ইপেপার । আজশনিবার, ৩০ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
  • / ৫০৬ বার পড়া হয়েছে

অত্যাধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধে সকলকে সচেতন থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে টেলিকমিউনিকেন্স সার্ভিসের ভূমিকা’ প্রতিপাদ্যে নানা আয়োজনে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। সহকারী কমিশনার সিব্বির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার নিখীল রঞ্জন চক্রবর্তী। বক্তব্য রাখেন প্রফেসর সিদ্দিকুর রহমান ও এসএম ই¯্রাফিল। বক্তারা বলেন, ‘ইন্টারনেট, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও বিকাশের সঙ্গে জনগণকে পরিচিত করা ও সচেতন করে তোলার উদ্দেশ্যে প্রতিবছর দিবসটি উদযাপন করা হয়। যাতে সমগ্র বিশ্ব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নয়ন ত্বরান্বিত করতে পারে। এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।’ আলোচনা সভা শেষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে টেলিকমিউনিকেল সার্ভিসের ভূমিকা’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রাবেয়া বসরী, ২য় একই বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী সামিহা সিদ্দিকা এশা ও ৩য় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রাসিফ হাসান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ এবং সরকারি শিশু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, সেমিনার ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক ও বিটিসিএল’র সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে সকাল ৯ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালন

আপলোড টাইম : ০৮:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮

অত্যাধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধে সকলকে সচেতন থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে টেলিকমিউনিকেন্স সার্ভিসের ভূমিকা’ প্রতিপাদ্যে নানা আয়োজনে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। সহকারী কমিশনার সিব্বির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার নিখীল রঞ্জন চক্রবর্তী। বক্তব্য রাখেন প্রফেসর সিদ্দিকুর রহমান ও এসএম ই¯্রাফিল। বক্তারা বলেন, ‘ইন্টারনেট, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও বিকাশের সঙ্গে জনগণকে পরিচিত করা ও সচেতন করে তোলার উদ্দেশ্যে প্রতিবছর দিবসটি উদযাপন করা হয়। যাতে সমগ্র বিশ্ব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নয়ন ত্বরান্বিত করতে পারে। এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।’ আলোচনা সভা শেষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে টেলিকমিউনিকেল সার্ভিসের ভূমিকা’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রাবেয়া বসরী, ২য় একই বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী সামিহা সিদ্দিকা এশা ও ৩য় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রাসিফ হাসান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ এবং সরকারি শিশু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, সেমিনার ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক ও বিটিসিএল’র সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে সকাল ৯ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।