ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহানের উদ্যোগ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
  • / ১১৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম শাহান করোনাকালে তাঁর নির্বাচনী ওয়ার্ড এলাকার দুটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্য এবং ইউপি সচিবদের মধ্যে করোনাকালীন উপহার তুলে দিয়েছেন। উপহার হিসেবে তিনি তাঁর নির্বাচনী এলাকায় ১ হাজার ৬ শ পিস মাস্ক এবং স্যানিটাইজার প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচনী এলাকার আলুকদিয়া ও চিৎলা এই দুটি ইউনিয়ন পরিষদে সশরিরে উপস্থিত হয়ে শহিদুল ইসলাম শাহান তাঁর নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধিদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন।
এ সময় আলুকদিয়া ইউপির চেয়ারম্যান ইসলাম উদ্দিন, ইউপি মেম্বার আব্দুস ছালাম, সহিদুল ইসলাম মামুন, জিয়াউল হক জিয়া, শফিকুল ইসলাম, হাবলুর রহমান, মনোয়ারা সুলতানা ও ইউপি সচিব মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন। অপর দিকে, চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, মেম্বার লিয়াকত আলী, নিজাম উদ্দিন, শুকুর আলী, আব্দুর রশিদ, আরজিনা খাতুন ও রুশিয়া থাতুন উপস্থিত ছিলেন।
করোনাকালীন উপহার হাতে পেয়ে আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিন জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘জনপ্রতিনিধি হয়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের পাশে এসে দাঁড়ানোর এই বিষয়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।’ চিৎলা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব বলেন, ‘জেলা পরিষদ সদস্য হিসেবে শহিদুল ইসলাম শাহান ইতিবাচক কাজ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। করোনাকালে তিনি মহতী উদ্যোগ নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানাই।’
চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান বলেন, বর্তমানে সারা বিশ্বে করোনা মহামারি আকারে রূপ নিয়েছে। করোনাকালে গরীব, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। ইউপি চেয়ারম্যান-মেম্বাররা গরীব মানুষের জন্য কাজ করতে করতে নিজেদের দিকে খেয়াল করার সুযোগ পায় না। এজন্য তাদের পাশে এসে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহানের উদ্যোগ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

আপলোড টাইম : ১০:৩৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম শাহান করোনাকালে তাঁর নির্বাচনী ওয়ার্ড এলাকার দুটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্য এবং ইউপি সচিবদের মধ্যে করোনাকালীন উপহার তুলে দিয়েছেন। উপহার হিসেবে তিনি তাঁর নির্বাচনী এলাকায় ১ হাজার ৬ শ পিস মাস্ক এবং স্যানিটাইজার প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচনী এলাকার আলুকদিয়া ও চিৎলা এই দুটি ইউনিয়ন পরিষদে সশরিরে উপস্থিত হয়ে শহিদুল ইসলাম শাহান তাঁর নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধিদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন।
এ সময় আলুকদিয়া ইউপির চেয়ারম্যান ইসলাম উদ্দিন, ইউপি মেম্বার আব্দুস ছালাম, সহিদুল ইসলাম মামুন, জিয়াউল হক জিয়া, শফিকুল ইসলাম, হাবলুর রহমান, মনোয়ারা সুলতানা ও ইউপি সচিব মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন। অপর দিকে, চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, মেম্বার লিয়াকত আলী, নিজাম উদ্দিন, শুকুর আলী, আব্দুর রশিদ, আরজিনা খাতুন ও রুশিয়া থাতুন উপস্থিত ছিলেন।
করোনাকালীন উপহার হাতে পেয়ে আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিন জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘জনপ্রতিনিধি হয়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের পাশে এসে দাঁড়ানোর এই বিষয়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।’ চিৎলা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব বলেন, ‘জেলা পরিষদ সদস্য হিসেবে শহিদুল ইসলাম শাহান ইতিবাচক কাজ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। করোনাকালে তিনি মহতী উদ্যোগ নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানাই।’
চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান বলেন, বর্তমানে সারা বিশ্বে করোনা মহামারি আকারে রূপ নিয়েছে। করোনাকালে গরীব, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। ইউপি চেয়ারম্যান-মেম্বাররা গরীব মানুষের জন্য কাজ করতে করতে নিজেদের দিকে খেয়াল করার সুযোগ পায় না। এজন্য তাদের পাশে এসে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।’