ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য আসাবুল হক ঠান্ডুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • / ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য প্রয়াত আসাবুল হক ঠান্ডুর স্মরণে জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর জেলা পরিষদের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের অত্যান্ত প্রিয় মানুষ ছিলেন আসাবুল হক ঠান্ডু। ওনার একটা বিশেষ গুণ আমাকে আকৃষ্ট করত। তিনি অনেক স্কুলের শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন। তার মধ্যে মানুষের সঙ্গে কাজ করার ইচ্ছা আমি দেখেছি। তিনি মানুষের কথা চিন্তা করতেন। ঠান্ডু সাহেব তিনি জেলা পরিষদের সদস্য বা সাধারণ মানুষ যায় ছিলেন না কেন, তার একটা সুন্দর মন ছিল। করোনা আক্রান্ত হয়ে তিনি ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কিছুদিন পূর্বে আমিও করোনা আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর ইচ্ছায় মানুষের দোয়ায় আমি সুস্থ হয়ে আবার আপনাদের মধ্যে ফিরেছি। আজকের এই স্মরণসভা, দোয়া অনুষ্ঠান এটা ঠাণ্ডু সাহেবের প্রাপ্তি। তিনি বেঁচে থাকাকালে মানুষের জন্য এমন কিছু কাজ করে গেছেন, যার জন্য আমরা তাঁকে স্মরণ করি।’ পুলিশ সুপার জাহিদুল ইসলাম আসাবুল হক ঠান্ডুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর বক্তব্য শেষে করেন।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড মহিলা সদস্য কাজল রেখা, ১৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল আলম নান্নু ও ১ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম সাহান। অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা আব্দুর রিশদ, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, আসাবুল হক ঠান্ডুর বড় ছেলে নাহিদ হাসনাত সোহাগ, ছোট ছেলে নাহিদ সারোয়ার সোহানসহ জেলা পরিষদের কর্মকতা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা পরিষদ মসজিদের ইমাম মো. বায়োজিদ। এরপর প্রয়াত জেলা পরিষদের সদস্য আসাবুল হক ঠান্ডুর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সবাই।
অনুষ্ঠানের শেষে আসাবুল হক ঠান্ডুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মামুনুর রশিদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রমজান আলী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য আসাবুল হক ঠান্ডুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপলোড টাইম : ০৮:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য প্রয়াত আসাবুল হক ঠান্ডুর স্মরণে জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর জেলা পরিষদের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের অত্যান্ত প্রিয় মানুষ ছিলেন আসাবুল হক ঠান্ডু। ওনার একটা বিশেষ গুণ আমাকে আকৃষ্ট করত। তিনি অনেক স্কুলের শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন। তার মধ্যে মানুষের সঙ্গে কাজ করার ইচ্ছা আমি দেখেছি। তিনি মানুষের কথা চিন্তা করতেন। ঠান্ডু সাহেব তিনি জেলা পরিষদের সদস্য বা সাধারণ মানুষ যায় ছিলেন না কেন, তার একটা সুন্দর মন ছিল। করোনা আক্রান্ত হয়ে তিনি ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কিছুদিন পূর্বে আমিও করোনা আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর ইচ্ছায় মানুষের দোয়ায় আমি সুস্থ হয়ে আবার আপনাদের মধ্যে ফিরেছি। আজকের এই স্মরণসভা, দোয়া অনুষ্ঠান এটা ঠাণ্ডু সাহেবের প্রাপ্তি। তিনি বেঁচে থাকাকালে মানুষের জন্য এমন কিছু কাজ করে গেছেন, যার জন্য আমরা তাঁকে স্মরণ করি।’ পুলিশ সুপার জাহিদুল ইসলাম আসাবুল হক ঠান্ডুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর বক্তব্য শেষে করেন।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড মহিলা সদস্য কাজল রেখা, ১৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল আলম নান্নু ও ১ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম সাহান। অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা আব্দুর রিশদ, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, আসাবুল হক ঠান্ডুর বড় ছেলে নাহিদ হাসনাত সোহাগ, ছোট ছেলে নাহিদ সারোয়ার সোহানসহ জেলা পরিষদের কর্মকতা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা পরিষদ মসজিদের ইমাম মো. বায়োজিদ। এরপর প্রয়াত জেলা পরিষদের সদস্য আসাবুল হক ঠান্ডুর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সবাই।
অনুষ্ঠানের শেষে আসাবুল হক ঠান্ডুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মামুনুর রশিদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রমজান আলী।