ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের সুজাত আলী ও তার দুই ছেলের বিরুদ্ধে একই এলাকার কালুকে জখমের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / ২৪৪ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের সুজাত আলী, তাঁর দুই ছেলে ইমরান ও সাব্বিরের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কালুকে ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগসহ আজ বুধবার পুলিশ সুপারের কাছে এলাকাবাসী গণপিটিশন দেবে বলেও জানা গেছে।
এলাকাবাসীর স্বাক্ষর করা এক গণপিটিশন সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের কোরিয়াপাড়ার মৃত কাশেমের পুত্র সুজাত ও সুজাতের পুত্র ইমরান ও সাব্বির আগে দামুড়হুদা ইব্রাহিমপুর গ্রামের থাকতো। বেশ কিছু বছর পূর্বে তারা দৌলতদিয়াড়ের কোরিয়াপাড়ায় এসে বসবাস শুরু করে। এলাবাসীর অভিযোগ তারা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলো। বর্তমানেও যোগাযোগ আছে। গত কয়েকদিন আগে তাদের বাড়িতে অপরিচিত কিচু লোকের আনাগোনা দেখে একই এলাকার মৃত রহম মল্লিকের ছেলে কালু প্রতিবাদ করে। গত ২৪ আগস্ট রাতে কালুর বাড়িতে ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে সুজাত আলী, তাঁর দুই ছেলে ইমরান ও সাব্বিরসহ কয়েকজন ধারালো অস্ত্র দেখিয়ে গামছা দিয়ে তাঁদের বাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এ সময় তাঁরা কালুকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে। কালুর চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে কালু সদর হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আছে।
এদিকে, প্রায় শতাধিক এলাকাবাসীর স্বাক্ষর করা এ পিটিশনে সুজাত আলী, তাঁর দুই ছেলে ইমরান ও সাব্বিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। আজ গণপিটিশনটি এলাকাবাসী পুলিশ সুপারের নিকট দিবে বলে জানাগেছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের সুজাত আলী ও তার দুই ছেলের বিরুদ্ধে একই এলাকার কালুকে জখমের অভিযোগ

আপলোড টাইম : ০৮:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের সুজাত আলী, তাঁর দুই ছেলে ইমরান ও সাব্বিরের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কালুকে ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগসহ আজ বুধবার পুলিশ সুপারের কাছে এলাকাবাসী গণপিটিশন দেবে বলেও জানা গেছে।
এলাকাবাসীর স্বাক্ষর করা এক গণপিটিশন সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের কোরিয়াপাড়ার মৃত কাশেমের পুত্র সুজাত ও সুজাতের পুত্র ইমরান ও সাব্বির আগে দামুড়হুদা ইব্রাহিমপুর গ্রামের থাকতো। বেশ কিছু বছর পূর্বে তারা দৌলতদিয়াড়ের কোরিয়াপাড়ায় এসে বসবাস শুরু করে। এলাবাসীর অভিযোগ তারা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলো। বর্তমানেও যোগাযোগ আছে। গত কয়েকদিন আগে তাদের বাড়িতে অপরিচিত কিচু লোকের আনাগোনা দেখে একই এলাকার মৃত রহম মল্লিকের ছেলে কালু প্রতিবাদ করে। গত ২৪ আগস্ট রাতে কালুর বাড়িতে ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে সুজাত আলী, তাঁর দুই ছেলে ইমরান ও সাব্বিরসহ কয়েকজন ধারালো অস্ত্র দেখিয়ে গামছা দিয়ে তাঁদের বাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এ সময় তাঁরা কালুকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে। কালুর চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে কালু সদর হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আছে।
এদিকে, প্রায় শতাধিক এলাকাবাসীর স্বাক্ষর করা এ পিটিশনে সুজাত আলী, তাঁর দুই ছেলে ইমরান ও সাব্বিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। আজ গণপিটিশনটি এলাকাবাসী পুলিশ সুপারের নিকট দিবে বলে জানাগেছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।