ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
  • / ৪৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় কৃমিনাশক সপআহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার পৃথক সময়ে পৃথক আয়োজনে এ কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন করা হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পৌরসভা ও সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পযর্ন্ত এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রীর মুখে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যদিয়ে সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হকা মুক্তা, মুন্সি রেজাউল করিম খোকন, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, শেফালি খাতুন, আবুল হোসেন, শাহিনা আক্তার, সুলতান আরা রতœা, রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনাকুল।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় কৃমিনাশক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে জীবননগর উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যে দিয়ে কৃৃৃমিনাশক সপ্তাহের উদ্বোধন করেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার নিপা, মনোহরপুর ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রসুল, ইউপি সদস্য জাফিরুল, ইপিআই টেকনিশিয়ান জুলফিকার, এইচআই শরিফুল, এএইচআই ইকবাল হোসেন, সিএইচসিপি আবু জাফর, প্রেসক্লাবের যুগবম-সম্পাদক জিএ জাহিদ বাবুসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য রিনা খাতুন, সেলিম উদ্দীন, শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বছর জীবননগর উপজেলায় ২৮০টি কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ হাজার ৬৬০জন শিক্ষার্থীকে একটি করে শক্তিশালী কৃমিনাশক অ্যালবেনডাজল ট্যাবলেট খাওয়ানো হবে। এই কৃমিনাশক সপ্তাহ ৭ অক্টোবর পর্যন্ত চলবে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর আনিচুর রহমান।


দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সেলিম রেজা, সহকারি প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, প্রধান শিক্ষক শামসুন্নাহার প্রমূখ। সভায় উপজেলায় ২৬৫টি প্রাথমিক ও ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ থেকে ১৬ বছর বয়সি বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভুত মোট ৬৭ হাজার ১৫২ জন শিক্ষার্থীকে ২য় ডোজ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়। আলোচনা শেষে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান শিক্ষার্থীর মুখে কৃমিনাশক ট্যাবলেট তুলে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল সোমবার সকালে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ (১-৭) সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সিভিল সার্জন ডা. জিকে সামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন শাবনাজ, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমূখ ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন

আপলোড টাইম : ০৯:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় কৃমিনাশক সপআহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার পৃথক সময়ে পৃথক আয়োজনে এ কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন করা হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পৌরসভা ও সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পযর্ন্ত এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রীর মুখে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যদিয়ে সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হকা মুক্তা, মুন্সি রেজাউল করিম খোকন, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, শেফালি খাতুন, আবুল হোসেন, শাহিনা আক্তার, সুলতান আরা রতœা, রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনাকুল।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় কৃমিনাশক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে জীবননগর উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যে দিয়ে কৃৃৃমিনাশক সপ্তাহের উদ্বোধন করেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার নিপা, মনোহরপুর ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রসুল, ইউপি সদস্য জাফিরুল, ইপিআই টেকনিশিয়ান জুলফিকার, এইচআই শরিফুল, এএইচআই ইকবাল হোসেন, সিএইচসিপি আবু জাফর, প্রেসক্লাবের যুগবম-সম্পাদক জিএ জাহিদ বাবুসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য রিনা খাতুন, সেলিম উদ্দীন, শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বছর জীবননগর উপজেলায় ২৮০টি কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ হাজার ৬৬০জন শিক্ষার্থীকে একটি করে শক্তিশালী কৃমিনাশক অ্যালবেনডাজল ট্যাবলেট খাওয়ানো হবে। এই কৃমিনাশক সপ্তাহ ৭ অক্টোবর পর্যন্ত চলবে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর আনিচুর রহমান।


দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সেলিম রেজা, সহকারি প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, প্রধান শিক্ষক শামসুন্নাহার প্রমূখ। সভায় উপজেলায় ২৬৫টি প্রাথমিক ও ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ থেকে ১৬ বছর বয়সি বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভুত মোট ৬৭ হাজার ১৫২ জন শিক্ষার্থীকে ২য় ডোজ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়। আলোচনা শেষে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান শিক্ষার্থীর মুখে কৃমিনাশক ট্যাবলেট তুলে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল সোমবার সকালে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ (১-৭) সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সিভিল সার্জন ডা. জিকে সামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন শাবনাজ, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমূখ ।