ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলায় ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • / ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা জেলায় ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। গতকাল রোববার সন্ধ্যায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত ১১ দফা শর্ত সম্বলিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের ২৭ জুনের পত্র এবং ২৬ জুন করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক শর্ত সাপেক্ষে সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নিষেধাজ্ঞা চলাকালে জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে এই জেলায় প্রবেশ অথবা এই জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে না। অটোরিকশা, সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল, সাইকেল, ভ্যানসহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসাসেবা, কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংগ্রহ ও পরিবহন এবং সীমিত পরিসরে ব্যাংকিং সেবা নিষেধাজ্ঞার আওতাধীন হবে না। এ সময় জেলার সকল গরুর হাট ও পানের হাট বন্ধ থাকবে।
এছাড়া সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বেচাকেনা করা যাবে। খাবারের দোকান, হোটেল রেস্তোরাঁয় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার অনলাইনে বিক্রি ও পার্সেল দেওয়া যাবে। তবে কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না। শপিংমল, মার্কেটসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রগুলো খোলা যাবে না। জনমসাবেশ হয় এ ধরনের বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিকসহ সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজন করা যাবে না। এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাঁদের আনা নেওয়া করতে হবে। মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আইনশৃক্সক্ষলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে নিষেধাজ্ঞা নিশ্চিত করতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা জেলায় ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ

আপলোড টাইম : ০৮:৫২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক:
ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা জেলায় ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। গতকাল রোববার সন্ধ্যায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত ১১ দফা শর্ত সম্বলিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের ২৭ জুনের পত্র এবং ২৬ জুন করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক শর্ত সাপেক্ষে সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নিষেধাজ্ঞা চলাকালে জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে এই জেলায় প্রবেশ অথবা এই জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে না। অটোরিকশা, সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল, সাইকেল, ভ্যানসহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসাসেবা, কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংগ্রহ ও পরিবহন এবং সীমিত পরিসরে ব্যাংকিং সেবা নিষেধাজ্ঞার আওতাধীন হবে না। এ সময় জেলার সকল গরুর হাট ও পানের হাট বন্ধ থাকবে।
এছাড়া সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বেচাকেনা করা যাবে। খাবারের দোকান, হোটেল রেস্তোরাঁয় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার অনলাইনে বিক্রি ও পার্সেল দেওয়া যাবে। তবে কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না। শপিংমল, মার্কেটসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রগুলো খোলা যাবে না। জনমসাবেশ হয় এ ধরনের বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিকসহ সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজন করা যাবে না। এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাঁদের আনা নেওয়া করতে হবে। মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আইনশৃক্সক্ষলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে নিষেধাজ্ঞা নিশ্চিত করতে হবে।