ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / ৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো এসব কর্মসূচি পালন করে।

দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয় বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়।’

এদিকে, সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কমসূচি গ্রহণ করে জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।

উল্লেখ্য, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ২৯০ দিন বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে ফিরে আসেন। এর পর থেকে জাতি প্রতি বছর দিনটিকে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে। বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়। বিকেল সাড়ে ৪টায় জেলা আওয়ামী লীগের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. শামসুজ্জোহা, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্য নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগ এর সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ পৌর সকল ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি/সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।


এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, মহিলা নেত্রী রুকসানা খুকু, জেলা শ্রমিক লীগ এর সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাছেদ আলী, কৃষক লীগ নেতা মাসুদুর রশীদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এর সভাপতি সাবেক অধ্যক্ষ শাজাহান আলী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহাবুবুল হক সেলিম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রুঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, রাশেদুজ্জামান বাকী, শেখ সেলিম, জেলা ছাত্র লীগ এর সাবেক সহ-সভাপতি মো. সাহাবুল হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চুয়াডাঙ্গা জেলা যুবলীগ:
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ। গতকাল মঙ্গলবার সকাল সাতটায় জেলা যুবলীগের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উক্তলন করে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও নেতাকর্মীরা। পরে সেখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা। এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা পিরু মিয়া, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, হাসানুল ইসলাম পলেন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসান সৈকত, শেখ রাসেল, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি বিপ্লব হোসেন, লোকমান, বিপুল প্রমুখ।


জেলা ছাত্রলীগ:
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের এর আয়োজনে সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, সাবেক জিএস রাশেদুজ্জামান বাকী, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম কাবা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দার অনিক, সাবেক সহ-সভাপতি শাহাবুল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ আলী জোয়ার্দার, অয়ন হাসান জোয়ার্দার, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ , চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা শোয়েব রিগান, তানভীর আহম্মেদ সোহেল, মুন্না আজম, পৌর ছাত্রলীগ নেতা ইমদাদুল হক আকাশসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃাকর্মীবৃন্দ।

দর্শনা:দর্শনায় বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় দর্শনা পৌর আওয়ামী লীগের উদ্দ্যোগে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের বিভিন্ন অংশ তুলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম ফারুক আরিফের সভাপতিত্বে সভায় সংক্ষিপ্ত আলোচনা করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু।
এসময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌর ১নম্বর ওয়ার্ড আ. লীগের সভাপতি জয়নাল আবেদীন নফর, ২নম্বও ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, ৬নম্বর ওয়ার্ড আ. লীগের সহসভাপতি সোলায়মান কবীর, দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি ও আ. লীগ নেতা আব্দুল হান্নান, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগ নেতা হীরণ, দর্শনা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।


আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শেখ ফিরোজ আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও শেখ সামাদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরহান উদ্দীন ঝংকার, সহকারী শিক্ষক ইকবাল আহমেদ জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, জিয়াউর রহমান জিয়া, ফজলে রাব্বী, মাহিদুল ইসলাম, আনারুল ইসলাম, সালমা বানু, রেবেকা সুলতানাসহ সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক হযরত মাওলানা আহসান উল্লাহ। অপর দিকে একই সময়ে আন্দুলবাড়ীয়া কলেজ, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসা, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক-পৃথকভাবে নানা কর্মসূচী পালন করে।

মেহেরপুর:
মেহেরপুরে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামিম আরা হীরা। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, শিক্ষক শ্বাশত নিপ্পন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, যুবলীগ নেতা সাইফুল, আব্দুল্লাহ আল মামুন, নাসির, মিলনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। পরে যুবলীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা পৃষ্পার্ঘ অর্পণ করে।

মুজিবনগর:
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল সকাল নয়টায় মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, সম্পাদক নজরুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বল্টু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজীব সম্পাদক শাহিনুর রহমান মানিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন, যুব নেতা হাসানুজ্জামান লাল্টুসহ উপজেলার সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আপলোড টাইম : ০৭:১৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো এসব কর্মসূচি পালন করে।

দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয় বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়।’

এদিকে, সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কমসূচি গ্রহণ করে জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।

উল্লেখ্য, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ২৯০ দিন বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে ফিরে আসেন। এর পর থেকে জাতি প্রতি বছর দিনটিকে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে। বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়। বিকেল সাড়ে ৪টায় জেলা আওয়ামী লীগের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. শামসুজ্জোহা, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্য নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগ এর সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ পৌর সকল ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি/সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।


এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, মহিলা নেত্রী রুকসানা খুকু, জেলা শ্রমিক লীগ এর সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাছেদ আলী, কৃষক লীগ নেতা মাসুদুর রশীদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এর সভাপতি সাবেক অধ্যক্ষ শাজাহান আলী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহাবুবুল হক সেলিম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রুঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, রাশেদুজ্জামান বাকী, শেখ সেলিম, জেলা ছাত্র লীগ এর সাবেক সহ-সভাপতি মো. সাহাবুল হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চুয়াডাঙ্গা জেলা যুবলীগ:
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ। গতকাল মঙ্গলবার সকাল সাতটায় জেলা যুবলীগের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উক্তলন করে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও নেতাকর্মীরা। পরে সেখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা। এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা পিরু মিয়া, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, হাসানুল ইসলাম পলেন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসান সৈকত, শেখ রাসেল, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি বিপ্লব হোসেন, লোকমান, বিপুল প্রমুখ।


জেলা ছাত্রলীগ:
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের এর আয়োজনে সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, সাবেক জিএস রাশেদুজ্জামান বাকী, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম কাবা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দার অনিক, সাবেক সহ-সভাপতি শাহাবুল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ আলী জোয়ার্দার, অয়ন হাসান জোয়ার্দার, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ , চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা শোয়েব রিগান, তানভীর আহম্মেদ সোহেল, মুন্না আজম, পৌর ছাত্রলীগ নেতা ইমদাদুল হক আকাশসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃাকর্মীবৃন্দ।

দর্শনা:দর্শনায় বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় দর্শনা পৌর আওয়ামী লীগের উদ্দ্যোগে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের বিভিন্ন অংশ তুলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম ফারুক আরিফের সভাপতিত্বে সভায় সংক্ষিপ্ত আলোচনা করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু।
এসময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌর ১নম্বর ওয়ার্ড আ. লীগের সভাপতি জয়নাল আবেদীন নফর, ২নম্বও ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, ৬নম্বর ওয়ার্ড আ. লীগের সহসভাপতি সোলায়মান কবীর, দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি ও আ. লীগ নেতা আব্দুল হান্নান, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগ নেতা হীরণ, দর্শনা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।


আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শেখ ফিরোজ আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও শেখ সামাদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরহান উদ্দীন ঝংকার, সহকারী শিক্ষক ইকবাল আহমেদ জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, জিয়াউর রহমান জিয়া, ফজলে রাব্বী, মাহিদুল ইসলাম, আনারুল ইসলাম, সালমা বানু, রেবেকা সুলতানাসহ সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক হযরত মাওলানা আহসান উল্লাহ। অপর দিকে একই সময়ে আন্দুলবাড়ীয়া কলেজ, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসা, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক-পৃথকভাবে নানা কর্মসূচী পালন করে।

মেহেরপুর:
মেহেরপুরে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামিম আরা হীরা। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, শিক্ষক শ্বাশত নিপ্পন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, যুবলীগ নেতা সাইফুল, আব্দুল্লাহ আল মামুন, নাসির, মিলনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। পরে যুবলীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা পৃষ্পার্ঘ অর্পণ করে।

মুজিবনগর:
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল সকাল নয়টায় মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, সম্পাদক নজরুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বল্টু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজীব সম্পাদক শাহিনুর রহমান মানিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন, যুব নেতা হাসানুজ্জামান লাল্টুসহ উপজেলার সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।