ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা কবরী রোডে কবরী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • / ৭৪০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
১৯৬৯ সালে চুয়াডাঙ্গায় শুটিং হয়েছিল নারায়ণ ঘোষ মিতার ‘ক খ গ ঘ ঙ’ ছবির। অভিনয়ের পাশাপাশি ছবিটির সহপ্রযোজকও কবরী। চিত্রগ্রাহক বেবী ইসলামের মামার বাড়িতে পুরো এক মাস ধরে চলেছিল শুটিং। সেখানকার মানুষ কবরীকে এতটাই ভালোবেসেছিল যে সেখানকার একটি সড়কেরই নাম করেছিল তাঁর নামে ‘কবরী রোড’। যে বাড়িতে তিনি ছিলেন, সেই বাড়িটি এখনো ‘কবরী মেস’ নামে পরিচিত। এর মধ্যে পূর্ণ হয়েছে ৫০ বছর। আগে এক সাক্ষাৎকারে কবরী জানিয়েছিলেন, মরণের আগে একবার হলেও চুয়াডাঙ্গার সেই শুটিং স্পটে যেতে চান। সেই সড়ক আর মেসটি শেষবারের মতো দেখতে চান। ভারমিলিয়ন ইনস্টিটিউটের উদ্যোগে এবার কবরীর সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। ‘ভিজিট টু কবরী রোড উইথ কবরী’ শিরোনামের একটি কার্যক্রম হাতে নিয়েছে তারা। কবরীও খুশিমনে এই আয়োজনে অংশ নিতে সম্মতি দিয়েছেন। ভারমিলিয়ন ইনস্টিটিউটের পক্ষে চলচ্চিত্র নির্মাতা আবীর শ্রেষ্ঠ বলেন, ‘জুনের যেকোনো একদিন কবরী ম্যাডামকে নিয়ে চুয়াডাঙ্গা যাব। সঠিক দিনক্ষণ এখনই বলতে পারছি না। তবে ম্যাডামের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে।’ এ বিষয়ে কবরীর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘হ্যাঁ, আমার সঙ্গে ওদের কথা হয়েছে। এই আয়োজনে অংশ নিতে আমি মুখিয়ে আছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা কবরী রোডে কবরী

আপলোড টাইম : ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

সমীকরণ প্রতিবেদন:
১৯৬৯ সালে চুয়াডাঙ্গায় শুটিং হয়েছিল নারায়ণ ঘোষ মিতার ‘ক খ গ ঘ ঙ’ ছবির। অভিনয়ের পাশাপাশি ছবিটির সহপ্রযোজকও কবরী। চিত্রগ্রাহক বেবী ইসলামের মামার বাড়িতে পুরো এক মাস ধরে চলেছিল শুটিং। সেখানকার মানুষ কবরীকে এতটাই ভালোবেসেছিল যে সেখানকার একটি সড়কেরই নাম করেছিল তাঁর নামে ‘কবরী রোড’। যে বাড়িতে তিনি ছিলেন, সেই বাড়িটি এখনো ‘কবরী মেস’ নামে পরিচিত। এর মধ্যে পূর্ণ হয়েছে ৫০ বছর। আগে এক সাক্ষাৎকারে কবরী জানিয়েছিলেন, মরণের আগে একবার হলেও চুয়াডাঙ্গার সেই শুটিং স্পটে যেতে চান। সেই সড়ক আর মেসটি শেষবারের মতো দেখতে চান। ভারমিলিয়ন ইনস্টিটিউটের উদ্যোগে এবার কবরীর সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। ‘ভিজিট টু কবরী রোড উইথ কবরী’ শিরোনামের একটি কার্যক্রম হাতে নিয়েছে তারা। কবরীও খুশিমনে এই আয়োজনে অংশ নিতে সম্মতি দিয়েছেন। ভারমিলিয়ন ইনস্টিটিউটের পক্ষে চলচ্চিত্র নির্মাতা আবীর শ্রেষ্ঠ বলেন, ‘জুনের যেকোনো একদিন কবরী ম্যাডামকে নিয়ে চুয়াডাঙ্গা যাব। সঠিক দিনক্ষণ এখনই বলতে পারছি না। তবে ম্যাডামের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে।’ এ বিষয়ে কবরীর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘হ্যাঁ, আমার সঙ্গে ওদের কথা হয়েছে। এই আয়োজনে অংশ নিতে আমি মুখিয়ে আছি।’