ৫৮০ বার পড়া হয়েছে

আ.লীগ সরকারের আমলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে- হুইপ ছেলুন জোয়ার্দ্দার
ডেস্ক রিপোর্ট: জনকল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রীর ব্রান্ডিং-এর বিষয়সমূহ জনগণকে অবহিতকরণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় “সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য উন্নয়ন র‌্যালি বের হয়। র‌্যালিটি হাসপাতাল মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সাংস্কৃতিক উৎসব ও মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উদ্বোধন শেষে তিনি ও আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটা দেশের উন্নয়ন করতে হলে সৎ সাহস ও ইচ্ছাশক্তি থাকতে হবে। পৃথিবীর নেতৃবৃন্দ যখন আমাদের নেত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন আপনি এত সব উন্নয়ন সম্ভব করছেন কিভাবে নেত্রী তখন একটা কথাই বলেন আমার সৎ সাহস ও সততা। চুয়াডাঙ্গায় গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তা আর কোন সময়ে হয়নি। যেমন ২৫০ শয্যবিশিষ্ট হাসপাতাল, নতুন স্টেডিয়াম, যুব প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি, লাইব্রেরি ও সার্ভার স্টেশনসহ চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে প্রায় ৩০০ কিলোমিটার এলজিইডির রাস্তা হয়েছে। এ সরকার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। যার জন্য ইতোমধ্যে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১১টার দিকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহনে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে ভিডিও চিত্র পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।
বিকাল সাড়ে ৩টার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। রাজশাহীর ঐতিহ্যবাহী গম্বীরা গান পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলে রাজশাহীর মাথুল গম্ভীরা গানের দল। সাংস্কৃতিক অনুষ্ঠানের একপর্যায়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের পুরষ্কার ও মেলার স্টল দেয়ায় বিভিন্ন দপ্তরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এরপর সদর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় পুনরায় সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়।
সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও তার পত্মী, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমেদ, জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, জেলা প্রশাসনের সহকারি কমিশনার সিব্বির আহমেদ, আমজাদ হোসেন, শিবানী সরকার প্রমূখ।


আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) সিমা শারমীন, থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকৌশলী রফিকুর রহমান। উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মঈনদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অমর ফারুক, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমীন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মানোয়ার হোসেন, আবাসিক প্রকৌশলী গোলাম নবী প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলা স্টল পরিদর্শন করেন। বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।


জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুরু হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবননগর উপজেলাটি কৃষি সমৃদ্ধ এলাকা। কৃষিতে এ উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে। দেশের যে উন্নয়ন তা অব্যাহত রাখতে আবার বর্তমান সরকার প্রয়োজন রয়েছে। দেশ আজ দারিদ্রমুক্ত হচ্ছে। বর্তমান সরকারের সময়ে দেশে অনেক উন্নয়ন সাধিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশচন্দ্র পাল, কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। আলোচনা সভা শেষে সন্ধ্যার পর জীবননগর শাইন ক্লাবের শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে জনকল্যানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- ও প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং বিষয় সমূহ জনগনকে অবহিত করণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণের লক্ষে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী সংস্কৃতিক উৎসব, মেলা ও উন্নয়ন র‌্যালির আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসাক আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


গাংনী অফিস জানিয়েছে, সরকারের উন্নয়ন কর্মকা- ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্রান্ডিং এর বিষয়সমূহ জনগণকে অবহিত করণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলা মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম ও গাংনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম প্রমূখ। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে লোকজ সংস্কৃতি তুলে ধরা হয়।


কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, সহকারি কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন ম-ল, আ.লীগ নেতা কাজী আলমগীর, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাফদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, কুশনা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, পৌর যুবলীগ সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এসএম মইদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা। পরে আগত অতিথিরা উপজেলা পরিষদ চত্তরে আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত

আপলোড টাইম : ১১:১৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮

আ.লীগ সরকারের আমলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে- হুইপ ছেলুন জোয়ার্দ্দার
ডেস্ক রিপোর্ট: জনকল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রীর ব্রান্ডিং-এর বিষয়সমূহ জনগণকে অবহিতকরণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় “সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য উন্নয়ন র‌্যালি বের হয়। র‌্যালিটি হাসপাতাল মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সাংস্কৃতিক উৎসব ও মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উদ্বোধন শেষে তিনি ও আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটা দেশের উন্নয়ন করতে হলে সৎ সাহস ও ইচ্ছাশক্তি থাকতে হবে। পৃথিবীর নেতৃবৃন্দ যখন আমাদের নেত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন আপনি এত সব উন্নয়ন সম্ভব করছেন কিভাবে নেত্রী তখন একটা কথাই বলেন আমার সৎ সাহস ও সততা। চুয়াডাঙ্গায় গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তা আর কোন সময়ে হয়নি। যেমন ২৫০ শয্যবিশিষ্ট হাসপাতাল, নতুন স্টেডিয়াম, যুব প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি, লাইব্রেরি ও সার্ভার স্টেশনসহ চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে প্রায় ৩০০ কিলোমিটার এলজিইডির রাস্তা হয়েছে। এ সরকার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। যার জন্য ইতোমধ্যে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১১টার দিকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহনে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে ভিডিও চিত্র পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।
বিকাল সাড়ে ৩টার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। রাজশাহীর ঐতিহ্যবাহী গম্বীরা গান পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলে রাজশাহীর মাথুল গম্ভীরা গানের দল। সাংস্কৃতিক অনুষ্ঠানের একপর্যায়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের পুরষ্কার ও মেলার স্টল দেয়ায় বিভিন্ন দপ্তরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এরপর সদর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় পুনরায় সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়।
সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও তার পত্মী, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমেদ, জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, জেলা প্রশাসনের সহকারি কমিশনার সিব্বির আহমেদ, আমজাদ হোসেন, শিবানী সরকার প্রমূখ।


আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) সিমা শারমীন, থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকৌশলী রফিকুর রহমান। উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মঈনদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অমর ফারুক, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমীন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মানোয়ার হোসেন, আবাসিক প্রকৌশলী গোলাম নবী প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলা স্টল পরিদর্শন করেন। বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।


জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুরু হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবননগর উপজেলাটি কৃষি সমৃদ্ধ এলাকা। কৃষিতে এ উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে। দেশের যে উন্নয়ন তা অব্যাহত রাখতে আবার বর্তমান সরকার প্রয়োজন রয়েছে। দেশ আজ দারিদ্রমুক্ত হচ্ছে। বর্তমান সরকারের সময়ে দেশে অনেক উন্নয়ন সাধিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশচন্দ্র পাল, কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। আলোচনা সভা শেষে সন্ধ্যার পর জীবননগর শাইন ক্লাবের শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে জনকল্যানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- ও প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং বিষয় সমূহ জনগনকে অবহিত করণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণের লক্ষে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী সংস্কৃতিক উৎসব, মেলা ও উন্নয়ন র‌্যালির আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসাক আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


গাংনী অফিস জানিয়েছে, সরকারের উন্নয়ন কর্মকা- ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্রান্ডিং এর বিষয়সমূহ জনগণকে অবহিত করণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলা মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম ও গাংনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম প্রমূখ। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে লোকজ সংস্কৃতি তুলে ধরা হয়।


কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, সহকারি কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন ম-ল, আ.লীগ নেতা কাজী আলমগীর, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাফদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, কুশনা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, পৌর যুবলীগ সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এসএম মইদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা। পরে আগত অতিথিরা উপজেলা পরিষদ চত্তরে আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।