ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উত্তীর্ণদের ফলাফল প্রকাশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
  • / ৪৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভর্তি পরীক্ষা-২০১৯ এর ফলাফল প্রকাশ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলেজ প্রাঙ্গনে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। পরীক্ষা চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনসহ চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনারবৃন্দ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামানসহ শিক্ষকবৃন্দ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে খাতা মূল্যায়নের পর ফলাফল প্রকাশ করা হয় বিকাল ৫টায়। ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামি ২৩ ও ২৪ তারিখে ভর্তি হতে পারবে। মেধা তালিকা অনুযায়ী ভর্তির সুযোগ প্রাপ্ত সকলের রোল নং প্রকাশ করা হলো, প্লে: ০১ থেকে ৬৩, নার্সারি: ০১ থেকে ৬৫, প্রথম: ২৫, ০৮, ৪১, ৪৬, ৪২, ০১, ২২, ২৮, ১৩, ৩৫, ১৬, ১২, ৩১, ৪৫, ৩৪, ৩৮, ২০, ২৪, ১৮, দ্বিতীয়: ২৫, ২৪, ০২, ২১, ১০, ১৮, ২০, ০৬, ১৫, ১২, ০১, ২২, ২৬, ০৮, ১৩, ০৩, ২৩, ১৬, তৃতীয়: ১৩৪, ১০৮, ২৯, ৯৪, ১১, ১০৬, ১১২, ১১৬, ১২২, ১২৪, ১৩১, ৫৭, ৬৬, ৮৩, ১০১, ৪২, ৯০, ৯৯, ১২৯, ৪৬, ৬৮, ১০৯, ১২০, ১২১, ৯৭, চতুর্থ: ১৮, ১৯, ০১, ১৪, ০৩, ০২, ১১, ২০, ২৩, ০৬, ১৭, ৩২, ১২, ২৫, ০৪, ১৫, ০৮, ০৯, পঞ্চম: ১১, ০৮, ০৩, ০৬ ষষ্ঠ: ৭০, ৬৪, ১০৩, ৫৭, ১২, ২৪, ৯২, ১৬, ১০০, ১০২, ৬১, ২০, ০৬, ৯৩, ৯৪, ৯৫, ৯৮, ০৩, ৯৯, ২৯, ২১, ৬৫, ৮৪, ৩৮, ৪০, ৫৪, ৭৩, ৯৭, ৩০, ৬৭, ৫৯, ৫৬, ৩৩, সপ্তম: ১৩, ১০, ০৬, ০২, ০৭, অষ্টম: ০৪, ১০, ০৫, ১১, ০৭।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উত্তীর্ণদের ফলাফল প্রকাশ

আপলোড টাইম : ১১:০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভর্তি পরীক্ষা-২০১৯ এর ফলাফল প্রকাশ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলেজ প্রাঙ্গনে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। পরীক্ষা চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনসহ চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনারবৃন্দ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামানসহ শিক্ষকবৃন্দ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে খাতা মূল্যায়নের পর ফলাফল প্রকাশ করা হয় বিকাল ৫টায়। ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামি ২৩ ও ২৪ তারিখে ভর্তি হতে পারবে। মেধা তালিকা অনুযায়ী ভর্তির সুযোগ প্রাপ্ত সকলের রোল নং প্রকাশ করা হলো, প্লে: ০১ থেকে ৬৩, নার্সারি: ০১ থেকে ৬৫, প্রথম: ২৫, ০৮, ৪১, ৪৬, ৪২, ০১, ২২, ২৮, ১৩, ৩৫, ১৬, ১২, ৩১, ৪৫, ৩৪, ৩৮, ২০, ২৪, ১৮, দ্বিতীয়: ২৫, ২৪, ০২, ২১, ১০, ১৮, ২০, ০৬, ১৫, ১২, ০১, ২২, ২৬, ০৮, ১৩, ০৩, ২৩, ১৬, তৃতীয়: ১৩৪, ১০৮, ২৯, ৯৪, ১১, ১০৬, ১১২, ১১৬, ১২২, ১২৪, ১৩১, ৫৭, ৬৬, ৮৩, ১০১, ৪২, ৯০, ৯৯, ১২৯, ৪৬, ৬৮, ১০৯, ১২০, ১২১, ৯৭, চতুর্থ: ১৮, ১৯, ০১, ১৪, ০৩, ০২, ১১, ২০, ২৩, ০৬, ১৭, ৩২, ১২, ২৫, ০৪, ১৫, ০৮, ০৯, পঞ্চম: ১১, ০৮, ০৩, ০৬ ষষ্ঠ: ৭০, ৬৪, ১০৩, ৫৭, ১২, ২৪, ৯২, ১৬, ১০০, ১০২, ৬১, ২০, ০৬, ৯৩, ৯৪, ৯৫, ৯৮, ০৩, ৯৯, ২৯, ২১, ৬৫, ৮৪, ৩৮, ৪০, ৫৪, ৭৩, ৯৭, ৩০, ৬৭, ৫৯, ৫৬, ৩৩, সপ্তম: ১৩, ১০, ০৬, ০২, ০৭, অষ্টম: ০৪, ১০, ০৫, ১১, ০৭।