ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির বিশেষ সম্মাননা অনুষ্ঠানে সিআইপি দিলীপ কুমার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮
  • / ৫৫০ বার পড়া হয়েছে

আমি যতদির বেঁচে থাকবো ততদিন চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করে যাবো
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিল্পপতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা সিআইপি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এ আয়োজন করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন বলেন- আজকের সংবর্ধিত অতিথি শুধু সিআইপি নির্বাচিত হননি, তিনি ইতোমধ্যেই এনডিসি কোর্স সম্পন্ন করেছেন। খুব কম সংখ্যক বেসামরিক ব্যক্তিই এই কোর্স সম্পন্ন করার সুযোগ পায়। এটি তাঁর মেধা চর্চার বিরল প্রতিভা। আমি তাঁর এই কৃতিত্বের জন্য স্যালুট জানাই। তিনি আরো বলেন, দিলীপ কুমার আগরওয়ালা সাধারন নন, তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব।
অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন- আমি জেগে স্বপ্ন দেখি। আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। সিআইপি কার্ড অর্জনটা কঠিন বটে। এই কার্ড পেতে হলে সরকারের ৬৩টি প্রতিষ্ঠান থেকে ক্লিয়ারেন্স লাগে। টাকার গায়ে যেমন লেখা থাকে চাহিবামাত্র দিতে বাধ্য থাকিবে ঠিক সেই রকমভাবে আমি সকলের উপস্থিতিতে আজ প্রেসক্লাবে বলছি সিআইপি অর্জনটা চুয়াডাঙ্গাবাসীর জন্য উৎস্বর্গ করলাম। ঢাকায় ফিরে যাওয়ার আগে এই সিআইপি কার্ড, সার্টিফিকেট, স্টিকার আমি সব চুয়াডাঙ্গায় রেখে যাবো। এর থেকে কোন সুযোগই আমি থেকে গ্রহণ করবো না। কারন আমি সাধারন মানুষ হয়ে থাকতে চাই এবং গরীব-দুখী ও মেহনতী মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমি যতদির বেঁচে থাকবো ততদিন চুয়াডাঙ্গার উন্নয়নে নিজেকে ব্রত রাখবো। আমি ত্যাগ করতে জানি, আমি চুয়াডাঙ্গার উন্নয়নে সব কিছু ত্যাগ করতে রাজী আছি। কারণ আমি আমার জন্মভূমি চুয়াডাঙ্গা ভালোবাসি।
তিনি আরো বলেন, চুয়াডাঙ্গার একজন মানুষও যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, তার জন্য আমি একটি ফ্রি এ্যাম্বুলেন্স দিয়েছি। গত শুক্রবার আরো একটি ফ্রি এ্যাম্বুলেন্স আলমডাঙ্গা উপজেলাবাসীর জন্য দেবো। যাতে প্রসূতি, মুক্তিযোদ্ধা, দুঃস্থ গরীব রোগী সাধারণ দ্রুত হাসপাতালে পৌছাতে পারেন। আমাদের এলাকায় গ্যাস নেই তাই শিল্প কলকারখানা গড়ে উঠছে না। তবে আমি বগুড়া চেম্বারের সাথে কথা বলেছি। তারা চুয়াডাঙ্গা চেম্বার প্রতিনিধিদের সাথে সমন্বয় করে এ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে সচেষ্ট হবে। বগুড়ার মত চুয়াডাঙ্গায় ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ নিতে আমি আগ্রহী। চুয়াডাঙ্গার আর্থ সামাজিক উন্নয়নে আমার মত ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলে আর্ত মানবতার সেবাই চুয়াডাঙ্গা বাংলাদেশের মডেল হতে পারে। সবশেষে তিনি বলেন, চুয়াডাঙ্গার সাংবাদিকদের কল্যাণের জন্য যা যা করার তাই করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এসময তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের কাজ করার সুবিধার্থে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এসি দেওয়ার ঘোষণা দেন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি এ্যাড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুল ইসলাম মালিক। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম সনি।
সোম্যজিতা শ্রুতির উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ইয়াকুব আলী জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার এ্যাড. সোহরাব হোসেন, দৈনিক আকাশ খবরের সম্পাদক এ্যাড. তছিরুল আলাম মালিক ডিউক, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আ স ম আব্দুর রউফ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহ আলম মন্টু, দৈনিক চুয়াডাঙ্গার সম্পাদক ডা. আব্দুল আজিজ। এসময় বিশিষ্ট শিল্পপতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা সিআইপি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, আলমডাঙ্গা প্রেসক্লাব, সরোজগঞ্জ প্রেসক্লাব, চুয়াডাঙ্গা মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় চুয়াডাঙ্গা নাঈটিঙ্গেল ক্রিকেট একাডেমির পক্ষ থেকে পরিচালক সাংবাদিক ইসলাম রকিব ক্রেস্ট ও জার্সি তুলে দেন। বক্তব্য ও আলোচনা পর্ব শেষে বিশিষ্ট শিল্পপতি, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস’র প্রতিনিধি, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিনসহ চুয়াডাঙ্গার সাংবাদিক নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির বিশেষ সম্মাননা অনুষ্ঠানে সিআইপি দিলীপ কুমার

