ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-মেহেরপুরে করোনা ও উপসর্গে ১১ প্রাণহানি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • / ৪৫ বার পড়া হয়েছে

দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু দেখল দেশবাসী, শনাক্ত ৮ হাজার ১৩৬
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৩৬ জনের শরীরে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮ জনের শরীরে। গতকাল মেহেরপুরে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৯ জন। এসময় মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও চারজনে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় তিনজন, করোনা আক্রান্ত হয়ে জেলায় দুজন ও জেলার বাইরে একজন ও হোম কোয়ারেন্টাইনে একজনসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮ জনের শরীরে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১৪ জনে।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষিত ২০৯টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৭১টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১৮.১৮ শতাংশ। গতকাল নতুন শনাক্ত ৩৮ জনের মধ্যে সদর উপজেলার ১৮ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন, দামুড়হুদা উপজেলার ৬ জন ও জীবননগরের ৮ জন রয়েছে। গতকাল জেলায় করোনা থেকে আরও ৫২ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৫১৭ জন। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য আরও ২০২টি নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গতকাল হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলো জোনে চিকিৎসাধী অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে ও জেলায় আক্রান্ত হয়ে জেলার বাইরে মৃত্যু হয়েছে একজনসহ করোনা আক্রান্ত মোট তিনজনের মৃত্যুর বিষয়ে সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছে। গতকালই করোনা প্রটোকলে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৭৮ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন বাকী ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৩ হাজার ৮৮২টি, প্রাপ্ত ফলাফল ২৩ হাজার ৭৩৩টি, পজিটিভ ৬ হাজার ৩১৪ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৬০১ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৫২৬ জন ও হাসপাতাল আইসোলেশনে ৭৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৯৬ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৯ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও চারজনের। গতকাল নতুন আক্রান্তদের ৩৯ জনের মধ্যে সদর উপজেলার ১০ জন, গাংনীতে ২৫ জন ও মুজিবনগরের ৪ জন রয়েছে। গতকাল শনিবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত আরও ১৭৫টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩৯টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২.২৮ শতাংশ। নতুন আাক্রান্ত ৩৯ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৫৬০ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৭৮ জন, গাংনী উপজেলায় ২৯৫ জন এবং মুজিবনগর উপজেলায় ৮৭ জন। এ পর্যন্ত মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ১৫৭ জনের। মৃতদের মধ্যে সদর উপজেলার ৭০ জন, গাংনী উপজেলার ৫২ জন ও মুজিবনগর উপজেলার ৩৫ জন রয়েছে।
সারাদেশ:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দ্বিতায় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪১১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে। গতকাল শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দেশে ইতিহাসের সর্বোচ্চ ২৬৪ মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় ২ শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৭০২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৭১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৭৫ হাজার ৪০৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০১ জন। এছাড়া চট্টগ্রামে ৬২, রাজশাহীতে ৮, খুলনায় ৪৫, বরিশালে ১২, সিলেটে ৭, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ১৬ জন মারা গেছেন। নারী-পুরুষ হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫২ জন পুরুষ এবং ১০৯ জন নারী। এদের মধ্যে ৩ জন বাসায় মারা গেছেন। ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৭৪ জন এবং নারী ৭ হাজার ৪৩৭ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪৫ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬৪, ৪১ থেকে ৫০ বছরের ২৮, ৩১ থেকে ৪০ বছরের ১৫, ২১ থেকে ৩০ বছরের ৮ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বর্তমানে ঈদুল আজহা-পরবর্তী ১৪ দিনের শাটডাউন চলছে দেশে। এই শাটডাউন শেষ হওয়ার আগেই এর মেয়াদ আরও পাঁচদিন বাড়িয়েছে সরকার। সে অনুযায়ী, ১১ আগস্ট থেকে বাসসহ গণপরিবহন চালু করা এবং দোকানপাট ও অফিস আদালত খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা-মেহেরপুরে করোনা ও উপসর্গে ১১ প্রাণহানি

আপলোড টাইম : ০৯:০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১

দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু দেখল দেশবাসী, শনাক্ত ৮ হাজার ১৩৬
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৩৬ জনের শরীরে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮ জনের শরীরে। গতকাল মেহেরপুরে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৯ জন। এসময় মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও চারজনে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় তিনজন, করোনা আক্রান্ত হয়ে জেলায় দুজন ও জেলার বাইরে একজন ও হোম কোয়ারেন্টাইনে একজনসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮ জনের শরীরে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১৪ জনে।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষিত ২০৯টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৭১টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১৮.১৮ শতাংশ। গতকাল নতুন শনাক্ত ৩৮ জনের মধ্যে সদর উপজেলার ১৮ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন, দামুড়হুদা উপজেলার ৬ জন ও জীবননগরের ৮ জন রয়েছে। গতকাল জেলায় করোনা থেকে আরও ৫২ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৫১৭ জন। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য আরও ২০২টি নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গতকাল হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলো জোনে চিকিৎসাধী অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে ও জেলায় আক্রান্ত হয়ে জেলার বাইরে মৃত্যু হয়েছে একজনসহ করোনা আক্রান্ত মোট তিনজনের মৃত্যুর বিষয়ে সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছে। গতকালই করোনা প্রটোকলে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৭৮ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন বাকী ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৩ হাজার ৮৮২টি, প্রাপ্ত ফলাফল ২৩ হাজার ৭৩৩টি, পজিটিভ ৬ হাজার ৩১৪ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৬০১ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৫২৬ জন ও হাসপাতাল আইসোলেশনে ৭৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৯৬ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৯ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও চারজনের। গতকাল নতুন আক্রান্তদের ৩৯ জনের মধ্যে সদর উপজেলার ১০ জন, গাংনীতে ২৫ জন ও মুজিবনগরের ৪ জন রয়েছে। গতকাল শনিবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত আরও ১৭৫টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩৯টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২.২৮ শতাংশ। নতুন আাক্রান্ত ৩৯ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৫৬০ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৭৮ জন, গাংনী উপজেলায় ২৯৫ জন এবং মুজিবনগর উপজেলায় ৮৭ জন। এ পর্যন্ত মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ১৫৭ জনের। মৃতদের মধ্যে সদর উপজেলার ৭০ জন, গাংনী উপজেলার ৫২ জন ও মুজিবনগর উপজেলার ৩৫ জন রয়েছে।
সারাদেশ:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দ্বিতায় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪১১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে। গতকাল শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দেশে ইতিহাসের সর্বোচ্চ ২৬৪ মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় ২ শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৭০২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৭১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৭৫ হাজার ৪০৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০১ জন। এছাড়া চট্টগ্রামে ৬২, রাজশাহীতে ৮, খুলনায় ৪৫, বরিশালে ১২, সিলেটে ৭, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ১৬ জন মারা গেছেন। নারী-পুরুষ হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫২ জন পুরুষ এবং ১০৯ জন নারী। এদের মধ্যে ৩ জন বাসায় মারা গেছেন। ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৭৪ জন এবং নারী ৭ হাজার ৪৩৭ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪৫ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬৪, ৪১ থেকে ৫০ বছরের ২৮, ৩১ থেকে ৪০ বছরের ১৫, ২১ থেকে ৩০ বছরের ৮ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বর্তমানে ঈদুল আজহা-পরবর্তী ১৪ দিনের শাটডাউন চলছে দেশে। এই শাটডাউন শেষ হওয়ার আগেই এর মেয়াদ আরও পাঁচদিন বাড়িয়েছে সরকার। সে অনুযায়ী, ১১ আগস্ট থেকে বাসসহ গণপরিবহন চালু করা এবং দোকানপাট ও অফিস আদালত খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।