ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
  • / ৪৩৬ বার পড়া হয়েছে

দিনের বেলা সড়কে মালবাহী অবৈধ যানবাহন চলাচল করতে দেয়া হবে না
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্বাস্থ্য, শিক্ষাবিভাগ, সরকারি বিভিন্ন দপ্তর ও সেবামূলক প্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যত্রতত্র সড়কের উপরে গাড়ি পার্কিং বন্ধে জেলা পুলিশকে নির্দেশনা, ইজিবাইক চালকদের সড়কে চলাচলের জন্য পৌরসভা থেকে লাইসেন্স প্রাপ্তির ব্যবস্থা করা, ইজিবাইক চালকদের ড্রাইভিং পরিক্ষাসহ নানা বিষয়ে জেলা প্রশাসক মো. জিয়াউদ্দীন আহমেদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তিনি এসব নির্দেশ দেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদদ্ীন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব নুরজাহান খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ, নব যোগদানকৃত অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সিভিল সার্জন চুয়াডাঙ্গা খাইরুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মো. সাঈদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জেলা প্রশাসনে নব যোগদানকৃত সহকারি কমিশনার আমজাদ হোসেন, খাইরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, শিবানী, জেলা নির্বাচন অফিসার রাজু আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তর, প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সহকারি কমিশনার ইফ্ফাত আরা জামান উর্মির পরিচালনায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- আগামী ডিসেম্বর মাসের মধ্যে চুয়াডাঙ্গা জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে। জেলা তথ্য বাতায়ন হালনাগাদ করতে হবে। বজ্রপাত রোধে সারা চুয়াডাঙ্গা জেলায় ১০ লাখ তালের বীজ বপন করা হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। চুয়াডাঙ্গা জেলায় বন কম তাই বন বৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগাতে হবে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে শতভাগ দালাল মুক্ত করণে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনকে আরো উদ্যোগী হতে হবে। ইজিবাইক চলাচলের জন্য আলাদা রুট নির্ধারণ করে দেয়া হবে। ৩০ সেপ্টেম্বরের পরে কোন অবৈধ ইজিবাইক সড়কে চলাচল করতে দেয়া হবে না। দিনের বেলা সড়কে কোন মালবাহী অবৈধ যানবাহন চলাচল করতে দেয়া হবে না। সরকারি ও প্রশাসনিক সকল কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ সবাইকে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে।
এছাড়াও সভায় গুরত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো- জীবননগরে জেলা পরিষদের ১৪ বিঘা জমি হাইটেক পার্ক নির্মাণ করার জন্য দিতে সম্মত হওয়ায় মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হবে। খুব শিঘ্রই এর নির্মাণ কাজ শুরু হবে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন আগামী দেড় মাসের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা, তামাক চাষে নিরুৎসাহিত করে চাষীদেরকে তুলা চাষে আগ্রহী করে তোলা, চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের উপর ট্রাক রেখে মালামাল ওঠানো নামানো বন্ধে পুলিশি ব্যবস্থা নেয়া, পৌরসভাধীন আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ, নভেম্বর মাসের মধ্যে চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান মহাসড়কের কাজ সমাপ্ত করা, ভৈরব নদী খননে প্রকল্প গ্রহন করা ও প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ জনকে ১ মাসের মধ্যে নিয়োগ প্রদান করাসহ আরো বিভিন্ন বিষয়ে গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

আপলোড টাইম : ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮

দিনের বেলা সড়কে মালবাহী অবৈধ যানবাহন চলাচল করতে দেয়া হবে না
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্বাস্থ্য, শিক্ষাবিভাগ, সরকারি বিভিন্ন দপ্তর ও সেবামূলক প্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যত্রতত্র সড়কের উপরে গাড়ি পার্কিং বন্ধে জেলা পুলিশকে নির্দেশনা, ইজিবাইক চালকদের সড়কে চলাচলের জন্য পৌরসভা থেকে লাইসেন্স প্রাপ্তির ব্যবস্থা করা, ইজিবাইক চালকদের ড্রাইভিং পরিক্ষাসহ নানা বিষয়ে জেলা প্রশাসক মো. জিয়াউদ্দীন আহমেদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তিনি এসব নির্দেশ দেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদদ্ীন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব নুরজাহান খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ, নব যোগদানকৃত অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সিভিল সার্জন চুয়াডাঙ্গা খাইরুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মো. সাঈদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জেলা প্রশাসনে নব যোগদানকৃত সহকারি কমিশনার আমজাদ হোসেন, খাইরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, শিবানী, জেলা নির্বাচন অফিসার রাজু আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তর, প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সহকারি কমিশনার ইফ্ফাত আরা জামান উর্মির পরিচালনায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- আগামী ডিসেম্বর মাসের মধ্যে চুয়াডাঙ্গা জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে। জেলা তথ্য বাতায়ন হালনাগাদ করতে হবে। বজ্রপাত রোধে সারা চুয়াডাঙ্গা জেলায় ১০ লাখ তালের বীজ বপন করা হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। চুয়াডাঙ্গা জেলায় বন কম তাই বন বৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগাতে হবে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে শতভাগ দালাল মুক্ত করণে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনকে আরো উদ্যোগী হতে হবে। ইজিবাইক চলাচলের জন্য আলাদা রুট নির্ধারণ করে দেয়া হবে। ৩০ সেপ্টেম্বরের পরে কোন অবৈধ ইজিবাইক সড়কে চলাচল করতে দেয়া হবে না। দিনের বেলা সড়কে কোন মালবাহী অবৈধ যানবাহন চলাচল করতে দেয়া হবে না। সরকারি ও প্রশাসনিক সকল কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ সবাইকে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে।
এছাড়াও সভায় গুরত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো- জীবননগরে জেলা পরিষদের ১৪ বিঘা জমি হাইটেক পার্ক নির্মাণ করার জন্য দিতে সম্মত হওয়ায় মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হবে। খুব শিঘ্রই এর নির্মাণ কাজ শুরু হবে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন আগামী দেড় মাসের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা, তামাক চাষে নিরুৎসাহিত করে চাষীদেরকে তুলা চাষে আগ্রহী করে তোলা, চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের উপর ট্রাক রেখে মালামাল ওঠানো নামানো বন্ধে পুলিশি ব্যবস্থা নেয়া, পৌরসভাধীন আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ, নভেম্বর মাসের মধ্যে চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান মহাসড়কের কাজ সমাপ্ত করা, ভৈরব নদী খননে প্রকল্প গ্রহন করা ও প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ জনকে ১ মাসের মধ্যে নিয়োগ প্রদান করাসহ আরো বিভিন্ন বিষয়ে গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।