আপলোড টাইম : ০৮:৫৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮

আমি যতদির বেঁচে থাকবো ততদিন চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করে যাবো
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিল্পপতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা সিআইপি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এ আয়োজন করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন বলেন- আজকের সংবর্ধিত অতিথি শুধু সিআইপি নির্বাচিত হননি, তিনি ইতোমধ্যেই এনডিসি কোর্স সম্পন্ন করেছেন। খুব কম সংখ্যক বেসামরিক ব্যক্তিই এই কোর্স সম্পন্ন করার সুযোগ পায়। এটি তাঁর মেধা চর্চার বিরল প্রতিভা। আমি তাঁর এই কৃতিত্বের জন্য স্যালুট জানাই। তিনি আরো বলেন, দিলীপ কুমার আগরওয়ালা সাধারন নন, তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব।
অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন- আমি জেগে স্বপ্ন দেখি। আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। সিআইপি কার্ড অর্জনটা কঠিন বটে। এই কার্ড পেতে হলে সরকারের ৬৩টি প্রতিষ্ঠান থেকে ক্লিয়ারেন্স লাগে। টাকার গায়ে যেমন লেখা থাকে চাহিবামাত্র দিতে বাধ্য থাকিবে ঠিক সেই রকমভাবে আমি সকলের উপস্থিতিতে আজ প্রেসক্লাবে বলছি সিআইপি অর্জনটা চুয়াডাঙ্গাবাসীর জন্য উৎস্বর্গ করলাম। ঢাকায় ফিরে যাওয়ার আগে এই সিআইপি কার্ড, সার্টিফিকেট, স্টিকার আমি সব চুয়াডাঙ্গায় রেখে যাবো। এর থেকে কোন সুযোগই আমি থেকে গ্রহণ করবো না। কারন আমি সাধারন মানুষ হয়ে থাকতে চাই এবং গরীব-দুখী ও মেহনতী মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমি যতদির বেঁচে থাকবো ততদিন চুয়াডাঙ্গার উন্নয়নে নিজেকে ব্রত রাখবো। আমি ত্যাগ করতে জানি, আমি চুয়াডাঙ্গার উন্নয়নে সব কিছু ত্যাগ করতে রাজী আছি। কারণ আমি আমার জন্মভূমি চুয়াডাঙ্গা ভালোবাসি।
তিনি আরো বলেন, চুয়াডাঙ্গার একজন মানুষও যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, তার জন্য আমি একটি ফ্রি এ্যাম্বুলেন্স দিয়েছি। গত শুক্রবার আরো একটি ফ্রি এ্যাম্বুলেন্স আলমডাঙ্গা উপজেলাবাসীর জন্য দেবো। যাতে প্রসূতি, মুক্তিযোদ্ধা, দুঃস্থ গরীব রোগী সাধারণ দ্রুত হাসপাতালে পৌছাতে পারেন। আমাদের এলাকায় গ্যাস নেই তাই শিল্প কলকারখানা গড়ে উঠছে না। তবে আমি বগুড়া চেম্বারের সাথে কথা বলেছি। তারা চুয়াডাঙ্গা চেম্বার প্রতিনিধিদের সাথে সমন্বয় করে এ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে সচেষ্ট হবে। বগুড়ার মত চুয়াডাঙ্গায় ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ নিতে আমি আগ্রহী। চুয়াডাঙ্গার আর্থ সামাজিক উন্নয়নে আমার মত ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলে আর্ত মানবতার সেবাই চুয়াডাঙ্গা বাংলাদেশের মডেল হতে পারে। সবশেষে তিনি বলেন, চুয়াডাঙ্গার সাংবাদিকদের কল্যাণের জন্য যা যা করার তাই করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এসময তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের কাজ করার সুবিধার্থে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এসি দেওয়ার ঘোষণা দেন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি এ্যাড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুল ইসলাম মালিক। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম সনি।
সোম্যজিতা শ্রুতির উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ইয়াকুব আলী জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার এ্যাড. সোহরাব হোসেন, দৈনিক আকাশ খবরের সম্পাদক এ্যাড. তছিরুল আলাম মালিক ডিউক, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আ স ম আব্দুর রউফ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহ আলম মন্টু, দৈনিক চুয়াডাঙ্গার সম্পাদক ডা. আব্দুল আজিজ। এসময় বিশিষ্ট শিল্পপতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা সিআইপি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, আলমডাঙ্গা প্রেসক্লাব, সরোজগঞ্জ প্রেসক্লাব, চুয়াডাঙ্গা মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় চুয়াডাঙ্গা নাঈটিঙ্গেল ক্রিকেট একাডেমির পক্ষ থেকে পরিচালক সাংবাদিক ইসলাম রকিব ক্রেস্ট ও জার্সি তুলে দেন। বক্তব্য ও আলোচনা পর্ব শেষে বিশিষ্ট শিল্পপতি, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস’র প্রতিনিধি, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিনসহ চুয়াডাঙ্গার সাংবাদিক নেতৃবৃন্দ।