ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও দর্শনায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • / ৫৪৭ বার পড়া হয়েছে

পলাতক দুজনসহ আটককৃত ৬ মাদকব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক মামলা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদকব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার মাদকব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় প্রায় ৫০০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক মাদকবিরোধী অভিযানে ২শ ৩৬ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবাসহ দু’মাদকব্যবসায়ী আটক হয়েছে। চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ চুয়াডাঙ্গা পৌর শহরে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবাসহ ৪জনকে আটক করেছে। এদের মধ্যে একজন একাধিক মামলার আসামী। গতকাল শনিবার দিনভর অভিযান চলিয়ে পৃথক স্থান থেকে এসকল মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আটককৃত এসকল মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২শ ৬৫ পুরিয়া গাঁজাসহ ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক এসকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। এদের মধ্যে তিনজনকে গতকালই আদালতে সোপর্দ করা হয়। একজনকে আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। আটককৃতরা হল- তালতলা শশ্মান পাড়র ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামী বিল্লাল হোসেন (৪২), থানা কাউন্সিল পাড়ার নয়ন (২২), সিনেমা হল পাড়ার অন্তুর (২৪) ও বাগান পড়ার জুবায়ের (২২)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফঁড়ির এসআই ওহিদুল ইসলাম, এএসআই ইমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার দিবাগত রাত ১টার পর তালতলা পশুহাট পড়ার জনৈক ব্যাক্তির বিস্কুক ফ্যাক্টরির পাশে বাঁশবাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তালতলা শশ্মান পাড়ার আব্দুল জলিলের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামী বিল্লাল হোসেনকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২শ ৬৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

যার ওজন ৪শ ৭০ গ্রাম। পরে আটককৃত আসামীর বিরুদ্ধ মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানার মাধ্যমে গতকালই আদালতে প্রেরণ করা হয়। একইদিন সকাল সাড়ে ৭টার সময় ওই টিম থানা কাউন্সিল পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মুনসুর আলীর ছেলে নয়ন এবং সিনেমাহল পাড়ার মকলেছের ছেলে অন্তুরকে আটক করেন। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত এসকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। অপরদিকে একই টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার পর বাগানপাড়ার জনৈক প্রফেসরের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানরত অবস্থায় সংশ্লিষ্ট এলাকার কালাম হোসেনের ছেলে জুবায়েরকে আটক করেন। আটককালে তার কাছ থেকে ৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

দর্শনা অফিস জানিয়েছে, ২শ ৩৬ বোতল ফেনসিডিল, ৪০ পিস ইয়াবা ও একটি আলমসাধুসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ঘটনায় আটককৃত নাসির উদ্দীন ও কোরবান আলির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া দুজনকে পলাতক দেখিয়ে মামলা দায়ের করা হয়। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তদন্তকেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে রেলবাজারস্থ কহিনুর কাউন্টরের সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বেগুনের বস্তা থেকে ২শ ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। পুলিশ জানায়, গতকাল বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা কহিনুর কাউন্টারের সামনে অভিযান চালায় দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ। এ অভিযানে আলমসাধুতে বস্তার ভিতরে ২৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একইসাথে মাদক ব্যবসায়ী দোস্ত গ্রামের মোল্লাপাড়ার রাজ্জাক প্রধানের ছেলে নাসির উদ্দীনকে (২৮) আটক করে পুলিশ। আটককৃত নাসিরের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় ফেনসিডিলের মালিক দোস্তগ্রামের মোল্লাপাড়ার ইব্রাহিম প্রধানের ছেলে রিপন ও একই গ্রামের ভুঁইয়া পাড়ার সুন্দর আলীর ছেলে রমজান। রিপন ও রমজানকে পলাতক দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, পৃথক আরো একটি অভিযানে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে তদন্তকেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে শান্তিপাড়া শওকত আলীর গোডাউনের অদূরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবাসহ শান্তিপাড়ার কোরবান আলীকে (২৯) আটক করেছে। আটককৃত নাসির উদ্দীন ও কোরবান আলির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা ও দর্শনায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

