ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • / ১৫৬ বার পড়া হয়েছে

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে
চুয়ডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর ও মেহেরপুরে তৌহিদী জনতার উদ্যোগে ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জয়রামপুর ও মেহেরপুরে পৃথকভাবে ভিন্ন ভিন্ন সময়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফ্রান্সের সব ধরণের পণ্য বয়কট করার আহ্বান জানান।
জয়রামপুর:
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জয়রামপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জয়রামপুর তৌহিদী জনতা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি জয়রামপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়রামপুর চৌধুরীপাড়ায় এসে শেষ হয়। পরে জয়রামপুর কাঁঠালতলা জামে মসজিদের ইমাম সোহেল রানার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, হাফেজ মো. জিল্লুর রহমান,হাফেজ মো.মনিরুল ইসলাম, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজ প্রভাষক মো. ইসমাঈল হোসেন, জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসা সুপার মো. শহিদুল ইসলাম, জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার শিক্ষক মো. নাফিজ আক্তার সিদ্দীক, ডা. মো. ইব্রাহিম, ডা. মো. ওমর ফারুক, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন চকলা ও আওমী লীগ নেতা ফকির। বক্তারা সময় বক্তারা বলেন, ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা কিছুতেই এই অপমান মেনে নেবো না। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। একই সঙ্গে ফ্রান্সের পণ্য বর্জন করার দাবি জানান বক্তারা।
মেহেরপুর:

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি অধ্যাপক নুরুল ইসলাম, আহলে হাদিস যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাদ আহমেদ, আহলে হাদিস আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা মানছুরুর রহমান, সহসভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি হাসান উল্লাহ, সাংগাঠনিক সম্পাদক মওলানা আব্দুল মোমিন প্রমুখ। মানববন্ধনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ-এর মেহেরপুর জেলার বিভিন্ন নেতা-কর্মীরা মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে অংশ নেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আপলোড টাইম : ১০:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে
চুয়ডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর ও মেহেরপুরে তৌহিদী জনতার উদ্যোগে ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জয়রামপুর ও মেহেরপুরে পৃথকভাবে ভিন্ন ভিন্ন সময়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফ্রান্সের সব ধরণের পণ্য বয়কট করার আহ্বান জানান।
জয়রামপুর:
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জয়রামপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জয়রামপুর তৌহিদী জনতা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি জয়রামপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়রামপুর চৌধুরীপাড়ায় এসে শেষ হয়। পরে জয়রামপুর কাঁঠালতলা জামে মসজিদের ইমাম সোহেল রানার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, হাফেজ মো. জিল্লুর রহমান,হাফেজ মো.মনিরুল ইসলাম, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজ প্রভাষক মো. ইসমাঈল হোসেন, জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসা সুপার মো. শহিদুল ইসলাম, জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার শিক্ষক মো. নাফিজ আক্তার সিদ্দীক, ডা. মো. ইব্রাহিম, ডা. মো. ওমর ফারুক, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন চকলা ও আওমী লীগ নেতা ফকির। বক্তারা সময় বক্তারা বলেন, ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা কিছুতেই এই অপমান মেনে নেবো না। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। একই সঙ্গে ফ্রান্সের পণ্য বর্জন করার দাবি জানান বক্তারা।
মেহেরপুর:

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি অধ্যাপক নুরুল ইসলাম, আহলে হাদিস যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাদ আহমেদ, আহলে হাদিস আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা মানছুরুর রহমান, সহসভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি হাসান উল্লাহ, সাংগাঠনিক সম্পাদক মওলানা আব্দুল মোমিন প্রমুখ। মানববন্ধনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ-এর মেহেরপুর জেলার বিভিন্ন নেতা-কর্মীরা মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে অংশ নেন।