আপলোড টাইম : ০৯:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮

পলাতক দুজনসহ আটককৃত ৬ মাদকব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক মামলা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদকব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার মাদকব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় প্রায় ৫০০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক মাদকবিরোধী অভিযানে ২শ ৩৬ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবাসহ দু’মাদকব্যবসায়ী আটক হয়েছে। চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ চুয়াডাঙ্গা পৌর শহরে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবাসহ ৪জনকে আটক করেছে। এদের মধ্যে একজন একাধিক মামলার আসামী। গতকাল শনিবার দিনভর অভিযান চলিয়ে পৃথক স্থান থেকে এসকল মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আটককৃত এসকল মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২শ ৬৫ পুরিয়া গাঁজাসহ ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক এসকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। এদের মধ্যে তিনজনকে গতকালই আদালতে সোপর্দ করা হয়। একজনকে আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। আটককৃতরা হল- তালতলা শশ্মান পাড়র ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামী বিল্লাল হোসেন (৪২), থানা কাউন্সিল পাড়ার নয়ন (২২), সিনেমা হল পাড়ার অন্তুর (২৪) ও বাগান পড়ার জুবায়ের (২২)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফঁড়ির এসআই ওহিদুল ইসলাম, এএসআই ইমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার দিবাগত রাত ১টার পর তালতলা পশুহাট পড়ার জনৈক ব্যাক্তির বিস্কুক ফ্যাক্টরির পাশে বাঁশবাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তালতলা শশ্মান পাড়ার আব্দুল জলিলের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামী বিল্লাল হোসেনকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২শ ৬৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

যার ওজন ৪শ ৭০ গ্রাম। পরে আটককৃত আসামীর বিরুদ্ধ মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানার মাধ্যমে গতকালই আদালতে প্রেরণ করা হয়। একইদিন সকাল সাড়ে ৭টার সময় ওই টিম থানা কাউন্সিল পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মুনসুর আলীর ছেলে নয়ন এবং সিনেমাহল পাড়ার মকলেছের ছেলে অন্তুরকে আটক করেন। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত এসকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। অপরদিকে একই টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার পর বাগানপাড়ার জনৈক প্রফেসরের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানরত অবস্থায় সংশ্লিষ্ট এলাকার কালাম হোসেনের ছেলে জুবায়েরকে আটক করেন। আটককালে তার কাছ থেকে ৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

দর্শনা অফিস জানিয়েছে, ২শ ৩৬ বোতল ফেনসিডিল, ৪০ পিস ইয়াবা ও একটি আলমসাধুসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ঘটনায় আটককৃত নাসির উদ্দীন ও কোরবান আলির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া দুজনকে পলাতক দেখিয়ে মামলা দায়ের করা হয়। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তদন্তকেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে রেলবাজারস্থ কহিনুর কাউন্টরের সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বেগুনের বস্তা থেকে ২শ ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। পুলিশ জানায়, গতকাল বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা কহিনুর কাউন্টারের সামনে অভিযান চালায় দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ। এ অভিযানে আলমসাধুতে বস্তার ভিতরে ২৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একইসাথে মাদক ব্যবসায়ী দোস্ত গ্রামের মোল্লাপাড়ার রাজ্জাক প্রধানের ছেলে নাসির উদ্দীনকে (২৮) আটক করে পুলিশ। আটককৃত নাসিরের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় ফেনসিডিলের মালিক দোস্তগ্রামের মোল্লাপাড়ার ইব্রাহিম প্রধানের ছেলে রিপন ও একই গ্রামের ভুঁইয়া পাড়ার সুন্দর আলীর ছেলে রমজান। রিপন ও রমজানকে পলাতক দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, পৃথক আরো একটি অভিযানে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে তদন্তকেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে শান্তিপাড়া শওকত আলীর গোডাউনের অদূরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবাসহ শান্তিপাড়ার কোরবান আলীকে (২৯) আটক করেছে। আটককৃত নাসির উদ্দীন ও কোরবান আলির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।